Spread the love


মেকআপ লং লাস্টিং রাখার সহজ ৪ টি উপায় – Long Lasting Makeup Tips &
Tricks

IMG_20210922_202329 মেকআপ লং লাস্টিং রাখার সহজ ৪ টি উপায় - Long Lasting Makeup Tips & Tricks

মেকআপ কে লং লাস্টিং রাখুন এই সহজ ৪ টি উপায়ে

আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও যাওয়ার আগে খুব সুন্দর করে সাজগোজ করি, যাতে
আমাদের দেখতে সুন্দর লাগে। কিন্তু সুন্দর করে সাজলে তো হয়না মেকআপ কে
long-lasting রাখতে হবে, যাতে আপনাদের মেকআপ নষ্ট না হয়ে যায় কিছুক্ষণ বাদে।
ধুলোবালিতে রোদে, ঘেমে আমাদের মেকআপ পুরোপুরি নষ্ট হয়ে যায়। বিয়ে বা অন্য
কোনো অনুষ্ঠান এ পৌঁছবার আগের আমাদের মেকআপ এর বারোটা বেজে যায়। কিংবা সব সময়
আমাদের ব্যাগ এ মেকাপ নিয়ে ঘুরতে হয়। তবে এই সমস্যা থেকে সমাধান পেতে
আপনি টিপস গুলো জেনে নিন।

ঘরে বসে মেকআপ


১. আপনি যখন মেকাপ প্রোডাক্ট গুলি কিনবেন সবার আগে যাচাই করে দেখবেন আপনার
স্কিন টোনের সাথে মেকআপ প্রোডাক্ট গুলি মিলছেকিনা। কারণ আমাদের স্কিন এক একজনের
এক একরকম এর হয়ে থাকে। ধরুন আপনার স্ক্রীন নরমাল কিন্তু আপনি যদি অয়েলি
স্কিনের প্রোডাক্ট ব্যবহার করেন তবে আপনার মেকআপ long-lasting হবে না। তাই
মেকআপের সরঞ্জাম কেনার সময় প্রথমে নিজের স্কিন টাইপ সম্পর্কে জানুন। তারপরে
প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জেনে নিয়ে নিজের প্রয়োজনীয় প্রোডাক্টটি কিনুন|


IMG_20210922_202241 মেকআপ লং লাস্টিং রাখার সহজ ৪ টি উপায় - Long Lasting Makeup Tips & Tricks
২. আপনার মুখে যদি তেল, ঘাম ,ধুলোবালি, পড়ে থাকে তবে কিন্তু আপনার মেকআপ ভালো
করে ত্বকে বসবে না। এজন্য আপনি মেকআপ করার আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ
ধুয়ে নিন। এবং মুখে ভালোভাবে স্ক্রাব করুন। এরপর তুলো দিয়ে মুখের টোনার
ব্যবহার করুন। এতে আপনার ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে ।এবং আপনার মেকআপ
সহজেই স্কিনে বসে যাবে তার সাথে দীর্ঘস্থায়ী হবে।

ঘরে বসে লং লাস্টিং মেকআপ করার নিয়ম

৩. মুখ পরিষ্কার হয়ে গেলে আপনার মুখে এক টুকরো বরফ নিয়ে মুখের চারপাশে ভালো
করে ম্যাসাজ করুন ,এতে আপনি যখন বাইরে বের হবেন তখন আপনার মুখে তৈলাক্ত ভাব ও
ঘাম হবে না। এরপর ভাল করে মুখ মুছে মশ্চারাইজার করুন 10 মিনিট রেখে তারপর মেকআপ
করুন এতে আপনার মেকআপ সুন্দরহবে। তার সাথে মেকাপ টি ভালোভাবে সেট হবে।আপনার
ঠোঁট দুটিকেও কিন্তু ময়েশ্চারাইজ করতে ভুলবেন না|
৪. এবার শুরু করতে হবে মেকআপ। আপনি প্রথমেই প্রাইমার লাগিয়ে নেবেন, তারপর
ফাউন্ডেশন ব্যবহার করবেন। প্রাইমার না লাগিয়ে ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ
long-lasting থাকবে না, তার সাথে মেকআপ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং ত্বক
খুব রুক্ষ দেখাবে। তাই ফাউন্ডেশন এর আগে প্রাইমার লাগানো অতি গুরুত্বপূর্ণ।
ফাউন্ডেশন লাগানোর সময় হাত দিয়ে ঘষবেন না ব্লেন্ডার করবেন এতে আপনারা ব্রাশ
ব্যবহার করতে পারেন।
IMG_20210922_202251 মেকআপ লং লাস্টিং রাখার সহজ ৪ টি উপায় - Long Lasting Makeup Tips & Tricks

আই মেকআপ করার নিয়ম

এছাড়া চোখে কাজল যাতে না স্মাজ করে তার জন্য ফেস পাউডার চোখের নিচে লাগিয়ে
নিবেন।এছাড়া কনসিলার প্রয়োগ করুন ,চোখের মেকআপ বেশীক্ষণ স্থায়ী করার জন্য|
লিপস্টিক লাগানোর আগে লিপলাইনার লাগিয়ে নিন এবং ভালো ও বেশীক্ষণ স্থায়ী
লিপস্টিক লাগান| লিপলাইনার লাগানোর পর ঠোঁটে পাউডার লাগিয়ে নিন এবং অতিরিক্ত
পাউডার ঝেড়ে তার পর লিপস্টিক বা লিপগ্লস লাগান এতে আপনার লিপস্টিক কিন্তু অনেক
বেশীক্ষণ একই ভাবে থাকবে|
তাই এখন আর চিন্তা কিসের এই টিপস গুলোর মাধ্যমে আপনি আপনার মেকআপ
long-lasting পর্যন্ত রাখতে পারবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *