Spread the love

অষ্টমীর চুলের সাজ – Ashtami Hair Style


দুর্গা পুজোতে (Durga Puja) কেমন ভাবে সাজবেন, এ নিয়ে কথা বলতে চাইলে ঘণ্টার পর ঘণ্টা জল্পনা করে কাটিয়ে দেওয়া যায়। আর হবেই না কেন বলুন তো, সারা বছর তো নাকে মুখে দুটি গুঁজে অফিস করেন বাঙালিরা, পরি সেজে ঘোরার সুযোগ পাওয়া যায় তখন সেটাকে কি আর কাজে লাগাবেন না? তার উপর আবার অষ্টমী তিথি, মানে হল গিয়ে একটি বিশেষ দিন! সেদিনের পোশাক, মেকআপ, চুলের বাহার, সবই হতে হবে একটু অন্যরকম, সব্বার চেয়ে আলাদা!

এইতো শুরু হয়ে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব এটি। পূজার পাঁচদিনে মণ্ডপে মণ্ডপে ঘুরাঘুরি হয় প্রচুর। তাই সাজগোজের বিষয়টাও মাথায় রাথতে হয়। চুলের সাজ নিয়ে চিন্তায় পড়তে হয় অনেককেই। কোন পোশাকের সাথে চুলের কোন সাজ ভালো লাগবে, আবার তার আরামদায়ক হবেনা তো এসব নিয়ে ভাবতে হয় অনেক। আবার পূজায় ঘুরাঘুরির সময় চুলের দিকে কিন্তু বিশেষ নজর দিতে হয়।


অষ্টমীর সকালে ও রাতে চুলের কেমনভাবে সাজবেন আপনি

সেটার টিপস্


চুলের সাজ পোশাকের সাথে মিলিয়ে দিলেই ভালো হয়। পোশাকের সাথে চুলের সাজ না মিললে সাজটা যেন সুন্দরমতো মতো ফুটে উঠেনা। তাই সাজে পরিপূণর্তা আনতে হলে পোশাক ও মেকাপের সাথে চুলের সাজেও নজর দিতে হবে। পুজায় চুলের সাজে কিছু টিপস কাজে লাগাতে পারেন।


বাতাসে আর্দ্রতাও থাকবে পর্যাপ্ত পরিমাণে, ফলে ঘাম আর অস্বস্তি, দুটোই বেশি হবে। কাজেই এ সময়টা চুল খুলে রেখে অস্বস্তি না বাড়িয়ে চুল বেঁধে নিন সহজ স্টাইলে। ফরাসি টপ নট খোঁপা একদিকে দেখতে যেমন দারুণ স্টাইলিশ, তেমনি আরামদায়ক! পুজোর দুপুরে বেরোনোর প্ল্যান থাকলে দ্রুত বেঁধেও নিতে পারবেন এই খোঁপাটি। এই হেয়ারস্টাইলটি যেমন ভারতীয়, তেমনি পাশ্চাত্য পোশাকের সঙ্গেও দারুণ মানানসই!


শাড়িতে পারফেক্ট লুক এনে দেয় একটি পারফেক্ট হেয়ার স্টাইল। শাড়ির সঙ্গে মানানসই কয়েকটি ট্রেন্ডি হেয়ারস্টাইল দেওয়া হল। বেছে নিন আপনারটি।


1. সমস্ত চুলটা সামনের দিেক টেনে এনে ভালো করে ব্রাশ করে নিন।

2. ঘাড়ের কাছে ঠিক মাঝ বরাবর চুলের একটা গুছি আলাদা করে নিন।

3. চুলের বাঁ দিক আর ডানদিকের চুলটাও গুছি করে ভাগ করে নিন। মোট তিনটে গুছি হবে। এবার একদম বাঁ দিকের গুছিটা মাঝের গুছির উপর দিয়ে নিয়ে আসুন, তারপর ডানদিকের গুছিটা আবার মাঝের গুছির উপর দিয়ে নিয়ে আসুন। চুলের ডগার অংশগুলো রাবার ব্যান্ডের চারপাশে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে কাঁটা দিয়ে আটকে দিলেই আর দেখা যাবে না।

4. যাতে উড়ো চুল বেরিয়ে না থাকে আর খোঁপাটা পরিচ্ছন্ন দেখায়, তার জন্য হেয়ার স্প্রে দিয়ে চুল সেট করে নিন।


অষ্টমী স্পেশাল হেয়ার স্টাইল যা নিজে নিজেই করা যাবে


চুল খোলা ঢেউয়ের মত

কোঁকড়ানো চুলের একটি মেয়ে

যাদের চুল এমনিতেই কোঁকড়ানো তাদের তো এটি করার কোন কষ্ট নেই। কিন্তু যাদের নয় তারা দুভাবে এটি করতে পারেন। এক হেয়ার কার্লার ব্যবহার করে চুল কার্লি করে নিন। যদি ঘরে কার্লার না থাকে তাহলে সহজ একটি উপায় হল চুলে একদম সরু করে করে যত গুলো সম্ভব বিনুনি বানিয়ে নিন। এটা চুল শ্যাম্পু করে হালকা শুকিয়ে গেলে করবেন। ৩ ঘণ্টা মত রেখে জাস্ট খুলে নিন। রেডি আপনার কার্লি হেয়ার।সব শাড়ির সাথেই ভালো লাগবে।।


IMG_20220823_213339-1661270695251 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style



সিম্পল খোপা

সাদা শাড়ি পরে সিম্পল খোপা

করে নিন একটি।।

সিম্পল খোপা বেঁধে নিয়ে সামনে এক সাইডের থেকে লক্স বের করে নিন।


IMG_20220823_213306-1661270694434 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style


পাফ করা খোলা চুল

খোলা লম্বা চুলের একটি মেয়ে

খোলা চুলে সাম্নের দিকে জাস্ট পাফ করে এরকম ভাবে চুল সেট করে নিন।


IMG_20220823_213350-1661270694985 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style


এলোমেলো চুল বাঁধা

মাঝখান থেকে সিঁথি কেটে নিয়ে নর্মাল পনিটেল বেঁধে নিন। চাইল লস ও বার করতে পারেন।

কোঁকড়ানো চুলে খোপা


চুল যাদের কোঁকড়ানো তাদের শুধু খোপা করে সামনে থেকে লক্স বের করে নিতে হবে। আর যাদের চুল কোঁকড়ানো না, তারা উপরে শুরুতে যেভাবে কার্লি করে নিতে বলেছিলাম সে ভাবে কার্লি করে খোপা করে নিন।


IMG_20220823_213316-1661270694136 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style



দিনে চুলে বেশি ভারি সাজ না দিয়ে হালকা সাজ দেয়াই ভালো। যেমন চুল ছেড়ে দেওয়া, ফ্রেঞ্চ বেণী, হালকা খোঁপা এসব সাজ দিনেই ভালো লাগে। রাতের ক্ষেত্রে চুলে ভারি খোঁপা করে জমকালো কাটা বা ক্লিপ দেয়া যেতে পারে, বেণী করলে বেণীতে প্রতি ভাজে পাথরের ক্লিপ দেয়া যেতে পারে। এভাবে সময়, পোশাক অনুযায়ী চুলের সাজে ভিন্নতা আনতে হয়।


খোঁপা এখন আর শুধু লম্বা চুলের ফ্যাশন না। ছোট চুলের আপনিও ‘বান ক্লিপ’ বা আলগা চুলের সাহায্যে খোঁপা করাতে পারেন। অষ্টমীতে সাজ থাকে সবথেকে বেশি জমকালো। ভারী শাড়ি, গহনার সঙ্গে চুলটা মানানসই না হলে, অপূর্ণ থেকে যাবে আপনার পূজার সাজ। চুলটাকে ফুলিয়ে নিয়ে পিছনে নিয়ে খোঁপা বাঁধুন। তবে খোঁপায় ফুল, জিকজ্যাক ইত্যাদি ডিজাইন করে নিন।

টানা বাঁধা চুলের সাজে ভিন্নতা আনতে নবমীতে চুল ছেড়ে রাখুন। চুল বেশি বড় হলে কাঁধের একপাশে এনে রাখতে পারেন। আর ছোট হলে পিঠে এলিয়ে রাখুন। স্ট্রেট করার চেয়ে ব্লোড্রাই বেশি মানাবে। নবমীতে পূজার আমেজ খানিকটা হালকা থাকে। তাই এই দিনের সাজেও থাকবে কিছুটা কম উজ্জ্বলতা।


IMG_20220823_213417-1661270693577 অষ্টমীর চুলের সাজ - Ashtami Hair Style


এলোমেলো চুল বলে এখন আর কিছু নেই। চুলের অগোছালো ভাবকে দেওয়া হয়েছে ‘মেসি স্টাইল’ নাম। বেশ ক্লাসিকও বটে এই মেসি হেয়ায় স্টাইল। দশমীতে সাজটা হয় একেবারে ট্র্যাডিশনাল। মাথায় চওড়া সিঁদুর, চুলে ফুল কম বেশি সবাই পড়ে। যারা অবিবাহিত তারাও চুলটাকে এই দিনে বেঁধে রাখতেই পছন্দ করে।



পূজার পাঁচ দিনে সাজে ভিন্নতা রাখবেন ভেবে চুলের ওপর খুব বেশি অত্যাচার করবেন না। সিম্পল হেয়ার স্টাইলগুলোই মুখের গড়ন অনুযায়ী মডিফাই করে নিন। দেখবেন খুব সুন্দর মানিয়ে যাবে আপনাকে।


Tags – অষ্টমীর চুলের সাজ
Ashtami Hair Style
Hair টিপস


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *