Spread the love

Summer Hair Care – গরমে চুলের যত্ন


গরমে সবার চুলের বারোটা বেজে গিয়েছে,, ঘরে-বাইরে সবখানেই রোদের তাপ। সেই সঙ্গে রয়েছে ধুলো-বালি। আবহাওয়ার এই চরম অবস্থার প্রভাব পড়ছে আমাদের চুলেও। গরমে ঘামের সঙ্গে যোগ হয় স্ক্যাল্পের প্রাকৃতিক তেল। এই তেল-চিটচিটে ঘাম ও বাতাসে চুলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ হয়ে দেখা দেয় খুশকি, র‍্যাশ বা ফুসকুড়ি।

সকালে অফিস যাওয়ার সময় চুলটা যদি ঝলমলে, রেশম কোমল দেখায়, মনটাও কেমন ফুরফুরে হয়ে যায় না? আপনি সুন্দর করে সাজুন বা না সাজুন, সুন্দর চুল কিন্তু একধাক্কায় অনেকটাই সৌন্দর্য বাড়িয়ে দেয়। যদি কোনও অনুষ্ঠানে যেতে হয়, ধুলো আর ঘাম, তার সঙ্গে চুলের রুক্ষভাব সব মিলিয়ে গরম এলেই চুল একেবারেই খারাপ হয়ে যায়।বাতাসের আর্দ্রতা এই সময় বেশি থাকায় চুল সহজেই নেতিয়েও পড়ে। তাই এই গরমের দিনগুলোয় চুলের বাড়তি যত্ন নেওয়া খুব দরকার। জেনে নিন কিছু জরুরি টিপস –


IMG_20230402_204459-1680448517918 Summer Hair Care - গরমে চুলের যত্ন

Natural Hair Care Tips For Summer

চুলেরও চাই এসপিএফ

মুখে সানস্ক্রিন মাখলে কিন্তু চলবেনা, একই রকমভাবে আপনার চুলেরও যত্নের দরকার। বাড়ির বাইরে পা দেওয়ার আগে চুলে আর স্ক্যাল্পে সানস্ক্রিন লাগিয়ে মাসাজ করে নিন।


সপ্তাহে তিনবারের বেশি কোনওমতেই শ্যাম্পু করবেন না।আর শ্যাম্পু কন্ডিশনার অবশ্যই লাগান।

চুল ডিপ কন্ডিশনিং করতে কন্ডিশনারের বদলে হেয়ার মাস্ক লাগাতে পারেন।


গরমে চুল সুস্থ ও সুন্দর রাখার টিপস


চুল বেঁধে রাখুন

গরমে খোলা চুল রাখলে অস্বস্তি শুরু হয়।

তাই এই সময় চুলটা বেঁধে রাখাই ভালো।

রোদে বেরনোর সময় বাহারি স্কার্ফ বা টুপিতে ঢেকে রাখতে পারেন।


Hair Care Tips For Summer In India


অয়েল মাসাজ

আর্দ্রতা চুলের গভীরে ধরে রাখতে কন্ডিশনিংয়ের পাশাপাশি থেরাপিউটিক হেয়ার অয়েল মাসাজ করতে পারেন। নারকেল, অলিভ আর আমন্ড অয়েল চুলের স্বাস্থ্য আর বাড়বৃদ্ধির পক্ষে খুব ভালো!


হাইড্রেটিং হেয়ার মিস্ট

এ ছাড়া হাতের কাছে রাখুন হাইড্রেটিং হেয়ার মিস্ট। রুক্ষতার হাত থেকে চুলকে রক্ষা করবে এই মিস্ট। অ্যালো ভেরা জেলে জল মিশিয়ে পাতলা করে নিলেও ঘরোয়া হেয়ার মিস্ট পেয়ে যাবেন।


গরমে চুলের যত্ন


হেয়ার ড্রায়ারে চুল শুকাবেন না

এই গরমে চুলতো ঘামেই। তাই বলে গরমে চুলের যত্ন নিতে গিয়ে চুল শুকাতে বা ঘাম শুকাতে হেয়ার ড্রায়ার-এর গরম বাতাস ব্যবহার করা যাবে না। চুলের আগা ফেটে যাওয়া হেয়ার ড্রায়ার-এর গরম বাতাস প্রধান কারণ।



ঋতু পরিবর্তনের জেরে স্ক্যাল্পে ফ্লেকস্ হতে পারে। এক্ষেত্রে স্ক্যাল্পের রুক্ষ-শুষ্ক মৃত চামড়া উঠে আসতে থাকে। আর এটাই অতিরিক্ত চুল ঝরার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই মাথার ত্বকের যে কোনও রকম অ্যালার্জি দূর করার জন্য একটি ট্রিটমেন্ট করানো খুবই জরুরি। তাছাড়া রোদে পোড়ার জ্বালা অথবা চুলকানির হাত থেকে রেহাই পেতে স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে এবং একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে তা ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যাবে।


Summer Hair Care Tips


IMG_20230402_204439-1680448518302 Summer Hair Care - গরমে চুলের যত্ন
আরও পড়ুন,

গরমে চুলের যত্ন নেবেন কীভাবে, দেখুন কয়েকটি সহজ টিপস

মাথা ঠান্ডা রাখতে অ্যালোভেরার প্যাক ব্যবহার করুন

এই গরমে ঘৃতকুমারী (অ্যালোভেরা) মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং এটি চুল পড়াও কমাবে। অ্যালোভেরা-এর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুল পরিষ্কার করে ফেলুন। ঘৃতকুমারীর রস, মেথি গুঁড়া ও ত্রিফলা (আমলকী, হরীতকী ও বহেরা ভিজানো জল) একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। এতে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলের স্বাস্থ্য ভালো করবে।চুল পরাও কমে যাবে।।




Tags – Hair Care, Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *