Spread the love

Hair Spa Cost – হেয়ার স্পা করতে কতো টাকা লাগে

চুলের সমস্যায় ভোগেন না এরম মানুষ খুঁজে পাওয়াই যায়না এখন,, এর জন্য চুলকে বিশেষ ভাবে যত্ন করা দরকার। আর চুলকে যত্ন করার জন্য এক নতুন কনসেপ্ট যার নাম হেয়ার স্পা।এই হেয়ার স্পা চুলের জন্য খুবই কার্যকরী। আমাদের শরীরের যেমন প্রোটিন দরকার। তেমনই চুলেরও প্রোটিন দরকার।এর অভাবেই চুল পরে। আর এই চুল পরা রোধে হেয়ার স্পা খুবই কার্যকরী।শুধু চুল পড়াই রোধ করে না। চুলের স্বাস্থ্য ভালো রাখতেও বিশেষ ভাবে সাহায্য করে হেয়ার স্পা।

IMG_20230311_172025-1678535437054 Hair Spa Cost - হেয়ার স্পা করতে কতো টাকা লাগে

Hair spa cost in Bengali

দূষণ থেকে চুলের যত্ন নিতে স্পা করুন –

এখন বাইরের দূষণ, ধুলো, ক্যামিকাল যুক্ত প্রোডাক্ট এর জন্য চুল রুক্ষ হয়ে যায়,, এর থেকে চুলকে ভালো রাখতে হেয়ার স্পা করাটা খুবই জরুরি।চুলকে ভালো রাখতে হেয়ার স্পার মত ভালো কিছু আর হয় না।প্রাণহীন চুলকে প্রানচ্ছল সুন্দর করতে গেলে দরকার হেয়ার স্পা।


খুশকি দূর করতে হেয়ার স্পা-

চুল পরার একটি কারণ হল খুশকি। অতিরিক্ত খুশকির ফলে চুলের গ্রোথ কমে যায়।তার ফলে অকালে চুল ঝরে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে হেয়ার স্পা কার্যকরী।চুল অনেক বেশি রুক্ষ হয়ে গেলেও চুল পরে। হেয়ার স্পা চুলেকে কন্ডিশনিং করে।চুলকে পুষ্টি যোগায়।

Hair spa cost in india

চুলের নানা সমস্যা কমে –

আমরা এখন চুলকে বিভিন্ন ভাবে সাজাই, কখনও কার্ল কখনও সোজা আবার বিভিন্ন স্টাইলে চুল কাটা।

আবার কখনও বা কালার। আর এই কালারের ক্ষতিকর উপাদান বা হেয়ার স্টাইলের সময় মাথায় অতিরিক্ত তাপ দেওয়া হয়।তার ফলে চুল হয়ে যায় নিষ্প্রাণ। আর চুল ফেটে যাবার সমস্যা তৈরি হয়।

কিন্তু আমরা যদি হেয়ার স্পা করি তাহলে, এই চুল ফেটে যাওয়া, বা নিষ্প্রাণ চুল সবই নিয়ন্ত্রণ করা যায়।

হেয়ার স্পা করতে কি কি লাগে

হেয়ার স্পা করতে কতো টাকা লাগে-

তবে স্পা করতে নিয়মিত টাকা কিছুটা বেশি খরচ হয়। পার্লারভেদে কমবেশি হয়ে থাকে। ৬০০ থেকে ২০০০ টাকা, কিংবা ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত আছে।। ডিপেন্ড করে চুলের lenth এর ওপর।।

হেয়ার স্পা এর উপকারিতা

IMG_20230311_172003-1678535437305 Hair Spa Cost - হেয়ার স্পা করতে কতো টাকা লাগে
Read More,

হেয়ার স্পা ক্রীম ব্যবহারের নিয়ম

তবে মনে রাখতে হবে যে শুধু হেয়ার স্পা করলেই হবে না। চুলকে ভালো রাখার জন্য, সপ্তাহে দুদিন তেল ম্যাসাজ করা দরকার।তেল মাসাজ করার পর অন্তত এক ঘণ্টা বা আগের দিন রাতে তেল লাগিয়ে শুতে পারলে ভালো।তারপর সকালে শ্যাম্পু করে নিতে হবে। তেল মেখে কিন্তু রাস্তায় না বেরনোই ভালো, তাহলে স্ক্যাল্পে ধুলো আটকে যায়।

হেয়ার স্পা কতদিন পর পর করতে হয়

স্মুথনিং হেয়ার স্পা– চুলকে স্মুথ করবে।

ভলিউমনাইজিং হেয়ার স্পা- খুব পাতলা চুল হলে এই ধরনের হেয়ার স্পা করান, চুল ফোলা ফোলা দেখাবে।

ডি-হাইড্রেটেড হেয়ার স্পা- চুল পাতলা হয়ে গিয়েছে, সঙ্গে খুব রুক্ষ-ও হয়ে পড়ছে। তখন এই ধরনের হেয়ার স্পা করালে ভাল ফল মিলবে।

হেয়ার স্পা করতে কতো টাকা লাগে

মণে রাখবেন –

হেয়ার স্পা করানোর পর আপনার খুব তেষ্টা পেতে পারে। যেহেতু এই সময়ে চুলে প্রচুর পুষ্টির প্রয়োজন হয়, কাজেই শরীর সামান্য ডিহাইড্রেট হয়ে যেতে পারে। হেয়ার স্পা করানোর পর তার উপকার যদি বেশিদিন ধরে রাখতে চান, তাহলে প্রচুর পরিমাণে জল খেতে থাকুন। চাইলে ফলের রস, গ্রিন টি, নারকেলের জল ইত্যাদি খেতে পারেন।

হেয়ার স্পা কি

হেয়ার স্পা করানোর পরেই স্টাইলিং করবেন না, অর্থাৎ স্ট্রেটনিং বা রং অথবা কার্ল করবেন না। যদি কোনও অনুষ্ঠান থাকে, তাহলে অন্তত তার এক সপ্তাহ আগে হেয়ার স্পা করান।


Tags – Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *