Spread the love


শিশুর মাথার চুল ঘন ও বৃদ্ধি করার ৭ টি সহজ উপায় – 7 Things to do for Baby
Hair Growth

Baby%2BHair%2BGrowth%2BHome%2BRemedies শিশুর মাথার চুল ঘন ও বৃদ্ধি করার ৭ টি সহজ উপায় - 7 Things to do for Baby Hair Growth

শিশুর মাথার চুল ঘন ও বৃদ্ধি করার ঘরোয়া ও সহজ উপায়


বাচ্চারা আমাদের কাছে দেবদূত তুল্য হয়। যা আমাদের উপহার দাওয়া হয়। কিছু কারন
এ অনেক বাচ্চার খুব ধীর গতিতে চুল বেড়ে ওঠে। তবে আসুন আজ আমরা জেনে নেই শিশুর
দ্রুত চুল বেড়ে ওঠার কিছু টিপস।

শিশুর চুল বৃদ্ধির জন্য ৭ টি টিপস

১. ভিটামিন D
ডাক্তার দের গবেষণা অনুযায়ী জানা যায়, ভিটামিন ডি খুব ভালো চুল বৃদ্ধির কাজে
লাগে।।
২. আমন্ড বাদাম
Baby%2BHair%2BGrowth শিশুর মাথার চুল ঘন ও বৃদ্ধি করার ৭ টি সহজ উপায় - 7 Things to do for Baby Hair Growth

শিশুর চুলের যত্ন

এই বাদাম রোজ বাচ্চাদের ১/২টি করে খাওয়ানোর চেষ্টা করুন। এই বাদাম থেকে প্রচুর
পরিমাণে পুষ্টি পাওয়া যায়।
৩. চিরুনি দিয়ে আঁচড়ানো-
আপনার সন্তানের স্কাল্পের উপর আস্তে আস্তে একটি চিরুনি চালান রোজ, এতে চুল
বৃদ্ধির উন্নতি করতে সাহায্য করতে করে।। এটি স্কাল্পে রক্ত সঞ্চালন উন্নতও
করে।।
৪.
পুষ্টিকর খাবার খাওয়ানো
আপনি আপনার বাচ্চাকে রোজ পুষ্টিকর জাতীয় খাবার খাওয়ান। বিভিন্ন রকমের শাকসবজি
ফলমূল বেশি করে খাওয়ান। এতে অনেক তাড়াতাড়ি বাচ্চা পুষ্টি পাবে। এবং চুল এর
গ্রোথ হবে।।

শিশুর মাথার চুল ঘন করার উপায়

৫. চুল পরিষ্কার
আপনি আপনার বাচ্চার চুল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অনেক সময় ময়লা
জনিত কারনে চুল পড়ে যায়।।
৬. চুলে তেল দাওয়া
চুলে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে চুলের পুষ্টি যোগায়। আপনি
নারলের তেল কিংবা বাদাম তেল শিশুর জন্যে ব্যাবহার করতে পারেন।

শিশুদের চুল বড় করার উপায়

৭.অ্যালোভেরা
7%2Btips%2BFor%2BBaby%2BHair%2BGrowth শিশুর মাথার চুল ঘন ও বৃদ্ধি করার ৭ টি সহজ উপায় - 7 Things to do for Baby Hair Growth
আমরা সবাই জানি অ্যালোভেরা (Aloe Vera) জেল এর উপকারিতা। আপনি অ্যালোভেরা জেল এর জুস করে শিশুর মাথায় কিছুক্ষন
মালিশ করে ধুয়ে ফেলতে পারেন। এতে চুল খুব দ্রুতই বেড়ে উটবে।।।
আরো পড়ুন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *