Spread the love

পুজোতে স্ট্রেট চুলের বিভিন্ন স্টাইল করে নিজেকে দিন নতুন মেকওভার – Give Yourself A New Makeover With Different Styles Of Straight Hair For Pujo

রেশমের মতো চকচকে ঝলমলে স্ট্রেট চুল পাওয়া নিঃসন্দেহে ভাগ্যের কথা! যেটা আমার নেই…হাহাহা!!! আমার মত নিশ্চয়ই অনেকেরই আপসোস এটি,,স্ট্রেট চুল ম্যানেজ করা সহজ, পরিচর্যা নিয়েও বিশেষ মাথা ঘামাতে হয় না, আর সবচেয়ে বড়ো কথা স্ট্রেট চুল এখন দারুণ ট্রেন্ডি! কিন্তু এ সব সত্ত্বেও অস্বীকার করা যাবে না, আমরা যারা স্ট্রেট চুল নিয়ে জন্মেছি, তারা মাঝেমাঝে দারুণ একঘেয়েমিতেও ভুগি! বিশেষ করে যারা বিনুনি বা খোঁপায় চুলটা বেঁধে ফেলতে চাই না, তারা কিছুতেই বুঝে উঠতে পারি না সোজা চুলটা ঠিক কেমনভাবে স্টাইল করলে একটু নতুনত্ব আসবে! আপনি বলুন ঠিক বললাম কিনা


আপনিও কি সেই দলেই পড়েন? মিনিমাল হেয়ারস্টাইল যাঁরা চান, অথচ শুধু কানের পাশে চুলটা গুঁজে দিয়ে ছেড়ে দিতে চান না, তাঁদের জন্য এমন তিনটি কৌশলের হদিশ দিচ্ছি আমরা যাতে একঘেয়েমি কেটে গিয়ে স্ট্রেট চুলেও আনতে পারবেন দারুণ স্টাইল!


যেমন ধরুন –


সিঁথির দিকে নজর রাখুন

যেহেতু আপনি মিনিমাল হেয়ারস্টাইল চাইছেন, তাই সিঁথি নিয়ে খেলতেই পারেন! চুলটা ভালো করে ব্রাশ করে অল্প হেয়ার সিরাম লাগিয়ে নিন, তারপর একদম ধার দিয়ে সিঁথি কাটুন।


IMG_20220825_202927-1661439583308 পুজোতে স্ট্রেট চুলের বিভিন্ন স্টাইল করে নিজেকে দিন নতুন মেকওভার - Give Yourself A New Makeover With Different Styles Of Straight Hair For Pujo

পুজোর ধামাকা কিছু হেয়ার স্টাইল যা আপনার লুক কে করে দিবে অসাধারণ


চুলের সামনের দিকটা কপালের উপর দিয়ে একটু পেতে দিন, তারপর কানের পিছনে নিয়ে গিয়ে স্টাইলিশ ক্লিপ দিয়ে আটকে দিন।

বাহারি ক্লিপ লাগান

ঘণ্টার পর ঘণ্টা চুলের স্টাইলের পিছনে যাঁরা নষ্ট করতে চান না, তাঁরা সংগ্রহে রাখুন রংবেরঙের বাহারি ক্লিপ!


IMG_20220825_202911-1661439583614 পুজোতে স্ট্রেট চুলের বিভিন্ন স্টাইল করে নিজেকে দিন নতুন মেকওভার - Give Yourself A New Makeover With Different Styles Of Straight Hair For Pujo

স্ট্রেট চুলের বোরিং স্টাইল ঝেড়ে ফেলে নিজেকে দিন নতুন মেকওভার


পোশাকের সঙ্গে রং মিলিয়েও পরতে পারেন। সিঁথি ধারে বা মাঝে যেখানেই করুন, চুলে লাগিয়ে নিন একগোছা ফ্যান্সি ক্লিপ!

ওয়েট লুকে সুন্দরী

এই স্টাইলটি করা খুব সহজ অথচ দারুণ গ্ল্যামারাস! বিশেষ করে স্ট্রেট চুলে এই স্টাইলটি দুর্দান্ত মানায়। পুরো চুলে খানিকটা হেয়ার জেল সমানভাবে লাগিয়ে নিন। তারপর সরু চিরুনি দিয়ে আঁচড়ে পুরো চুলটা পিছনে নিয়ে ছেড়ে রাখুন বা ব্যাক ক্লিপ দিয়ে আটকে দিন।

যে কোনও ট্রাডিশনাল বা এথনিক পোশাকের সঙ্গে খুব সুন্দর মানিয়ে যাবে এই চওড়া মাছ বিনুনি!



Side-Fistail-Braide-1661439584294 পুজোতে স্ট্রেট চুলের বিভিন্ন স্টাইল করে নিজেকে দিন নতুন মেকওভার - Give Yourself A New Makeover With Different Styles Of Straight Hair For Pujo

এই পুজোয় হোক চুলচেরা Hairstyle! দেখে নিন কিছু স্টাইলিং টিপস…


সোনম কাপুর আহুজা থেকে শুরু করে কৃতী খারবান্দা পর্যন্ত বলিউডের তাবড় সুন্দরীরা মাঝখানে সিঁথি করে চুল বাঁধেন এই স্টাইলে। এভাবে বাঁধলে দেখতেও সুন্দর লাগবে, চুলটাও ভালো থাকবে।

এক মিনিটেরও কম সময়ে এভাবে চুলটা বেঁধে ফেলতে পারেন। মাঝখানে সিঁথি করে চুলটা আঁচড়ে নিন। তারপর মাথার পিছনে উপরের অংশের অর্ধেকটা চুল গুটিয়ে খোঁপার মতো বেঁধে নিয়ে কাঁটা বা ক্লিপ দিয়ে আটকে নিন, খোঁপার নিচে বাকি চুলটা ছাড়া থাক। খুব তাড়াহুড়োর মুখে এভাবে চুল বেঁধে অফিস যেতে পারেন।



IMG_20220825_202850-1661439584093 পুজোতে স্ট্রেট চুলের বিভিন্ন স্টাইল করে নিজেকে দিন নতুন মেকওভার - Give Yourself A New Makeover With Different Styles Of Straight Hair For Pujo


বিয়েবাড়ির মরশুমে ঘাড়ের কাছে এলানো খোঁপা চিরকালীন সুপারহিট! মাঝখানে সিঁথি করে আলগা নিচু খোঁপা বাঁধুন, ফুল দিয়ে সাজিয়ে নিন, সামনে দু’ পাশে ছেড়ে রাখুন কিছু ঝুরো চুল! আকর্ষণীয় হয়ে উঠতে এর চেয়ে বেশি কিছু লাগবে না!


সদ্য শ্যাম্পু করা চুলে এই স্টাইলটা দেখতে খুব সুন্দর লাগবে। প্রথমে চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন, কিন্তু ব্লো ড্রাই করবেন না। মাথার মাঝখানে সিঁথি করে চুলটা আঁচড়ে নিন, সামনের দিকের অংশে হেয়ার জেল বা সিরাম লাগিয়ে চুল সেট করে নিন যাতে উড়ো চুল বেরিয়ে না থাকে। পিছনের চুলে সিরাম লাগাবেন না। এবার পুরো চুলটা পরিচ্ছন্নভাবে পনিটেলে বেঁধে নিন। সামনের দিকের চুল পরিপাটি আর পিছনের চুলটা ফুলে থাকবে।

টুইস্ট অ্যান্ড টার্ন – অল্প করে চুল নিয়ে পেঁচিয়ে-পেঁচিয়ে এক জায়গায় নিয়ে যান। এবার সব কটা প্যাঁচ এক জায়গায় করে বেঁধে নিন। খুব সুন্দর লাগবে দেখতে।

যে-কোনও হেয়ারস্টাইল করার আগে কীভাবে নেবেন চুলের যত্ন (Prepare Your Hair For Styling)

যদি আগে থেকেই আপনার কোনও অনুষ্ঠানে যাওয়ার প্ল্যান থাকে এবং সেখানে নিজের হেয়ারস্টাইল আপনি নিজেই করবেন বলে ভেবে থাকেন তাহলে আগে থেকে চুলের যত্ন নেওয়া উচিৎ।


১। যদি সকালে অনুষ্ঠান থাকে তাহলে শ্যাম্পু করবেন রাত্রে। এতে চুলে জট পড়বে কম। সারা রাত চুল শুকনোর সময় পাবে এবং সকালে চুল বাঁধতে অসুবিধা হবে না।


২। যদি ড্রায়ার ব্যবহার করেন তাহলে সেটা কোল্ড এয়ার বা ঠাণ্ডা হাওয়া মোডে দিয়ে দেবেন। গরম হাওয়া চুল নষ্ট করে দেবে।


৩। যখনই সময় পাবেন আঙুল দিয়ে চুলের জট ছাড়ানোর চেষ্টা করবেন। এটা এক ধরণের ঘরোয়া পদ্ধতি।


৪। যদি আপনার চুলে রঙ বা হাইলাইট করা থাকে, এবং সেটাকে আপনি আপনার হেয়ারস্টাইলের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে কালার প্রটেক্ট করে এমন শ্যাম্পু ব্যবহার করবেন।


৫। কোনও অনুষ্ঠানের আগে ঘন-ঘন শ্যাম্পু না করে অনুষ্ঠানের আগের দিন শ্যাম্পু করুন।



Tags – Different Styles Of Straight Hair For Pujo Hair Style Tips Beauty Tips



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *