Spread the love


Hair Split Ends Problem Solutions – চুলের ডগা ফাটার সমস্যা থেকে কিভাবে
রেহাই পাবেন ?

AVvXsEjxGF2HFgQQWWHKen779qcSglMC5_Jl7wPEVL-rW_IxXbRVA6n_PgPcCtm43ji6z922Zgmd-9uuduscd8EaXiISRwl01QIAya9f030c_tWPaZlQRXDEegNbb_Xlfp1bRKNbfTllSDxaZC5qQohwiVEK2iqANtSqUnfda_ll_HVIgw326pWo9BpIIDYf=w320-h319 Hair Split Ends Problem Solutions - চুলের ডগা ফাটার সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন ?

Hair Split Ends Problem Solutions

আমাদের অনেকেরই চুল ফেটে যাওয়ার সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আর এই কারনেই চুল
আর বাড়ে না, তাই আমরা ডগাগুলো কেটে ফেলি। এতে চুল অনেকটা ছোট হয়ে যায় এবং
আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যদি আমরা প্রতিনিয়ত চুলের পরিচর্যা করি আর
চুলের যত্ন নেই তবে এই সমস্যার সম্মুখীন আপনাদের আর হতে হবে না তবে চলুন দেখে
নেওয়া যাক।
ধুলোবালি ধোয়া প্রভৃতি কারণে আমাদের চুলের ডগা ফেটে যায় এবং চুলের নানান
সমস্যা দেখা দেয়।ধুলো, ধোঁয়া, দূষণ চুলকে রুক্ষ, শুষ্ক, এবং নিষ্প্রাণ
করে দেয়। বিশেষজ্ঞরা বলেন চুলে আদ্রতা ও মশ্চারাইজার অভাবের কারণে চুলের ডগা
ফেটে যায়। এবং চুলের ডগা গুলো ফেটে যাওয়ার কারণে আমরা চুলের নিচের অংশ কেটে
ফেলি কিন্তু আমরা যদি চুলের সঠিকভাবে পরিচর্যা করি তবে চুল ফেটে যাওয়ার ভয়
থেকে আপনারা মুক্তি পাবেন।

How to get rid of split ends without cutting hair

কি কি পদ্ধতি মেনে চললে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দেখে নিন।
১. চুল ভেজা অবস্থায় চুল আঁচড়াবেন না এবং ভেজা চুল তোয়ালে দিয়ে বেশি করে
ঘষবেন না।
২. স্নান করার পর পাতলা কোন কাপড় দিয়ে চুল জড়িয়ে রাখবেন ।তাতে আঘাত লাগার
সম্ভবনা কম।

৩.সবসময় বড় দাঁড়াওয়ালা চিরুনি ব্যবহার করুন। ব্রাশ একেবারেই চুল আঁচড়ানোর
জন্য ব্যবহার করবেন না। ব্রাশ ব্যবহার করলে চুল আরও বেশি ক্ষতিগ্রস্থ হয়ে যাবে।

৪. যতবারই চুলের শ্যাম্পু করবেন ততোবারই কন্ডিশনার ব্যবহার করবেন। অনেকে ভাবেন
কন্ডিশনার ব্যবহার করলে চুল ঝরে যায় কিন্তু এটা সবচেয়ে ভুল ধারণা।

চুলের আগা ফাটা দূর করার উপায়

৫. সপ্তাহে একদিন যেকোনো হেয়ার মাক্স ব্যবহার করুন হেয়ার মাস আমাদের চুলের
জন্য খুবই উপকারী তা একটা জিনিস। হেয়ার মাক্স ব্যবহার করে 10 থেকে 15 মিনিট পর
চুল ধুয়ে ফেলবেন আপনার চুল অনুযায়ী বাজারে আপনি হেয়ার মাক্স পেয়ে যাবেন।
AVvXsEjT8ybtLz3ClC4uMNUy3zNV3iMVvZ-tMe5bQRvQlsoskfvhaR3wPU7O2ZyOvMU8nT_A-NK4Wsy7WjDLYG-zKPReW_fr3OG21pUaFAAfhU-ROgXHXlcMdZw-RrkoQQR6aNRjZxYHQ5RookLoZQShyO1Rng-6890fXSUkwX07oDlJeG_OcyKQadcOYsuS=w320-h305 Hair Split Ends Problem Solutions - চুলের ডগা ফাটার সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন ?


চুলের ডগা ফাটার সমস্যা থেকে রেহাই

৬. হেয়ার ড্রায়ার স্টেটনার যত পারবেন কম ব্যবহার করবেন কারণ এতে আমাদের
চুল এর অনেক ক্ষতি করে।
৮. মাঝে মাঝে পার্লারে গিয়ে চুল বেশি কালার করবেন না। এতে আপনার চুল
তাড়াতাড়ি রুক্ষ হয়ে যাবে এবং চুল এর গোড়া হালকা হতে থাকে ও চুলের ডগা দ্রুত
ফেটে যায়।
এগুলো থেকে দূরে থাকুন এবং চুলকে সুস্থ ও সুন্দর রাখুন।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *