Spread the love

খুশকি দূর করার ঘোরোয়া টোটকা – Ghoraya Totka To Get Rid Of Dandruff

IMG_20220615_221106-1655311293588 খুশকি দূর করার ঘোরোয়া টোটকা - Ghoraya Totka To Get Rid Of Dandruff

খুশকি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়


মরা কোষ ও ব্যাকটেরিয়ার কারণে দেখা দেয় চুলে খুশকির সমস্যা। খুশকির কারণে চুল ঝরতে থাকে।।


খুশকি দূর করতে পারেন ঘরোয়া উপায়ে। জেনে নিন কীভাবে

১. নিম পাতা জলে ফুটিয়ে নিন। ঠান্ডা করে ছেঁকে সেই জল চুলে কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন।।

IMG_20220615_221028-1655311294316 খুশকি দূর করার ঘোরোয়া টোটকা - Ghoraya Totka To Get Rid Of Dandruff

খুশকির হাত থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়


২. ১ কাপ দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ লেবু মিশিয়ে রেখে দিন সারারাত। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

৩. নারিকেলের তেল গরম করে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।


IMG_20220615_221050-1655311293818 খুশকি দূর করার ঘোরোয়া টোটকা - Ghoraya Totka To Get Rid Of Dandruff


৪. মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। মেথি বাটার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৫. বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন জল দিয়ে। চুল সমসময় পরিষ্কার রাখবেন। ময়লা জমলে খুশকির উপদ্রব বাড়ে।

ঘরেই খুশকি তাড়ান প্রাকৃতিক উপায়ে, কোনও ওষুধ লাগবে না

৬.চুলে তেল দিয়ে বাইরে যাবেন না। তৈলাক্ত চুলে ময়লা আটকায় বেশি।অ্যান্টি-ড্রানড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।পর্যাপ্ত জল পান করবেন ও খাদ্য তালিকায় শাকসবজি রাখবেন।


৭. খুশকির সমস্যা দূর করতে অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন। সমপরিমাণ ভিনিগার ও জল একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। ১০ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলুন।

৮. মেথি জলে ভিজিয়ে মেথি গুলো বেটে নিন।

এরপর গরম জলের সাথে রাতে ভেজানো মেথির পেস্টটি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

এবার মিশ্রণটি সারা মাথায় লাগিয়ে নিন।এবার ২০ মিনিট অপেক্ষা করুন।এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন।

৯.একটি বাটিতে ২ টা ডিম ফাটিয়ে নিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন।এবার মিশ্রণটি চুলের ডগা থেকে গোড়া অবধি ভালো করে লাগিয়ে নিন।এরপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে রাখুন। মিশ্রণটি ,৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালো করে শ্যাম্পু করে নিন।

১০. তুলসী পাতা, আমলা পাউডার ও লেবু দিয়ে দিয়ে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন।এবার এটি মাথার স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিন।এরপর পরিষ্কার জল দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন স্নান করার আগে এই মিশ্রণটি মাথায় লাগালে খুশকির সমস্যা কমবে।

১১. মিক্সিতে আদাটা ভালো করে বেটে নিন। এরপর আদার মিশ্রনের সাথে নারকেল তেলটা ভাল করে মিশিয়ে নিন।এবার মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন।২০ মিনিট মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।


IMG_20220615_221039-1655311294076 খুশকি দূর করার ঘোরোয়া টোটকা - Ghoraya Totka To Get Rid Of Dandruff


১২. ক্যাস্টর অয়েল নিয়ে হালকা গরম করে নিন।এবার এই উষ্ণ গরম তেল টি মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগিয়ে নিন।এরপর হাতের আঙ্গুল দিয়ে কয়েক মিনিট ধরে মাথার ত্বকে ভালো করে মাসাজ করুন যাতে তেলটা সহজেই মাথার মধ্যে বসে যেতে পারে।এরপর সারারাত এটি মাথায় লাগিয়ে রেখে দিন।সকালে উঠে ভালো করে শ্যাম্পু করে নিন। এতে খুশকি দূর হয়ে যাবে এবং চুলের দ্রুত বৃদ্ধি ঘটবে।



Tags – Hair Tips , Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *