Spread the love

সরস্বতী পুজোর মেকাপ – Saraswati Puja Makeup


সরস্বতী পুজো প্রায় চলেই এলো,,এই সময় মেয়েরা একটু বেশি এক্সাইটেড থাকে।। স্কুলের দিনগুলো এখন যেমন মনে পড়ে, একইসঙ্গে মনে পড়ে কলেজের দিনগুলোও। যখন স্নান করে অঞ্জলি দিতে যেতাম বন্ধরা মিলে। এই দিনটাই সবার বেশ প্রিয়। তা এই পুজোয় আপনার প্ল্যান কী? বাড়িতে পুজোর পর কোথাও বেরোবেন? কী শাড়ি পরবেন, সেইসবও নিয়ে হয়তো নিশ্চয়ই ভাবছেন? তা আজ আপনার জন্য রইল কয়েকটি সরস্বতী পুজোর বিউটি টিপস (beauty tips for saraswati puja ) এ বছরটায় কীভাবে সেজে ওঠা যায়, যাতে আকর্ষণীয় দেখানোর পাশাপাশি একটু আলাদাও দেখতে লাগে ,, সেটাই আজকে দেখে নিন –



IMG_20230124_131157-1674546827273 সরস্বতী পুজোর মেকাপ - Saraswati Puja Makeup

সরস্বতী পুজোর দিনের হালকা সাজ

মেকআপ প্রোডক্ট ব্যবহারের আগে মুখ অবশ্যই ময়শ্চারাইজ করে নিবেন।। কখনওই শুষ্ক মুখে মেকআপ করবেন না। তাই আপনি যদি মেকআপের আগে ময়শ্চারাইজার লাগানো উচিত।। কারণ যদি ময়শ্চারাইজার না লাগিয়ে নেন মেকআপ কিছুক্ষণ পরেই তা কেক ফেস হয়ে যেতে পারে। তাই প্রথমে ময়শ্চারাইজার লাগান। এবার আপনাদের বলি কেমন ভাবে মেকাপ শুরু করবেন –


অতিরিক্ত কনসিলার বা ফাউন্ডেশন নয়

কনসিলার এবং ফাউন্ডেশনের কাজ হল মুখের আনইভেন টোন, দাগছোপ, ব্রণ ঢেকে দেওয়া। কিনতু কথা হচ্ছে দিনের বেলায় অনেক পরিমাণে কনসিলার-ফাউন্ডেশন কখনওই লাগাবেন না। দেখতে ভীষণ বাজে দেখাবে।। অল্প পরিমানে নিয়ে মুখের সমস্ত দিকে লাগান, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভাল করে মিশিয়ে দিন।। কম্প্যাক্ট দিয়ে পুরো মেকআপ টা সেটআপ করে নিন।।

সরস্বতী পুজোর মেকআপ টিউটোরিয়াল

IMG_20230124_131142-1674546826314 সরস্বতী পুজোর মেকাপ - Saraswati Puja Makeup
আরও দেখুন,

সরস্বতী পুজোর মেকআপ টিপস

পেনসিল লাইনার দিয়ে আগে সরু ও আবছা লাইন টেনে নিন। তার উপর আপনার লিকুইড আইলাইনার বুলিয়ে নিন। এতে আপনি লিকুইড আইলাইনার নিখুঁতভাবে পরতে পারবেন। একইভাবে আপনার লাইনার অনেক্ষণ থাকবে ।

IMG_20230124_131258-1674546826013 সরস্বতী পুজোর মেকাপ - Saraswati Puja Makeup

সরস্বতী পুজোর সাজগোজ

আই ব্র সেট করতে প্রথমে ব্রাউন পেনসিল দিয়ে আউট লাইন এঁকে নিন। তারপর আস্তে আস্তে সেই আউটলাইন ধরে ভ্রু ফিল আপ করে নিন। ভ্রু সামান্য ঘন হলে আপনি আইশ্যাডো ব্রাশ দিয়েও এই কাজ করতে পারেন। খুবই সুন্দর দেখাবে।।


লিপস্টিকের জন্য সুন্দর একটি কালার বেছে নিতে পারেন,, মনে রাখবেন দিনের বেলা তাই হাল্কা কোনো রঙ বেছে নিবেন।। আপনি ম্যাট লিপস্টিক লাগাতে পারেন, বা গ্লসি লিপসও করতে পারেন। যেরকম লিপস্টিকই পরুন। শাড়ির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখেই পরবেন ।।।

Saraswati Puja Makeup look

IMG_20230124_131238-1674546826622 সরস্বতী পুজোর মেকাপ - Saraswati Puja Makeup
আরও দেখুন,

সরস্বতী পুজোর সাজগোজ ও ফ্যাশন টিপস

সর্বশেষ হাইলাইটার ও সুন্দর ব্রাউন ব্লাশার দিয়ে মুখটা সেট করে নেবেন এবং আপনার ইচ্ছামত চুল খোপা করতে পারেন কিংবা ছেড়েও দিতে পারেন সেটা টোটালি আপনার উপরে নির্ভর করে।।

Tags – Fashion Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *