Spread the love

পুজোতে তো ঘুরে চুলের অবস্থা বারোটা বাজিয়েছেন এবার একটু চুলের যত্ন নিন – Now Take Care Of Your Hair

পুজোর পাঁচটা দিন পাঁচ রকমের চুলের সাজ দিতে হয়েছে,, কারণ বিভিন্ন রকমের পোশাকের সাথে বিভিন্ন রকমের চুলের স্টাইল না দিতে পারলে সাজটা কি আর পরিপূর্ণতা হয়? তাই না …..আর তারপর তো গাড়িতে ঘুরে চুলের অবস্থা প্রায় শেষ বলতে পারেন,, এবার তো একটু চুলের যত্ন নিতে হবে তাই না, তাই কয়েকটি টিপস বলে দিচ্ছি যেগুলোতে আপনারা চুলের যত্ন নিতে পারবেন ঘরে বসেই,, দেখুন কি কি।।

images%20(3)-1665065476282 পুজোতে তো ঘুরে চুলের অবস্থা বারোটা বাজিয়েছেন এবার একটু চুলের যত্ন নিন - Now Take Care Of Your Hair

পুজোর পর চুলের যত্নের ঘরোয়া টোটকা


নিয়ম করে তেল মাখুন


চুল সোজা করলে তেল ব‍্যবহার করা যায় না বলে মনে করেন অনেকে। কিন্তু স্ট্রেটনিং করার পর চুল যত্নে রাখতে নিয়মিত নারকেল তেল ব‍্যবহার করা যায়। এতে কোনও সমস‍্যা নেই। তেল চুলের পুষ্টি বজায় রাখবে। চুলও কম পড়বে।


images%20(1)-1665065476405 পুজোতে তো ঘুরে চুলের অবস্থা বারোটা বাজিয়েছেন এবার একটু চুলের যত্ন নিন - Now Take Care Of Your Hair

পুজোর পর চুলের যত্ন নিতে যা করবেন


নিয়ম করে শ্যাম্পু করুন


এখন আবহাওয়ার যা অবস্থা, দুদিন বৃষ্টি হয় তো দুদিন গরম, আর এখন রোদে এবং গরমে চুলের বারোটা বাজতে খুব বেশি সময় নেয় না। তাই নিয়মিত আপনার স্ক্যাল্পকে পরিষ্কার রাখা উচিত।



আপনি যদি স্ক্যাল্প পরিষ্কার রাখেন, তাহলেই আপনার চুলও ভালো থাকবে। স্ক্যাল্প অপরিষ্কার থাকলে চুল পড়ার সমস্যা বাড়বে। সে জন্য আপনাকে নিয়মিত শ্যাম্পু করতে হবে। অন্তত ১ দিন অন্তর ১ দিন শ্যাম্পু করুন। কোনও একটা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।


চুলে লাগান হেয়ারপ্যাক

আমাদের সপ্তাহে অন্তত একদিন চুলে হেয়ার প্যাক লাগানো উচিত। তার জন্য আপনি বাজার চলতি হেয়ারপ্যাকও ব্যবহার করতে পারেন। আবার বাড়িতেই বানিয়ে নিতে পারনে আপনার পছন্দের হেয়ার প্যাক। প্রোটিন হেয়ার প্যাক চুলের জন্য খুবই ভালো। প্রোটিন হেয়ারপ্যাক আপনার চুলে লাগিয়ে নিন। কলা, ডিম, টক দই ও লেবুর রস দিয়ে বানিয়ে নিন এই হেয়ার প্যাক। চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। চুলের ডগা পর্যন্ত লাগান। ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। শেষে অবশ্যই কন্ডিশনার দিতে ভুলবেন না।।


চুলের যত্ন নিতে মেনে চলুন এই টিপস্

মেথি বীজ

এটি চুল থেকে খুশকি পরিষ্কার করতে সহায়ক। এর ব্যবহারেও চুলের ভলিউম বাড়ে। মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে ভেজানো মেথি দানা পিষে নিন। তারপর চুলে লাগিয়ে কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুল আগের থেকে অনেক সুন্দর লাগছে।


হট অয়েল মাসাজ

চুলের পরিপূর্ণ পুষ্টি যোগাতে অয়েল মাসাজের বিকল্প নেই। আজকাল কোকোনাট অয়েল ছাড়াও বাজারে আমলা অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল ইত্যাদি কিনতে পাওয়া যায়।চাইলে এগুলো একসাথে মিক্স করেও চুলে লাগাতে পারেন।


images%20(5)-1665065476078 পুজোতে তো ঘুরে চুলের অবস্থা বারোটা বাজিয়েছেন এবার একটু চুলের যত্ন নিন - Now Take Care Of Your Hair


ঠান্ডা জল দিয়ে চুল পরিষ্কার করুন


গরম জলের ব্যবহার চুলের জন্য ক্ষতিকর, তাই চুল পরিষ্কারের জন্য সবসময় ঠান্ডা জল ব্যবহার করুন।

শীতকালে অনেকে চুলে গরম জল ব্যবহার করে থাকে, এটি হেয়ার ড্যামেজের আশঙ্কা বাড়িয়ে দেয়।


চুলের যত্ন

ঘুমানোর আগে চুল ভাল করে আঁচড়ে নিন


ঘুমানোর আগে চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে নিন। এই কাজটি চুলকে সুস্থ ও য়ে কোনও সমস্যা থেকে রক্ষা করে। চুল আঁচড়ালে চুলের জট খুলে যায়, পরিস্কার হয়ে যায় ও মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। এছাড়া স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিও ঘটায়।


**এই টিপস গুলো ফলো করুন ও চুলকে করে তুলুন সুন্দর ও মজবুত কারণ মেয়েদের কিন্তু চুলেই সৌন্দর্য।।

Tags – Hair Care Tips,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *