Spread the love

Aloe Vera Gel For Hair: চুলের যত্নে অ্যালোভেরা প্যাক

চুল পড়ার সমস্যা প্রায় এখন সব ছেলে মেয়েদের,, সারা বছরই চুল পড়ার সমস্যায় কমবেশি সকলেই ভোগেন। এই গরমে দূষণ থেকেই চুলের বেশি ক্ষতি হয়, চুলে খুসকি হয়ে যায়।। এ ছাড়াও ব্যস্ত জীবনে বাইরে ঘন ঘন বেরতে হয় বলে চুলের প্রতি বেশি যত্ন নাওয়া যায় না।। কিনতু কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং অল্প খরচেই সুন্দর লম্বা চুল পাওয়া যেতে পারে। দেখে নিন সেগুলি…


IMG_20230521_191243-1684676611652 Aloe Vera Gel For Hair - চুলের যত্নে অ্যালোভেরা প্যাক

Aloe Vera Gel For Hair Benefits


(Aloe Vera)

চুলের যত্নের কথা আসলে আগেই অ্যালোভেরার কথা বলি, তাহলে তো অবশ্যই চিনতে পারবেন। এখন অনেকেই বাড়িতেই অ্যালোভেরা গাছ লাগান। এর হাজারো গুণ, বললে শেষ করা যাবে না। ত্বক-চুলের উজ্জ্বলতা থেকে শরীরের নানা সমস্যায় এর জুড়ি মেলা ভার।


ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২-এই গুণগুলি আমাদের স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে আসে।


চুলের যত্নে ডিম ও অ্যালোভেরা


আপনার চুলের অল-ইন-ওয়ান যত্নে যদি কোনও ম্যাজিক থাকে তা হল অ্যালোভেরা জেল। কারণ অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আর নানা রকমের মিনারেলস। এটি যা চুলে পুষ্টির যোগান দেয় আর চুলকে ঘন লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে।


Aloe Vera Gel For Hair Dandruff


চুল লম্বা করতে হলে ক্যাস্টর অয়েল কিন্তু দারুণ কাজ দেয়। আর অ্যালোভেরা জেলের সঙ্গে যদি ক্যাস্টার ওয়েল মিশিয়ে ব্যবহার করেন, তাহলে চুল তাড়াতাড়ি তো বাড়বেই, সেইসঙ্গে হেয়ার ফলের সমস্যা কমে যাবে।


ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। এটি চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশন্ড করে আর আপনার চুলে তার প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়।


কেমন করে তৈরি করবেন?


ফ্রেশ অ্যালোভেরা জেল,অলিভ অয়েল আর ডিমের কুসুম একটা বাটিতে ভালোভাবে মিশিয়ে চুলে আর স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন, বিশেষ করে চুলের গোড়াতে। গোটা মাথায় লাগানো হয়ে গেলে ভালো করে চুল ঢেকে ২৫ মিনিট মতো রাখুন। তারপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।


এলোভারা ও লেবু দিয়ে চুলের যত্ন

খুশকি নিরাময় করতে অ্যাপেল সাইডার ভিনিগার খুবই কার্যকরী। একটি পাত্র নিন। তাতে এক কাপ অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে এক চা চামচ মধু এবং দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে একটি হেয়ার প্যাক বানাতে হবে আপনাকে।


IMG_20230521_191149-1684676612321 Aloe Vera Gel For Hair - চুলের যত্নে অ্যালোভেরা প্যাক

চুলে এলোভেরা জেল ব্যবহারের নিয়ম


বাড়িতে তৈরি যেসব প্রোটিন হেয়ার প্যাক আমরা চুলে লাগিয়ে থাকি, তাদের মধ্য়ে অন্যতম জনপ্রিয় হল টক দইয়ের হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক আপনি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। একটি পাত্র নিন। তাতে ৩ চামচ অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে ১ চামচ টক দই মিশিয়ে নিন। প্রতিটি উপাদানই ভালো করে মিশিয়ে নিন। তারপর স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। এই হেয়ার প্যাক চুলে অন্তত ১০ থেকে ২০ মিনিট মাসাজ করুন। এতে খুশকির সমস্যাও প্রতিরোধ করে।।


অ্যালো ভেরা আর নারকেল তেল

নারকেল তেল আর অ্যালো ভেরার মিশ্রণ কন্ডিশনারের কাজ করে যা মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে | একটি পাত্রে ৫ টেবল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ৩ টেবল চামচ নারকেল তেল মেশান | এবার মাথার ত্বক আর চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে নিয়ে,,, মাথায় শাওয়ার ক্যাপ পরে নিন | আধঘণ্টা পরে চুল ধুয়ে ফেলুন |


IMG_20230521_191218-1684676612013 Aloe Vera Gel For Hair - চুলের যত্নে অ্যালোভেরা প্যাক
Read More,

Aloe Vera Gel For Hair overnight

অ্যালো ভেরা আর পেঁয়াজ

অ্যালো ভেরার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করা হয়, এই মিশ্রণটি চুল পড়া প্রতিরোধ করে আর নতুন করে চুল গজাতেও সহায়তা করে | 1 টি বড়ো পেঁয়াজ নিয়ে ব্লেন্ডারে বেটে নিন | এবার জালিকাপড় দিয়ে রস ছেঁকে নিন | তাতে অ্যালো ভেরা জেল খুব ভালো করে মেশান | এবার মাথার ত্বকে খুব ভালো করে ঘষে ঘষে এই মিশ্রণটি লাগান | চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে মিশ্রণটি লাগাতে হবে | ঘণ্টাখানেক রেখে ভালো শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন ….


লেবু ও অ্যালোভেরা

লেবুর রস, অ্যালোভেরা ও আমলার রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি চুলের স্বাভাবিক বৃদ্ধি, গোড়া মজবুত করে।



Tags –Aloe Vera, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *