Spread the love

Hair Mask Benefits: শীতকালে চুলের হাল ফেরানোর জন্যে অনেকেই কেরাটিন ট্রিটমেন্টের উপর ভরসা রাখেন। তবে আপনি কি জানেন যে,

বাড়িতেই বিশেষ একটি প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নিলে ম্যাজিকের মতো কাজ হবে? কেরাটিন ট্রিটমেন্ট না করেও চুলে কেরাটিন এফেক্ট পাবেন আপনি!

(চুলের যত্নে হেয়ার মাস্ক)

রুক্ষ চুলের হাল ফেরানোর জন্যে এই প্রাকৃতিক উপাদানটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এতে উপস্থিত একাধিক গুরুত্বপূর্ণ মিনারেল চুলকে রেশমের মতো নরম করে তোলে। এখন জেনে নেওয়া যাক কী ভাবে ব্যবহার করবেন …..

১/ ১টি কলা১ চামচ টক দই১ কাপ এলোভেরা জেল প্রথমে কলা ছাড়িয়ে নিন। তারপর একটি পাত্রে কলা নিয়ে ভালো করে চটকে নিন। আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এর সঙ্গে পরিমাণ মতো টক দই ও এলোভেরা জেল মিশিয়ে বানান আপনার হেয়ার মাস্ক। হাত দিয়ে চুলের গোড়ায় কলার হেয়ার মাস্ক লাগান।

ঘরোয়া হেয়ার মাস্ক

ভালো করে মাসাজ করে নিতে ভুলবেন না।তারপর একটি হেয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ১ ঘণ্টা। শেষে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিন। কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই। দেখবেন শীতে চুল রক্ষা পাবেন।।

ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা

২/ শুষ্ক চুলে মধুর মাস্ক কাজে দেবে। আবার খুশকি থাকলে প্রয়োজন লেবুর রস ব্যবহার করতে পারেন।। শ্যাম্পু করার পর চুল শুকনো করে মুছে নিন।

চুলে থাকা সমস্ত জল ঝরিয়ে নিন। এবার চুলটা ২-৩ ভাগে ভাগ করে নিন। এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত হেয়ার মাস্ক লাগিয়ে নিন। ভাল করে হেয়ার মাস্ক লাগাবেন, কোনও অংশ যেন বাদ না যায়। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।

হেয়ার মাস্ক এর কাজ কি

এরপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। হেয়ার মাস্ক মাখার আগে ইষদুষ্ণ জল চুল ধুয়ে নেওয়া দরকার। এতে স্ক্যাল্পের কিউটিকলগুলো উন্মুক্ত হয়ে যায়। এতে হেয়ার মাস্ক ভাল করে প্রভাব ফেলে।

হেয়ার মাস্ক কতবার ব্যবহার করা উচিত

হেয়ার মাস্ক ব্যবহারের পর ঠান্ডা জল দিয়ে চুল ধোয়া উচিত। এতে চুলের কিউটিকলগুলো আবার বন্ধ হয়ে যায়।চুল ধোয়ার পর স্ক্যাল্পে খুব চাপ দিয়ে মুছবেন না। চুল ভিজে থাকলে গোড়া আলগা থাকে। এতে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তবে, চুলের ধরন অনুযায়ী হেয়ার মাস্ক বেছে নেওয়া উচিত।

আরোও পড়ুন,

Winter Hair Care Routine Home Remedies – ঘরোয়া ভাবে শীতকালীন চুলের যত্ন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *