Spread the love

নিম ও লেবু দিয়ে দুর্গন্ধ দূর করার উপায় – Get Rid Of Bad Breath With Neem And Lemon

IMG_20220409_210329-1649518425551 নিম ও লেবু দিয়ে দুর্গন্ধ দূর করার উপায় - Get Rid Of Bad Breath With Neem And Lemon

লেবু দিয়ে দুর্গন্ধ দূর করার উপায়

গৃষ্ম কাল চলে আসা মানেই শরীর ঘামে ভিজে যাওয়া,, এর থেকে তৈরি হয় ঘামের দুর্গন্ধ তখন কারো পাশে দাঁড়াতে কিংবা কথা বলতে খুবই লজ্জাজনক বোধ হয়। এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন নিম ও লেবু,,কিভাবে করবেন জেনে নিন।।

লেবু ব্যবহার :

IMG_20220409_210307-1649518441169 নিম ও লেবু দিয়ে দুর্গন্ধ দূর করার উপায় - Get Rid Of Bad Breath With Neem And Lemon

ঘামের দুর্গন্ধ দূর করার উপায়

দুর্গন্ধ দূর করার ঘরোয়া প্রতিকার হল লেবু। যা ব্যাকটেরিয়া মেরে ফেলতে কার্যকর। একটি লেবুকে দুই ভাগে কেটে নিন। লেবুর অর্ধেক অংশ আন্ডারআর্মে ঘষুন কয়েক মিনিট ধরে এবং রসটি আপনার ত্বকে লেগে থাকতে দিন। এটি শুকিয়ে গেলে এবং হাল্কা উষ্ণ গরম জলে স্নান করে নিন। শরীরের গন্ধ কমে না যাওয়া পর্যন্ত আপনাকে সপ্তাহে ৩ দিন এই প্রতিকারটি করতে হবে।
IMG_20220409_210250-1649518450946 নিম ও লেবু দিয়ে দুর্গন্ধ দূর করার উপায় - Get Rid Of Bad Breath With Neem And Lemon
নিম এর ব্যবহার:
নিমের ব্যাকটেরিয়ারোধ গুণ রয়েছে। দ্রুত ব্যাকটেরিয়া দমন করতে সাহায্য করতে পারে এই নিম। কয়েকটি নিম পাতা নিয়ে পেস্ট তৈরি করুন। স্নানের আগে এই পেস্টটি আন্ডারআর্মে লাগান এবং কয়েক মিনিট রেখে দিন। ফলাফল দেখতে আপনার সপ্তাহে তিন দিন করা উচিত।

নিম পাতা শুধুমাত্র ঘামের দুর্গন্ধ দূর করে না এর পাশাপাশি চুলকানি ,ঘামাচি ইত্যাদি দূর করতে সাহায্য করে।

Tags – Life Style, Skin Care, Health Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *