পুজোর আগেই ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনুন – Durga Puja Skin Care At Home
সারা বছর যেমন তেমন ভাবে থাকলেও পূজোয় কয়েকটা দিন কিনতু চাই উজ্জ্বল ত্বক…!! পুজোয় দৈনন্দিন লাইফস্টাইলে যেমন অনিয়ম লেগেই থাকে, তেমনই বিউটি রুটিনেও একটু আধটু বদল দেখা দেয়। এই কয়েকদিন প্রত্যেকেই কম বেশি মেকআপ করেন, যা ঠিকভাবে পরিষ্কার না করলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়।
পুজোর দু’দিন আগে এই ফেসপ্যাক গুলো ব্যবহার করলে জেল্লা আসবে ত্বকে
ত্বকের জেল্লা ধরে রাখতে এই আনন্দ-উৎসবের মাঝে সামান্য কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। এতে পুজোর সময়ে জেল্লার ঘাটতি তো হবেই না, উলটে ত্বকের সুস্বাস্থ্যও বজায় থাকবে।
বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যায় একেবারে নাজেহাল হচ্ছেন, তারা ব্যবহার করুন এই ফেসপ্যাক গুলো …!! দেখবেন ব্রণের যাওয়ার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা কেমন বেড়ে যাচ্ছে।
পুজোর আগেই ত্বকের জেল্লা ফেরাতে চান? দেখুন কী করবেন
১/ পুজোর চারদিন সকালে এবং রাতে দুবার করে ত্বক ক্লিনজিং করুন। দিনের বেলায় ঘুম থেকে উঠেই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। আর রাতে বাড়ি ফিরে প্রথমে মেকআপ পরিষ্কার করুন। তারপরে রেগুলার ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিন।
পুজোর আগে ত্বকে জেল্লা ফেরাতে চান? ভরসা রাখুন এই ৫ ফেসপ্যাকে
২/ সানস্ক্রিন মাখতে ভুলবেন না
অষ্টমী আর নবমীর সকালে নিশ্চয়ই আপনার ঘোরায় প্ল্যান রয়েছে? সেই দু’দিন বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন না মেখে বাড়ির বাইরে পা রাখবেন না।
৩/ পুজোর সময়ে আবহাওয়ার কথা মাথায় রেখে জেল বেসড ময়শ্চারাইজার বেছে নেওয়াই শ্রেয়। সেটা মুখে, হাত-পায়ে লাগিয়ে নিন। দিনের বেলায় একান্তই ময়শ্চারাইজার না লাগাতে পারলে রাতে শুতে যাওয়ার আগে কিন্তু মিস করবেন না।
এতো ভারী মেকাপ এর পর ত্বকের জেল্লা বজায় রাখতে এই ফেস প্যাক গুলো অ্যাপ্লাই করুণ…
আলু কাঁচা দুধের ফেসপ্যাক – আলুর রস এবং তিন থেকে চার টেবিল চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে মিশ্রণটি যদি মুখে লাগাতে পারেন, দেখবেন আপনার ত্বক কত সুন্দর পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে।
পুজোর আগে এই নিয়মে বাড়িতেই করুন ফেসিয়াল
আলু, টমেটো ফেসপ্যাক – আলুর রসের সঙ্গে টমেটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি যদি সপ্তাহে একদিন ভালো করে মুখে লাগিয়ে আধঘন্টা পরে ধুয়ে ফেলতে পারেন দেখবেন আপনার ত্বক কত সুন্দর এবং ঝকঝকে পরিষ্কার হবে।
ত্বকের জেল্লা: ত্বকের জেল্লা ফেরাতেও বরফ ভীষণ সাহায্য করে। দুধ দিয়ে বরফ তৈরি করে সেটা মুখে ঘষুন। দেখবেন ত্বকের জেল্লা বাড়ছে।
অ্যালো ভেরা জেল সঙ্গে রাখুন
রোদ লেগে স্পর্শকাতর ত্বক যদি খুব জ্বালা করে, লাল হয়ে যায়, সে ক্ষেত্রে অ্যালো ভেরা জেল কিন্তু কাজে আসতে পারে। দেহের যে অংশে অস্বস্তি হবে, সেখানে সরাসরি অ্যালো ভেরা জেল মেখে নিতে পারেন।অ্যালো ভেরা অ্যাপ্লাই করলে দেখবেন ত্বক কেমন ভেতর থেকে পরিষ্কার লাগে।।
আরোও পড়ুন,
Tags – Skin Care, Skin Tips