Spread the love

বাড়ির বানানো কন্ডিশনার দিয়ে চুল কে করে তুলুন সুন্দর – Make Your Hair Beautiful With Homemade Conditioner

IMG_20220428_133608-1651133176980 বাড়ির বানানো কন্ডিশনার দিয়ে চুল কে করে তুলুন সুন্দর - Make Your Hair Beautiful With Homemade Conditioner

নরম আর মসৃণ চুলের জন্য বাড়িতেই করে নিন ডিপ কন্ডিশনিং

গরমে প্রতিদিন বাইরে বেরোনো, ধুলোবালি, স্ট্রেস, এ সব কিছুরই প্রভাব পড়ে চুলের উপর। ফলে চুলে নোংড়া জমে যায়।।। তখন আমাদের শ্যাম্পু করা ছাড়া উপায় থাকে না,, আর সপ্তাহে তিনবারের বেশি শ্যাম্পু মানেই চুলের আর্দ্রতা হারিয়ে যায়।। এই সমস্যার সমাধান পাওয়ার উপায় আছে আপনার রান্নাঘরেই। দৈনন্দিন ব্যবহারের জিনিস দিয়েই বানিয়ে নিন কিছু কন্ডিশনার, যা প্রতিবার শ্যাম্পুর পর আদর করে সামলে রাখবে আপনার চুল।।।। তার পাশাপাশি চুলের সৌন্দর্য হারিয়ে যেতে দেয়না।।।

**একটা পাকা কলা, সাথে নারকেল তেল, এক টেবিলচামচ গ্লিসারিন আর দু’ টেবিলচামচ মধু মিক্সিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণ টি পুরো চুলে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। দেখবেন চুলের কোমলতা ফিরে আসবে।।


ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন হেয়ার কন্ডিশনার


IMG_20220428_133558-1651133184199 বাড়ির বানানো কন্ডিশনার দিয়ে চুল কে করে তুলুন সুন্দর - Make Your Hair Beautiful With Homemade Conditioner


** ডিমের কুসুমের সঙ্গে তিন টেবিলচামচ অলিভ অয়েল আর কয়েকফোঁটা আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল মেশান। চুলে লাগিয়ে মিনিট দশেক রেখে শ্যাম্পু করে ফেলুন৷চুলের পুষ্টি যোগায়।।। এই পদ্ধতি।।


IMG_20220428_133547-1651133191933 বাড়ির বানানো কন্ডিশনার দিয়ে চুল কে করে তুলুন সুন্দর - Make Your Hair Beautiful With Homemade Conditioner



**ঝলমলে উজ্জ্বলতার জন্য অ্যালো ভেরা ব্যাবহার করুন চুলে।।। অ্যালো ভেরা জেল ও সঙ্গে মেথির গুড়ো মেশান৷ চুলে লাগানোর পর 20 মিনিট রেখে শ্যাম্পু করে নিন।


**চুল নরম ও উজ্জ্বল রাখতে মধু মিশিয়ে প্যাক তৈরি করুন।।।শুকনো ক্ষতিগ্রস্ত চুলে আর্দ্রতা আর ঝলমলেভাব ফিরিয়ে আনে মধু। মধুর অ্যান্টিঅক্সিডান্ট চুলকে ভিতর থেকে পুষ্টিও জোগায়।।।

“”মনে রাখবেন“”


সপ্তাহে , অন্তত একদিন দুদিন নারকেল হাল্কা গরম করে চুলে ভালো ভাবে লগিয়ে ম্যাসাজ করবেন ২০/২৫ মিনিট।।। এতে চুলের ভেতরে তেল ভালোভাবে ঢুকে যায় এবং আমাদের চুল বৃদ্ধি করতে সাহায্য করে।।।



Tags – Hair Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *