Spread the love

Half Hand Blouse Designs Images – ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩

মেয়েদের শাড়ি যেমন হোক, সঠিক ব্লাউজের গুণেই ফুটে উঠবে তার সৌন্দর্য। সঠিক ব্লাউজ সঠিক কালার না হলে আপনি যতোই সাজুন ভালো লাগে না,, আর এই কারণেই ব্লাউজের ডিজাইনে এসেছে রকমারীত্ব। পুজোর জন্য ব্লাউজ বানাতে দেওয়ার আগে চোখ বোলান। দেখে নিন শখের শাড়ির যে ব্লাউজটা বানাতে দিচ্ছেন, তার হাতের নকশা কেমন হবে।


photogrid.collagemaker.photocollage.squarefit_20238710319148-1691389861775 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩

Different blouse hand designs

কুচি দেওয়া ব্লাউজ – কুচি দেওয়া ব্লাউজের ডিজাইন বহু বছর আগে ভীষণ প্রচলন ছিল। কিন্তু এখন আবার ট্র্যাডিশনাল লুকের সাথে কুচি দেওয়া ব্লাউজ নতুন ভাবে বেশ ভালোই ট্রেন্ড করছে। এখন একটু ট্রিকি ব্লাউজ এর নকশা বেশি চলছে, স্লিভ লেস এ বা ফুল স্লিভ এ।


Butta Hands Images


ঘটি হাতা ডিজাইন- বেশ পুরনো হলেও এই ঘটি হাতা ব্লাউজ এখনও বেশ চলছে। সুতির শাড়ির সঙ্গে এই ডিজাইনের ব্লাউজ বানাতে পারেন। পুজোর অষ্টমীতে এই সাজ বেশ মানাবে।


IMG_20230807_120032-1691389859091 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩

Traditional blouse hand designs

জারদৌসি কাজের ব্লাউজ – বিশেষ করে যদি আপনি বেনারসি শাড়ি পছন্দ করেন তাহলে তার সঙ্গে ভারী নকশা করা জারদৌসি কাজের ব্লাউজ পরতে পারেন।


Butta hands For Dresses


ব্লাউজের ফেব্রিক ব্লাউজের সেলাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি পাতলা বা ট্রান্সপারেন্ট ব্লাউজ বা স্বচ্ছ হয় ,তাহলে ব্লাউজে অবশ্যই লাইলিন দেবেন। এতে ব্লাউজ অনেকদিন ভাল থাকে। লাইলিন দেওয়ার সময় কাপড়ের রঙটি সঠিকভাবে বাছা হচ্ছে কি না তা অবশ্যই দেখে নেবেন।


IMG_20230807_120013-1691389859465 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩

Small butta Blouse Designs

নকশা এবং প্যাটার্ন

এটি ব্লাউজের কাপড়ের ওপর তৈরি হওয়া নকশা বা প্যাটার্নের ওপরেও বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ, যদি আপনার বুকের ভারি হয় তবে ব্লাউজের সামনের অংশে বা গলায় ভারী কাজ থাকা উচিত নয়।


IMG_20230807_115721-1691389860365 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩

ব্লাউজের হাতার ডিজাইন পিক

IMG_20230807_115741-1691389860708 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩


IMG_20230807_115803-1691389861059 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩

ব্লাউজ ডিজাইন ছবি

IMG_20230807_115831-1691389861393 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩

ব্লাউজ হাতার ডিজাইন পিক ২০২৩

IMG_20230807_115928-1691389859777 Half hand blouse designs images - ব্লাউজের হাতার ডিজাইন ২০২৩


নেকলাইন এবং ব্যাক

ব্লাউজের নেকলাইনও ব্লাউজের একটি প্রয়োজনীয় দিক। যদি আপনার মুখের ওজন বেশি হয়, বা আপনার ঘাড় ছোট হয়, তবে আপনার উচিত গোলা গলার ব্লাউজ তৈরি করা।


এছাড়াও, ব্লাউজের পিছনের অংশটি তৈরি করার সময়, মনে রাখবেন যে যদি আপনার পিঠ পরিষ্কার না হয় বা পিঠের অংশটি দেখতে সুন্দর না হয়, তবে কী-হোল বা পিক-এ-বু ডিজাইন বানিয়ে নিতে পারেন।


শাড়ির সঙ্গে যেন মিল থাকে

আজকাল ফ্যাশন বৈপরীত্যের ওপর টিকে রয়েছে। তবে বৈপরীত্যটি করার সময়, মনে রাখবেন যে আপনার ব্লাউজে অবশ্যই এমন কিছু আছে যা সেই শাড়ির সঙ্গে মেলে। যেমন সূচিকর্ম, প্যাটার্ন,….

আরোও পড়ুন,

Best Saree Pictures , Images || বেস্ট শাড়ি পিকচার ডাউনলোড



Tags – Images , Photos, Fashion

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *