Spread the love

চুল ঝড়ছে ভীষন? সমস্যা দূর করতে চুলের জন্য বেছে নিন ভেষজ টোটকা: Hair Growth Tips


চুলের সমস্যা এখন ঘরে ঘরে…. তবে সময়ের সঙ্গে সঙ্গে সঠিক পদ্ধতি গ্রহণ করলে ফল মেলে দ্রুত। এখন মহিলা ও পুরুষ উভয় এই সমস্যায় জেরবার। প্রথম থেকে ঘন চুল থাকলেও, চুল ঝরে পাতলা হয়ে সরু সুতোর মত হয়ে যাওয়ার আগেই ব্যবস্থা গ্রহণ করা দরকার। দূষণ, মানসিক চাপ এবং ক্ষতিকারক জীবনধারা বিভিন্নভাবে আমাদের চুলের ক্ষতি করছে। চুলের সঠিক বৃদ্ধি এবং চুল পড়া কমানোর জন্য ভেষজ প্রতিকারগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মজবুত ও শক্তিশালী চুলের ৪ ভেষজ যত্ন সম্পর্কে জেনে নিন।


IMG_20230905_231906-1693936163172 চুল ঝড়ছে ভীষন? সমস্যা দূর করতে চুলের জন্য বেছে নিন ভেষজ টোটকা : Hair Growth Tips

চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে? ঘন চুল পেতে আজ থেকেই ট্রাই করুন ভেষজ উপাদান

১। রিঠা

চুলের যত্নে আগের থেকেই ব্যবহৃত হয়ে আসছে রিঠা। এটি চুল এবং মাথার ত্বককে ময়লা এবং অন্যান্য দূষণকারী উপাদান থেকে রক্ষা করে ও পরিষ্কার করে কার্যকরভাবে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায় ও চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। রিঠা গুঁড়ো করে ১ কাপ জলে ভিজিয়ে রাখুন সারারাত। পরের দিন ছেঁকে চুলে ঢালুন। কিছুক্ষণ ম্যাসাজ করুন মাথার ত্বক। এরপর ধুয়ে ফেলুন।

২| ঘৃতকুমারী

ঘৃতকুমারী বা অ্যালোভেরা একটি শক্তিশালী সৌন্দর্য উপাদান যা মাথার ত্বকের পিএইচ নিয়ন্ত্রণ করে এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য যা মাথার ত্বককে হাইড্রেটেড রাখে। প্রতিদিন অ্যালোভেরার রসও পান করা উচিত। তাতে চুল পাতলা হওয়া এবং পড়া রোধ হতে সাহায্য করে। এছাড়াও এলোভেরা চুল দিলে কিছুক্ষন রাখলে চুল পড়া বন্ধ হয়ে যায়।।

স্বাস্থ্যকর চুলের ৪ আয়ুর্বেদিক রহস্য

৩| আমলকী

ভিটামিন সি, আয়রন, ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিন, গ্যালিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকী চুলের যত্নে অনন্য। এটি চুল পড়া এবং চুলের অকালে ধূসর হওয়া রোধ করে। ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুল শক্তিশালী করে। আমলকীর গুঁড়া জলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুল ও চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।


প্রাকৃতিক উপায়ে চুল ভালো রাখার উপায়

৪| রোজমেরি ওয়েল

রোজমেরি তেলে পাওয়া অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকে চুলকানি এবং ফ্ল্যাকিংয়ের মতো সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।।


আরোও পড়ুন,

Hair Style For Women 2023 || Hair Style Idea’s For Women



Tags – Hair Tips, Hair Care, Hair Growth

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *