Spread the love

দীপাবলিতো চলেই এলো রইল ট্র্যাডিশন্যাল মেকআপ টিপস – Diwali Is Here, Traditional Makeup Tips


Traditional Make Up:


মেকআপ মানেই কিন্তু সং সাজা নয়। মেকআপ মানে নিজেকে সাজিয়ে তোলা। নিজেকে আকর্ষণীয় করে তোলা,,, চোখে একটু কাজল দেওযা, ঠোঁটে লিপস্টিক, সুন্দর একটা পারফিউম, নেলপলিশ, ক্রিম- এই সব ছোট ছোট জিনিসই আমাদের মন ভাল রাখে। সৌন্দর্য কিন্তু আমাদের মনের উপরও প্রভাব ফেলে। আর তাই নিজের মতো করে নিজেকে সাজিয়ে রাখতে পারলে সব দিক থেকে ভাল।



IMG_20221014_213522-1665769486311 দীপাবলিতো চলেই এলো রইল ট্র্যাডিশন্যাল মেকআপ টিপস - Diwali Is Here, Traditional Makeup Tips

দিওয়ালি মেকআপ টিউটোরিয়াল


যে কোনও বয়সে এই মেকআপ শেখা যায়। আজকাল মেকআপ নিয়ে কম চর্চা হয় না। মেকআপও তো একটা আর্ট। চোখের মেকআপ, মুখের মেকআপ যে ভাবে খুশি সাজিয়ে তোলা যায় নিজেকে। উৎসব বা বিশেষ কোনও অনুষ্ঠানে অধিকাংশই পছন্দ করে ট্র্যাডিশন্যাল মেকআপ। এসব দিনে খুব উগ্র সাজ মোটেই ভাল লাগে না। কিভাবে এই দিনে নিজেকে সাজিয়ে তুলবেন রইল প্রয়োজনীয় কিছু টিপস ……



IMG_20221014_231424-1665769484917 দীপাবলিতো চলেই এলো রইল ট্র্যাডিশন্যাল মেকআপ টিপস - Diwali Is Here, Traditional Makeup Tips

দিওয়ালি মেকআপ লুক যেভাবে ক্রিয়েট করবেন



স্মোকি আইজ আজকাল খুব ট্রেন্ডিং। আর তাই আইশ্যাডো প্যালেট থেকে বেছে নিন ল্যাভেন্ডার আর ব্রাউন। কাজল বা লাইনার পেন ব্যবহার করে সুন্দর করে চোখ এঁকে নিন। এভাবে সাজলে কিন্তু দেখতে লাগে বেশ। তবে এসবের আগেও জরুরি স্কিনের ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। মুখ পরিষ্কার করে তবেই মেকআপ শুরু করুন। প্রাইমার, ফাউন্ডেশন আর কনসিলার লাগিয়ে নিন প্রথমে। গালে হালকা গোলাপি ব্লাশ। ঠোঁটে পরে নিন ক্রিম-বেসড ন্যুড লিপস্টিক। ব্রাউন শিমারি আইশ্যাডো ব্যবহার করুন চোখে। সব শেষে মাস্কারা পরুন। যাঁদের বেশি ঘাম হয় তাঁরা মেকআপের পর ব্যবহার করতে পারেন ভাল ব্র্যান্ডের গোলাপ জল। এতে মেকআপ দীর্ঘক্ষণ পর্যন্ত ভাল থাকে।


দিওয়ালির ট্র্যাডিশন্যাল মেকআপ টিপস



IMG_20221014_231403-1665769485263 দীপাবলিতো চলেই এলো রইল ট্র্যাডিশন্যাল মেকআপ টিপস - Diwali Is Here, Traditional Makeup Tips

দীপাবলির ট্রেডিশনাল লুক


আর যদি পোষাক এর কোথায় আসি তাহলে অবশ্যই ট্রাডিশনাল শাড়ি বা লং টাইপ চুড়িদার কুর্তি পড়তে পারেন,,,




IMG_20221014_213545-1665769486628 দীপাবলিতো চলেই এলো রইল ট্র্যাডিশন্যাল মেকআপ টিপস - Diwali Is Here, Traditional Makeup Tips

দীপাবলির ট্রেডিশনাল মেকআপ লুক


IMG_20221014_231348-1665769485522 দীপাবলিতো চলেই এলো রইল ট্র্যাডিশন্যাল মেকআপ টিপস - Diwali Is Here, Traditional Makeup Tips



অবশ্যই হতে হবে একটু জমকালো,, তার সাথে মানানসই জুয়েলারি পড়বেন।। একদম সাজ ফুটে উঠবে।।। চেষ্টা করবেন সাজ টা একটু হালকার মধ্যে রাখার, এতো উগ্র সাজ এখন আর ভালো লাগে না।।।




Tags – Diwali Fashion Tips 2022

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *