Spread the love

Onion Hair Oil For Hair Growth At Home| (চুলের যত্নে পেঁয়াজের তেল)

আমরা চুল ভালো রাখার জন্য অনেকেই কতো নানা দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করি,, শ্যাম্পু থেকে শুরু করে চুলে মাখার তেলও ব্যবহার করি ,এছাড়া হেয়ার মাস্কও চুলের জন্য অ্যাপ্লাই করি,, অতিরিক্ত পরিমাণে যেমন তেল ব্যবহার করা উচিত নয়, আবার সঠিক শ্যাম্পুও ব্যবহার করার কথা ভাবতে হয়।

নাহলে চুল পড়ার সমস্যা দিনের পর দিন বাড়তেই পারে। আপনি চুলের যত্নে বাড়িতে তৈরি করতে পারেন পেঁয়াজের হেয়ার অয়েল…. পেঁয়াজের গুণে চুলের নানা সমস্যা সমাধান হয়। তাই পেঁয়াজের তেল চুলে নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেনই।


IMG_20230808_121459-1691477112130 Onion Hair Oil For Hair Growth At Home || (চুলের যত্নে পেঁয়াজের তেল )

How to make onion oil for hair without smell

পেঁয়াজ কি সত্যিই চুল পড়া বন্ধ করতে পারে?

চুলের যত্নে পেঁয়াজের গুণ নিয়ে বারবার আলোচনা করা হয়। পেঁয়াজ চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। স্ক্যাল্পের নানা সমস্যাও সমাধান করে। এই তেল ব্যবহারের ফলে চুল আরও ঘন হয়। গোড়াও মজবুত হয়।চুল সহজেই পাতলা হয়ে যায় না। পেঁয়াজের রসে আছে সালফার, যা আপনার চুলের জন্য খুবই ভালো।

Is onion oil good for hair

পেঁয়াজের রসে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও আছে, যা আপনার স্ক্যাল্পে নানা সংক্রমণ সহজেই সারিয়ে তোলে। তাই পেঁয়াজের তেল ব্যবহারে চুলের যথেষ্ট উপকার হয়। সহজে চুল পড়ে না।

পেঁয়াজে আছে সালফার। যা আপনার চুল ঘন করতে সাহায্য করে। এমনকী চুল পড়া কমায় ও বৃদ্ধিতে সাহায্য করে। এই পেঁয়াজের রস কোলাজেন উৎপাদনও বাড়িয়ে দিতে পারে। যা আপনার ত্বক ভালো রাখতে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে।


পেঁয়াজের তেল বানানোর পদ্ধতি


খুশকি নিয়ন্ত্রণ করে– এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য, যা মাথার ত্বকের সংক্রমণেক চিকিত্‍সা করতে , খুসকি প্রতিরোধ করতে সহায়তা করে।


কন্ডিশনিং– পেঁয়াজের তেল দিয়ে নিয়মিত মাসাজ করলে ত্বকের গোড়া মজবুত যেমন হয়, তেমনি গভীররে গিয়ে পুষ্টি জোগান দেয়।


সাদা চুল কালো করে তোলে– ভিটামিন, খনিজ ও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এতে। যার ফলে সাদা চুল ধীরে ধীরে কালো হতে শুরু করে।


নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন


চুলের ঘনত্ব বৃদ্ধিতে

মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পেঁয়াজের তেল। পেঁয়াজে থাকা সালফার, চুলের ফলিকলগুলিকে পুনরুজ্জীবিত করে।


পেঁয়াজের তেল ব্যবহার করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত পেঁয়াজের রয়েছে একটি তীব্র ঝাঝালো গন্ধ। তাই কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে দিতে পারেন। । লাল পেঁয়াজের তেল বেশ গরম, তাই মাথার ত্বকে কোনও রকম ফোস্কা বা ফুসকুডি এড়াতে কয়েকফোঁটা নারকেল তেল বা অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে মাসাজ করা উচিত….

পিঁয়াজের রস মাথায় দিলে কি হয়?


কীভাবে তৈরি করবেন পেঁয়াজের তেল, শিখে নিন ধাপে ধাপে


অল্প তেল বানানোর জন্যে আপনি ২টি পেঁয়াজও নিতে পারেন। এই পেঁয়াজের পেস্ট বানিয়ে আপনি রস বের করে নিতে পারেন। নাহলে পরবর্তী ধাপে আপনার প্রয়োজন নারকেল তেল নিতে হবে। যতটা তেল আপনি বানাতে চান, সেটি খেয়াল রেখে নারকেল তেল নিতে হবে আপনাকে। এই নারকেল তেল সসপ্যানে ঢেলে নিন। গ্যাসে অল্প আঁচে এই সসপ্যান বসিয়ে দিন।


অত্যন্ত বেশি তাপমাত্রায় নারকেল তেল রাখলে তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। অল্প আঁচে বসিয়েই নারকেল তেল ধীরে ধীরে গরম করে নিতে হবে আপনাকে।

নারকেল তেল এবং পেঁয়াজের রস, এই দুই উপাদান ভালো করে মিশিয়ে দিন। আঁচ সামান্য বাড়িয়ে নিতে হবে এবার।


পেঁয়াজের রস এবং নারকেল তেল মিশে যাওয়ার পরেও অপেক্ষা করতে হবে। এই মিশ্রণ ফুটে উঠবে। মিশ্রণ ভালো করে ফুটিয়ে আঁচ থেকে নামিয়ে নিন।

এই তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার আলাদা একটি পাত্র নিন। একটি পাতলা সাদা সুতির কাপড়ের টুকরো নিন। এই তেল ছেঁকে নিতে হবে। শেষে একটি কাচের শিশিতে ঢেলে রাখুন পেঁয়াজের তেল। সপ্তাহে অন্তত ২দিন এই পেঁয়াজের তেল চুলে মাখতে হবে। স্ক্যাল্পে ভালো করে মাসাজ করতে ভুলবেন না। এতে আপনার চুলও ভালো থাকবে। চুল পড়া কমবে।

Read More,
Tags – Hair Care, Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *