Spread the love

প্রাকৃতিক উপায়ে স্ট্রেট করুন চুলে , রইল দুর্দান্ত উপায় – Straighten Your Hair Naturally, Here Are Some Great Ways

রেশমের মতো সোজা মসৃণ চুল পাওয়া অনেক মেয়েরই স্বপ্ন।স্ট্রেট চুলের আকর্ষণ কখনও পুরোনো হওয়ার নয়। খুব সহজে স্ট্রেট চুল পাওয়ার উপায় হল স্ট্রেটনিং আয়রন ব্যবহার করা। কিন্তু দিনের পর দিন এভাবে আয়রন ব্যবহার করলে চুলের ভীষণ ক্ষতি হয়ে যায়। তা ছাড়া শুধু আয়রন করলে চুল সাময়িক স্ট্রেট হয়। একমাত্র কেমিক্যাল ট্রিটমেন্ট করলে তার সঙ্গে জড়িয়ে থাকে পার্লারের কেমিক্যাল ট্রিটমেন্ট যা আখেরে চুলের বড়ো ক্ষতি করে দিতে পারে।

IMG_20220722_205344-1658503434827 প্রাকৃতিক উপায়ে স্ট্রেট করুন চুলে , রইল দুর্দান্ত উপায় - Straighten Your Hair Naturally, Here Are Some Great Ways

সুন্দর স্ট্রেট চুল চান? কেমিক্যাল নয়, বেছে নিন প্রাকৃতিক পদ্ধতি



কেমন হয় যদি তার চেয়ে বাড়িতে বসে একদম প্রাকৃতিক আর নিরাপদ উপায়ে স্ট্রেট করে নিতে পারেন চুল? রইল তার টিপস্

দুধ দিয়ে চুল ধুয়ে দেখুন

চুল স্বাভাবিকভাবে সোজা আর মসৃণ করতে পারে দুধ, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চুল সুস্থ করে তুলতেও দুধের ভূমিকা রয়েছে। কাপে পরিমাণমতো দুধ নিন। চুল শ্যাম্পু আর কন্ডিশনিং করার পরে হাতে খানিকটা দুধ নিয়ে আঙুল দিয়ে তেল মাখার মতো করে পুরো চুলে মেখে নিন। বাকি দুধটা চুলে ঢেলে নিন। মিনিট দুয়েক অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। শুকোনোর পর চুল অনেক স্ট্রেট দেখাবে।


বাড়িতেই চুল স্ট্রেট করার উপায়


আমন্ড অয়েল মাখুন

চুলের দৈনন্দিন যত্নে আমন্ড অয়েল খুবই উপকারী। ভিটামিন ই আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আমন্ড অয়েল চুলের রুক্ষতা কমায়, চুল মসৃণ রাখে।


অলিভ অয়েল আর ডিম

আমন্ড অয়েলের মতো ডিমেও প্রচুর জরুরি ভিটামিন, ফ্যাটি অ্যাসিড আর পুষ্টিকর উপাদান রয়েছে যা চুলে ভিতর থেকে পুষ্টি জোগায়। অন্যদিকে অলিভ অয়েলের রাসায়নিক গঠন অনেকটা আমাদের শরীরে তৈরি স্বাভাবিক তেলের মতোই। তাই অলিভ অয়েল চুলের স্বাভাবিক আর্দ্রতা রক্ষা করে এবং শুষ্কভাব প্রতিহত করে। অলিভ অয়েলের সঙ্গে দুটো ডিম ভেঙে মিশিয়ে চুলে মেখে নিন।


কলা আর মধু

শুধু চুলের আর্দ্রতা ধরে রাখাই নয়, কলা আর মধুর আরও একরাশ উপকারিতা রয়েছে। চুলের চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করে দিতে পারে কলা আর মধুর প্যাক। একটা পাকা কলা ভালোভাবে চটকে নিন, তাতে এক টেবিলচামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।

নারকেল তেল আর লেবু

1. দুটো পাতিলেবু চিপে টাটকা রস বের করে নিন। বাটিতে নিয়ে তার মধ্যে মেশান নারকেল তেল।

2. মিশ্রণটা কয়েক ঘণ্টা ফ্রিজে রাখুন, একটু পরে ক্রিমের মতো ঘন হয়ে আসবে।

3. ক্রিমের মতো জিনিসটা চুলে আর স্ক্যাল্পে মাসাজ করুন। মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিন যাতে ক্রিমটা সমানভাবে পুরো চুলে ছড়িয়ে যায়।

4. আধ ঘণ্টা রাখুন, তারপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


ক্যাস্টর অয়েল আর সয়াবিন অয়েল

1. দু’ টেবিলচামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে এক টেবিলচামচ সয়াবিন অয়েল মেশান। মিশ্রণটা আঁচে বসিয়ে গরম করুন।

2. গরম হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন, তারপর পুরো চুল আর স্ক্যাল্পে মেখে নিন।

3. আধঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।

অ্যাপল সাইডার ভিনিগার

1. এক কাপ জলে ১ টেবিলচামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে নেড়ে নিন। এই মিশ্রণটা পুরো চুলে মেখে নিতে হবে।

2. চুলটা স্বাভাবিকভাবে শুকোতে দিন। শুকোলে দেখবেন চুল কী সুন্দর মসৃণ হয়ে গেছে, কোঁকড়াভাবও নেই!

মুলতানি মাটি, ডিম ও চালের গুঁড়োর মিশ্রণ

ফুলারস আর্থ তো আমরা সবাই চিনি। কিন্তু এতো দিন জানতাম এটি ত্বকের ডীপ ক্লিনজিং এর জন্য ব্যবহার করা হয় কিন্তু এটি চুলের যত্নেও অনন্য। এক কাপ মুলতানি মাটির সাথে একটি ডিমের সাদা অংশ, দুই চামচ চালের গুঁড়ো আর জল মেশান।

সপ্তাহে ২-৩ বার এটি করুন। দেখবেন আস্তে আস্তে আপনার কোঁকড়া চুল কেমন সোজা হয়ে আসছে।




Tags – Hair Tips Hair Care Straighten Your Hair Naturally

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *