Spread the love

আপনার শিশুকে সুস্থ রাখতে নিয়মিত খাওয়ান এই ৬ টি খাবার

AVvXsEjaJ0-9e3N4PWdMS7kRXLHo86qFCAF9Dxx_nt4G3k9Qs8pRzHcaZxyeRhFGTUmr3oKuL-f-QeFsjGWa7YKUx_JA3RhH8YgY1hDXFC3zNxD6hMKVfkx4gsqLY95gnzWZNjCK_IDo56pV9mqqKNMQNRX_XhVPlFvN90HAJUrxdMz4BBI6DDT2zlTv4G3m=w289-h320 আপনার শিশুকে সুস্থ রাখতে নিয়মিত খাওয়ান এই ৬ টি খাবার - Feed your baby these 6 foods regularly to keep him healthy

শিশুদের খাবার তালিকা

শীতকালে ঘনঘন শিশুরা অসুস্থ হয়ে পড়ে, নানান অসুখে। আমরা যতই যত্ন নিই না কেন কিংবা ওষুধ খাওয়াযই না কেন কিছুতেই পেরে ওঠা যায় না। সুস্থ ও স্বাভাবিক থাকতে গেলে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে।তাই এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি৷ ফলে শিশুদের খাদ্যতালিকার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
*শিশুদের সুস্থতার জন্য কি কি করতে হবে*
১/ শীতকালে বাচ্চাদের সুস্থ রাখতে খাদ্যাতালিকায় শীতের জন্য কার্যকারী কিছু পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। খাদ্যতালিকায় থাকবে সবুজ শাকসবজি, ফলের রস।

শিশুকে সুস্থ রাখার উপায়

২/ ব্রকোলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করতেও ব্রকোলি সাহায্য করে।
৩/ মিষ্টি আলু স্বাদে ও পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই নিয়মিত মিষ্টি আলু ডায়েটে রাখতে হবে।
৪/ আমলকী সর্দি, গলা ব্যথা সারাতে সাহায্য করে। আমলকী নিয়মিত খেলে অনেক অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায়৷
৫/ ডিম খেতে সব বাচ্চাই খুব ভালোবাসে। ডিমে প্রচুর পরিমানে ভিটামিন. মিনারেল এবং প্রোটিন আছে, যা শরীরের অনেক প্রয়োজনীয় চাহিদা পূরণ করে। তাই বাচ্চাদের নিয়মিত ডিম খাওয়াতে পারেন।
৬/ দই, দইতে একধরণের উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৭/ ডাল বা কলাই পুষ্টিগুণে ভরপুর । এগুলি প্রোটিন, ম্যাগনেসিয়াম, লোহা, ফাইবার এবং পটাসিয়ামে সমৃদ্ধ।
নিয়মিত শিশুদের খাদ্যে তালিকায় এগুলো রাখুন, এবং আপনার শিশুকে সুস্থ রাখুন।। ধন্যবাদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *