Spread the love

Face Cream: গরমে কিনতু আর যাই করুন রেগুলার স্কিন কেয়ার কিনতু প্রয়োজন…. রাতে ত্বকে যেমন ত্বকের যত্নের প্রয়োজন,, ঠিক তেমনি দিনের বেলায় স্কিনের সুরক্ষার জন্য ডে ক্রিমের দরকার হয়, l অনেকেই আবার একই ক্রিম সকালে ও রাতে ইউজ করেন। কিন্তু আপনি কি জানেন স্কিনে একই ক্রিম সকালে ও রাতে ইউজ করা ঠিক নয়? কারণ দুটো ক্রিম তৈরি করা হয় ডিফারেন্ট কারণের উপর বেইজ করে।

IMG_20240511_225359-edited 3 Best Summer Day Cream: গ্রীষ্মে উজ্জ্বল ত্বকের জন্য সেরা ডে ক্রিম

ডে ক্রিম কোনটা ভালো

মুখের ক্রিমটা পুরো গলাতেও লাগাতে হবে। এতে করে মুখের ও গলার স্কিনটোন একই রকম হবে। মুখ-ত্বকের সঙ্গে গলায় ক্রিম লাগানো অত্যন্ত জরুরি। গলার নিচের অংশেও ক্রিম লাগাবেন নিয়মিত। না হলে একটা সময় পর দেখা যাবে, মুখের ত্বক টান টান আছে। কিন্তু গলা ও নিচের অংশের চামড়া কুঁচকে গেছে।

দিনের বেলায় যে ক্রিম ব্যবহার করে বের হবেন, সেটায় সানস্ক্রিন থাকলে ভালো। ২০ বছর বয়স পর্যন্ত আমাদের ত্বক এমনিতেই ভালো থাকে। বাড়তি যত্ন নেওয়ার দরকার পড়ে এরপর থেকে। ফলাফল দেখতে পাবেন ৩০ বছরের পর থেকে। ত্বকে জল লাগালেই ময়েশ্চারাইজার লাগানো উচিত। ত্বককে সব সময় আর্দ্র রাখার চেষ্টা করতে হবে।

মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো

ডে ক্রিম কী?

এই ক্রিমটি দিনে ব্যবহারের জন্য। ডে ক্রিম সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলাবালি থেকে স্কিনকে রক্ষা করে। এতে তেল চিটচিটে ভাব থাকে না এবং স্কিনের সাথে দ্রুত মিশে যায়। এটি স্কিনকে নরম ও কোমল করে তোলে।

তৈলাক্ত ত্বকের জন্য কোন ক্রিম ভালো

** যে কারণে ডে ক্রিম ব্যবহার করবেন….

ডে ক্রিমের বেশকিছু বেনিফিট রয়েছে,,এই ক্রিমের বেনিফিটগুলো হচ্ছে-

১. সূর্যের রশ্মি থেকে প্রোটেকশন দেয়।

২. বলিরেখা প্রতিরোধ করে।

আরোও পড়ুন,

Summer Skin Care: গরমে ত্বকের জেল্লা ধরে রাখার উপায়

৩. ক্ষতিকর ফ্রি রেডিক্যালের হাত থেকে স্কিনকে প্রোটেক্ট করে।

৪. শুষ্কতা রোধ করে স্কিনকে হাইড্রেটেড রাখে,গরমে সেরা ডে ক্রিম….

১/ ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স ব্রাইটনিং ডে ক্রিম: এটি একটি পুষ্টিকর ক্রিম,, যা ত্বককে পুষ্টি প্রদান করে। সারা দিন ক্রমাগত আর্দ্রতা প্রদান করে।নিয়াসিনামাইড দিয়ে তৈরি, এটি বিশেষভাবে পিগমেন্টেশনকে লক্ষ্য করে।ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

মুখ ফর্সা করার জন্য কোন ক্রিম ভালো

২/ Pond’s Age Miracle Youthful Glow Day Cream: নন-স্টিকি অনুভূতির জন্য অতি-হালকা টেক্সচার সহ জেল+ক্রিম সূত্রকালো দাগ এবং নিস্তেজতা এবং পিগমেন্টেশনকে দূর করে।ত্বককে উজ্জ্বল করে এবং সান প্রোটেকশন (SPF 20) PA+++ দেয়।

৩/ Garnier Skin Naturals Bright Complete Vitamin C Serum UV Cream: ডে ক্রিম সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত, ত্বককে ময়েশ্চারাইজ করে ব্রণের দাগ কমায়, অতিরিক্ত সূর্যালোকের কারণে ত্বককে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করেত্বককে উজ্জ্বল করতে ভিটামিন সি এর উচ্চ ঘনত্বের পাশাপাশি ত্বককে রক্ষা করার জন্য UV ফিল্টার দিয়ে সমৃদ্ধ।।

আরোও পড়ুন,

Summer Healthy Drink: গরমে স্বস্তি পেতে সেরা ৩ পানীয়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *