Spread the love

Winter Dry Hair Care Tips – শীতে রুক্ষ ও শুষ্ক চুলের যত্ন কিভাবে নেবেন জানুন

AVvXsEgs20VuZWceHFdwFIY0kk09bTtjvWMkkUb1YnqjSI_crOCpoHXI87YDp2ckJVnbPZcU73dVTqfw8oK5sikxwNfzBKGoDYxsSBevFEHcc7nwDpXCUryAPrcauh9LFyuCBaNCCLS4lLVVV4YE3BJ1G-0TE5hcSsqKDUIYrhTFwQqW8zp1tgfyTzueBDHh=w370-h400 Winter Dry Hair Care Tips - শীতে রুক্ষ ও শুষ্ক চুলের যত্ন কিভাবে নেবেন জানুন

শীতে রুক্ষ চুলের যত্ন কিভাবে নিবেন জেনে নিন

চলে এসেছে শীত। শীতের দিনে আমাদের ত্বকের সাথে সাথে চুলের সমান ভাবে যত্ন নিতে হয়, কারণ শীতের সময় চুল রুক্ষ হয়ে যায় ধুলোবালুর প্রকোপ এ। সে কারণে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। তবে কিভাবে যত্ন নিবেন চুলের, যেনো চুল শীতকালেও সুন্দর ও তরতাজা থাকে।জেনে নিন।

শীতে রুক্ষ ও শুষ্ক চুলের পরিচর্যা

প্রথমত শীতকালে প্রচন্ড খুশি পরিমাণ বেড়ে যায়, এর ফলে চুলে ঝট ধরে যায়, চুল ঝড়ে যায়। তাই চুলকে ভালো রাখতে ও সুন্দর রাখতে প্রথমে খুশকি দূর করতে হবে। এর জন্য প্রথমে মৌরি সারারাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেটি বেটে মাথায় আধঘন্টা লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন এতে আপনাদের খুশকি দূর হয়ে যাবে।
এর সাথে আপনারা এক চামচ মেথি ও দেড় টেবিল চামচ শুকনা আমলকী এক কাপ জলে সারা রাত ভিজিয়ে রাখার পর বেটে ফেলুন। এরপর এর সঙ্গে মেশান দুই-তিন চা-চামচ মধু। এই মিশ্রণ চুলের গোড়ায় লাগালে খুশকি যেমন দূর হবে তেমনি চুলে পুষ্টি জোগাতেও সাহায্য করবে।
প্রতিদিন চুল পরিষ্কার রাখতে হবে ঠান্ডা জল দিয়ে। এক কাপ গরম জলে পাঁচ থেকে ছয়টা রিঠা সারা রাত ভিজিয়ে রেখে পরদিন তা দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। এটি শ্যাম্পুর কাজ করে। এক দিন পর পর অবশ্যই তেল ব্যবহার করুন।তাই বলে তেল লাগিয়ে বাইরে বেরিয়ে পড়বেন না, কারণ ধুলোবালি চুলে এবং চুলের ত্বকে লেগে যায় এর ফলে খুশকি বেড়ে যায়।

ছেলেদের রুক্ষ চুলের যত্ন

চুল সুন্দর ও কোমল করতে যা করবেন
একটি আস্ত পাকা কলা, ছোট আকারের ২ টি পেঁয়াজ ও এক টেবিল চামচ মধু বেটে একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর চুলের গোড়া এবং সম্পূর্ণ চুলে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। কিছুদিন ব্যবহারে চুল যেমন মোলায়েম হবে তেমনি গোড়াও হবে মজবুত।
আপনি যদি চান শীতের দিনেও আপনার চুল সুন্দর ও কোমল রাখতে তাহলে অবশ্যই উপরের টিপসগুলো ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *