Spread the love

চুলের যত্নে ঘরের তৈরি হেয়ার অয়েল – Homemade Hair Oil For Hair Care


চুল নিয়ে কম-বেশি সবারই সমস্যা রয়েছে।কারো অতিরিক্ত চুল পড়ে, কারো চুল রুক্ষ-শুষ্ক, কা্রো মাথায় টাক পড়ে গেছে, কারোর আবার নতুন চুল উঠে না, কারো চুলে খুশকি, কারো চুলের আগা ফাটার সমস্যা, – এমন হাজারো সমস্যার সমধান করতে পারে শুধুমাত্র হেয়ার অয়েল! সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান আর এক্সট্রা ভার্জিন তেলের সাহায্যে ঘরেই তৈরি করতে পারেন এ যাদুকরী তেলটি।


IMG_20220722_203329-1658502233517 চুলের যত্নে ঘরের তৈরি হেয়ার অয়েল - Homemade Hair Oil For Hair Care

চুলের সমস্যাকে চিরতরে দূর করতে বাড়িতে তৈরি করুন হেয়ার অয়েল



কিভাবে রেডি করবেন দেখে নিন –

উপকরণ


নারকেল তেল

অলিভ ওয়েল

তিলের তেল

ক্যাস্টর ওয়েল

আমন্ড ওয়েল

ভিটামিন ই ওয়েল

এসেনশিয়াল ওয়েল

মেথি-১ মুষ্ঠি

প্রণালী


সব উপকরণ সংগ্রহ করুন। চাইলে নারিকেল তেল নিজে বানিয়ে নিতে পারেন অথবা এক্সট্রা ভার্জিন ও কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল কিনে নিতে পারেন।আর ক্যাস্টর ওয়েল নিন। সে ক্ষেত্রে ‘স্কিন ক্যাফে আনরিফাইন্ড ক্যাস্টর ওয়েল’ ব্যবহার করতে পারেন।

ভিটামিন ই ওয়েল কিনতে পাওয়া যায়। এবার মেথি ও কালোজিরা অল্প অল্প গুড়ো করে নিন। মিহি গুড়ো করবেন না। আপনার কাছে যদি কালোজিরা তেল থাকে অথবা কালোজিরা তেল ব্যবহার করতে চাইলে করতে পারবেন। যাদের মাথায় চুলকানি হয় তারা অল্প পরিমাণ (১০ মিলি) নিম তেল ব্যবহার করতে পারেন।



চুলের যত্নে, ঘরে তৈরি তেল!


নারিকেল তেল, সরিষার তেল, অলিভ ওয়েল, তিলের তেল ও গুড়ো করা মেথি আর কালোজিরা একটি প্যানে নিয়ে চুলাতে বসান বা ওভেনেও দিতে পারেন। মোটামুটি ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করুন।


IMG_20220722_203318-1658502233812 চুলের যত্নে ঘরের তৈরি হেয়ার অয়েল - Homemade Hair Oil For Hair Care



ঠান্ডা হলে আমন্ড, ক্যাস্টর ওয়েল, ভিটামিন ই ও অন্যান্য (প্রয়োজন হলে) ওয়েল মেশান।

এবার পরিষ্কার, শুকনো, এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করুন। কাচের পাত্র হলে বেশি ভালো, কারণ মাঝে মধ্যে রোদে দিতে পারবেন।


আপনি চাইলে পেঁয়াজের রস মেশাতে পারেন।

যাদের খুশকি আছে তারা একইভাবে পেঁয়াজের পরিবর্তে লেবুর রস ব্যবহার করবেন।


মনে রাখবেন- সপ্তাহে ২-৩ দিন তেলটি ব্যবহার করুন। সারা রাত রাখলে ভালো নয়ত অন্তত ২-৩ ঘন্টা অপেক্ষা করুন।

চুলের বৃদ্ধিতে আমলকীর তেল


আমলকীর গুঁড়া

নারকেল তেল


যেভাবে ব্যবহার করবেন-

প্রথমে একটি প্যানে নারকেল তেল বা অলিভ অয়েল-এর সাথে আমলকীর গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। এবার চুলায় তেলটা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত হিট করুন। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন ১৫-২০ মিনিট। তারপর তেলটা হালকা গরম থাকা অবস্থায় চুলের গোড়ায় লাগাতে থাকুন তারপর পুরো চুলে লাগিয়ে ১ ঘন্টা রেখে সালফেট-বিহীন কোন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্যাকটি সপ্তাহে ৩বার ব্যবহার করুন।

এটি যেভাবে কাজ করে-

নারকেল তেল চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়। চুলকে মসৃণ করে তোলে। অপরদিকে অলিভ অয়েল চুলের ময়েশ্চারাইজিং-এর কাজ করে। আর তেলের পুষ্টি উপাদানসমূহ আমলকীর গুণাগুণের সাথে যোগ হয়ে চুলকে উজ্জ্বল ও মজবুত করে তোলে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

IMG_20220722_203341-1658502233204 চুলের যত্নে ঘরের তৈরি হেয়ার অয়েল - Homemade Hair Oil For Hair Care


চুলের বৃদ্ধির জন্য আমলকী ও শিকাকাই

যা যা লাগবে-

২ টেবিল চামচ আমলকী গুঁড়া

২ টেবিল চামচ শিককাই গুঁড়া

৬ টেবিল চামচ জল


যেভাবে ব্যবহার করবেন-

একটি বাটিতে আমলকী, শিকাকাই-এর গুঁড়া এবং জল ভালোভাবে মিশিয়ে নিন এবং একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি এমনভাবে ব্যবহার করুন যেন সম্পূর্ণ চুলে ভালোমত পেস্ট লেগে যায়। এবার মাস্কটি ৩০ মিনিটের জন্য চুলে রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন।

এটি যেভাবে কাজ করে-

যদি আপনার চুল পড়ে যাওয়ার সমস্যা হয় তবে এই প্যাকটি আপনাকে সাহায্য করবে। শিকাকাই চুল ভেতর থেকে পরিষ্কার করে চুলের গোড়া মজবুত করে তোলে।



Tags – Hair Tips Hair Care Hair Oil

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *