Spread the love

How To Prevent Heart Valve Disease : হার্টের ভাল্বের সমস্যার লক্ষণ

Symptoms of heart valve disease : হার্টের ভালভের রোগে (Heart Valve Disease) আক্রান্ত রোগীর সংখ্যা এখন ঘরে ঘরে…. বহু মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এই রোগে আক্রান্ত হলে শরীরে দেখা দিতে পারে মহা সমস্যা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে।


IMG_20230921_110713-1695274651289 How To Prevent Heart Valve Disease : হার্টের ভাল্বের সমস্যার লক্ষণ

how to avoid heart valve disease

এই রোগটি বোঝার আগে, আপনাকে ভালভ কী তা জানতে হবে —- যখন এক বা একাধিক হার্টের ভালভ সঠিকভাবে কাজ করে না, তখন সেই অবস্থাকে হার্ট ভালভ রোগ বলে।


হৃৎপিণ্ডের চারটি ভালভ আছে, যাকে বলা হয় মহাধমনী ভালভ, মাইট্রাল ভালভ, পালমোনারি ভালভ এবং ট্রিকাসপিড ভালভ। ভালভের ফ্ল্যাপ রয়েছে যা প্রতিটি হৃদস্পন্দনের সাথে খোলে এবং বন্ধ হয়,

ভালভ নিশ্চিত করে যে রক্ত সামনের দিকে প্রবাহিত হয় এবং ব্যাক আপ না হয় বা ফুটো হয় না। হার্টের ভালভ ডিসঅর্ডারের ক্ষেত্রে, ভালভ এই কাজটি সঠিকভাবে করে না।


Heart valve disease treatment without surgery


এই রোগগুলির কারণে হার্ট ফেলিওর, অনিয়মিত হৃদস্পন্দন, হৃৎপিণ্ডের অভ্যন্তরে রক্ত জমাট বাধা, স্ট্রোক ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।


এই রোগের নানা ধরন

এই ভালবগুলিতে ট্যিসু ফ্ল্যাপ বা পর্দা থাকে যা প্রতিটি হদস্পন্দনের সঙ্গে খোলে ও বন্ধ হয়। ফ্ল্যাপগুলি নিশ্চিত করে যে রক্ত হৃৎপিণ্ডের চারটি প্রোকোষ্ঠের মাধ্যমে এবং সমগ্র শরীরে সঠিক দিকে যেন প্রবাহিত হয়। তাদের মূল কাজ হল ন্যূনতম প্রতিরোধের সঙ্গে রক্তের একমুখী প্রবাহ বজায় রাখা।


Signs of heart valve problems


এই রোগের লক্ষণ


বুক ধড়ফড় করা, বুকে ব্য়থা, ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তবে এই লক্ষণে অন্য রোগও হতে পারে।


হার্টের সমস্যার লক্ষণ ও প্রতিকার


চিকিৎসা কী?

এক্ষেত্রে তেমন সমস্যার কোনও বিষয় নেই। হার্টের ভালভের মেরামত বা প্রতিস্থাপনের জন্য ন্যূনতম অস্ত্রোপচার করা হয়। খারাপ এওর্টিক ভালভ স্টেনোসিস বা রিগারজিটেশনের চিকিৎসা হল সার্জারির দ্বারা ভালভ প্রতিস্থাপন। সাধারণত মেকানিক্যাল বা মেটালিক ভালব এবং ট্যিসু ভালভ ব্যবহার করা হয়।


Read More,

हार्ट अटैक आने से पहले क्या संकेत मिलता है : Heart Attack ke Lakshan


Tags – Health Tips, Food

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *