Spread the love

কিছু মানুষের পেটের গ্যাসে থাকে দুর্গন্ধ? কারণ ও সমাধান – Some People’s Stomach Gas Has A Bad Smell? Cause And Solution


পেটে গ্যাস হওয়া স্বাভাবিক। সকলের পেটেই গ্যাস হয়। কিছু মানুষের গ্যাসে থাকে দুর্গন্ধ , এই অবস্থায় কেন গ্যাসে দুর্গন্ধ হয়, কী খাবেন না, কী ভাবে চিকিৎসা হয়- এই সকল প্রশ্নের উত্তর জেনে নিন আজ।


IMG_20220810_204648-1660144617649 কিছু মানুষের পেটের গ্যাসে থাকে দুর্গন্ধ? কারণ ও সমাধান - Some People's Stomach Gas Has A Bad Smell? Cause And Solution

কেন কিছু মানুষের পেটের গ্যাসে থাকে দুর্গন্ধ? কারণ ও সমাধান


বাঙালি মাত্রই পেটে থাকবে গ্যাস,,ছোটখাট খাবার খেয়েও এখন মানুষের পেটে গ্যাস। আর এই সমস্যার পিছনে রয়েছে অন্ত্রের সমস্যা।


পেটের গ্যাসে এই দুর্গন্ধের কারণ কী? এটি কি কোনও অসুস্থতার লক্ষণ?

আপনার ক্ষেত্রেও কি এমন সমস্যা হচ্ছে? তাহলে কোন কোন খাবার এড়িয়ে চলবেন? রইল তালিকা।


ব্রকোলি: শীতে পড়ে গিয়েছে। এই সময়ে প্রচুর পরিমাণে ব্রকোলি পাওয়া যায় বাজারে। এর অেক পুষ্টিগুণ। তাই অনেকে খানও। কিন্তু গ্যাসে দুর্গন্ধের বড় কারণ হতে পারে এটি।


পেটে গ্যাস হচ্ছে, আর তাতে প্রচণ্ড দুর্গন্ধ? কোন কোন খাবার থেকে হচ্ছে জানেন কি


ফুলকপি: ব্রকোলির সঙ্গে চেহারার মিলও আছে। উপাদানগত মিলও আছে। এটি খেলেও গ্যাসে ব্যাপক দুর্গন্ধ হতে পারে।


দুগ্ধজাত খাবার: শুনে অবাক লাগলেও, দুগ্ধজাত পদ থেকে এই ধরনের দুর্গন্ধ হতে পারে। এগুলোতেও প্রচুর সালফার জাতীয় উপাদান থাকে। তাই দুধ, ঘি, মাখন, চিজ, দই খেলে অনেকেরই এই সমস্যা হয়।


পেঁয়াজ: শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু গ্যাসকে দুর্গন্ধময় করতেও এর জুড়ি নেই। এতে ফ্রুকট্যান্স জাতীয় উপাদান আছে। সেটিই এর কারণ।


বিনস: ফাইবারে ভর্তি এই সব্জি। কিন্তু এতেও ব্যাপক মাত্রায় রয়েছে রাফিনোজ। এটি অন্ত্রে পৌঁছে হাইড্রোজেন, মিথেনের মতো গ্যাস তৈরি করে।


আমাদের প্রতিটি মানুষের কোলোনে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়াগুলি খাদ্য হজমে সাহায্য করে।


আগেই বলেছি কিছু রোগ থাকলে এই সমস্যা বেশি হয়। আসলে এক্ষেত্রে যদি সিলিয়াক ডিডিজ থাকে বা ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তবে সমস্যা অনেকটাই বেশি দেখা যায়।


বেশিরভাগ সময় খাবার যখন অন্ত্রে পৌঁছয় তখন বেশকিছু ব্যাকটেরিয়া তার বিপাকে অংশগ্রহণ করে। এই সময় তৈরি হয়ে যায় পেটের গ্যাস (Stomach Gas)। এটা খুবই সাধারণ বিষয়।


পেটের গ্যাসে গন্ধ হওয়ার অনেক কারণ রয়েছে। আসলে আমাদের একজনের অন্ত্রে এক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। সেক্ষেত্রে কারও কারও অন্ত্রের ব্যাকটেরিয়া এমন ধরনের হয় যার মাধ্যমে গন্ধ তৈরি হয়ে যায়। এছাড়া ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপির মতো খাদ্য অনেকে সহজে হজম করতে পারেন না। তখন অন্ত্রে এই খাবারগুলিকে ব্যাকটেরিয়া ছেকে ধরে। এই কারণেও হয়ে থাকে গন্ধ।


তেমন কোনও রোগ থাকে না বললেই চলে। তবে কিছু কিছু ক্ষেত্রে কোলাইটিস, সিলিয়াক ডিজিজ থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে গন্ধ থাকার পাশাপাশি অন্যান্য নানা লক্ষণ থাকবে। তাই শুধু দুর্গন্ধ হলে চাপ নিয়ে বেশি লাভ নেই।

এক্সারসাইজ করলে অন্ত্রে ঠিকমতো স্টুল চলাচল করতে পারে। এমনকী হজম ক্ষমতা বাড়ে। বহু এনজাইম বের হতে পারে। তাই ব্যায়াম করুন। নিয়মিত ৪৫ মিনিট ব্যায়াম করলে শরীর ভালো থাকতে পারে। তাই চিন্তার কারণ নেই। এটা মাথায় রাখুন।



Tags ,, Life Style Health Tips Health Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *