Spread the love

পুজোর সাজ একটু সাবেকি হলেই বেশ মানায়…!! তার মধ্যে যদি হয় সপ্তমী…!! যদি শাড়ি পড়তে চান কিংবা—পুজোয় হাঁটাহাঁটি করতে হলে হ্যান্ডলুম শাড়ির থেকে ভাল আর কিছুই হয় না। হাতাকাটা ব্লাউজ় পরে ফেলতে পারেন। হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পড়বেন অক্সিডাজিইজ়ড গয়না।

সপ্তমীর সাজ-পোশাক যেমন হবে

কানে ভারী স্টেটমেন্ট দুল, আর আংটি। হালকা বেস মেকআপ, চোখে কাজল আর ছোট টিপেই পুজোর সাজে সেজেছেন সোহিনী।পুজোয় সাবেকি সাজেও আধুনিকতার ছোঁয়া রাখতে হবে ।। তবে শাড়ি পরার কায়দায় আছে চমক। এখন তো শাড়ির সঙ্গে সাদা স্নিকার্স, সাজে এনেছে আধুনিকতার ছোঁয়া। অষ্টমীর রাতের জন্য জমাটি সাজ তুলে রাখতে চাইলে সপ্তমীর সন্ধ্যায় হালকা সাজতে পারেন। অষ্টমীতে অনেকেই সাবেকি সাজ পছন্দ করেন। তাই সপ্তমীর ভরসা হতে পারে ফিউশন।

পুজোর টিপস: সপ্তমীর দিন সকাল ও রাতে কেমন হবে আপনার সাজ! দেখে নিন

সপ্তমীর লুক’:

সপ্তমীর সন্ধ্যায় সাজগোজে একটু মন দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সপ্তমীর রাত মানে উৎসবের আঁচ ক্রমশ বাড়ছে। তবে অষ্টমীর রাতের জন্য জমাটি সাজ তুলে রাখতে চাইলে সপ্তমীর সন্ধ্যায় হালকা সাজতে পারেন। পড়তে পারেন কুর্তি,,, এখন নতুন নতুন কুর্তি বেরিয়েছে..!! এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা ঝুলের হার পরুন। কানের পরতে চাইলে ছোট কিছু পরুন। এবার শরারা প্যান্টের আলাদা একটা চাহিদা রয়েছে।

সপ্তমীর সকালের সাজ কীরকম হওয়া উচিত

সপ্তমীর রাতের সাজ:

চাইলে সঙ্গে একটি ওড়না নিতে পারেন। তবে ওড়না নিলে একটু কায়দা করে ব্যবহার করতে হবে। সালোয়ার কামিজের মতো সামনে দিয়ে ঝুলিয়ে নিলে হবে না। এর সঙ্গে বেশি গয়না না পরলেও চলবে। খুব বেশি মেক আপেরও প্রয়োজন নেই। এছাড়াও সপ্তমীর সন্ধ্যার জন্য পোশাক হতে পারে ‘ওয়ান পিস’। শাড়ি, সালোয়ার-কামিজ এবং অন্যান্য সাবেকি পোশাক পরার জন্য তো অষ্টমী, নবমী, দশমী রইল। সপ্তমীর সাজে নতুনত্ব আনতে ভরসা রাখতেই পারেন এমন পশ্চিমী ঘরানার পোশাকে।

Read More,

পূজোয় তো শাড়ি পড়বেন! যেনো মোটা না লাগে রইলো কিছু টিপস্ – Saree Style Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *