Spread the love

How To Grow Your Hair Faster Woman| ৭ দিনে চুল লম্বা করার উপায়


ত্বকের যত্ন নেওয়ার মতোই চুলেরও যত্ন করতে হবে,,, শুরু থেকেই সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে চুলের হাল দিন -দিন খারাপ হতে শুরু করবে,, ধীরে ধীরে চুল রুক্ষ ও শুষ্ক হবে ,,,অনেকের অতিরিক্ত পরিমাণে চুল উঠতে থাকে। আবার কারও কারও চুলের স্বাভাবিক বৃদ্ধি যেন থমকে যায়। ছোট চুলও যেমন দেখতে ভালো লাগে, আবার ঘন ও লম্বা চুল পাওয়ার ইচ্ছেও আমাদের অনেকের মধ্য়েই থাকে। দ্রুত লম্বা ও ঘন চুল আপনি কী ভাবে পাবেন? সেটি নিয়েই আজ আলোচনা করবো……


IMG_20230805_203657-1691248026622 How To Grow Your Hair Faster Woman - ৭ দিনে চুল লম্বা করার উপায়

How to grow hair faster naturally in a week

১/ নিয়মিত ট্রিমিং করা দরকার। অন্তত ২-৩ মাস পরেই চুল ট্রিমিং করুন। এতে চুলের বৃদ্ধি তাড়াতাড়ি হয় ,, আসলে, অতিরিক্ত দূষণ, ধুলো এবং রোদের কারণে চুলের ক্ষতি হয়। চুল রুক্ষ হয়ে ওঠে। এর ফলে ডগা ফেটে যায়। আপনি যদি নিয়মিত চুল ট্রিমিং করেন, তাহলে চুল দ্রুত বাড়বে।।

How to grow hair faster at home

২/ গরম তেল মালিশ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হয়। রক্ত সঞ্চালন ঠিকঠাক হলে চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহও ঠিক হয়। একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিন। তা হালকা আঁচে গরম করে নিন। তুলোর সাহায্যে চুলের গোড়ায় এবং স্ক্যাল্পে ভালো করে এই তেল লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে আঙুল দিয়ে মালিশ করুন। আমন্ড অয়েল চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১ মাসে চুল লম্বা করার উপায়

৩/ স্ক্যাল্পের যত্ন নিতে হবে নিয়মিত। স্ক্যাল্প পরিষ্কার রাখুন। চুলের গোড়ায় যেন ময়লা জমে না থাকে।

এর জন্য শ্যাম্পু করতে হবে। নিয়মিত চুলে হট অয়েল মাসাজ করতে হবে। মাসাজে রক্ত সঞ্চালন বাড়ে। যা চুলের জন্য ভালো। এতে চুল তাড়াতাড়ি বাড়ে।

শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গের মতো মাথার ত্বকও স্পর্শকাতর। তাই ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এদিক বিবেচনায় রিঠা নিরাপদ একটি উপাদান। এটি কোনো ক্ষতি না করেই মাথার ত্বক পরিষ্কার রাখে।


চুল তাড়াতাড়ি লম্বা করার উপায়


রিঠা সাধারণত শ্যাম্পু হিসেবেই ব্যবহার করা হয়। একটি বড় পাত্রে জল নিয়ে তার মধ্যে এক মুঠো রিঠা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই মিশ্রণ ঠান্ডা হলে হাত দিয়ে চটকে রিঠার রস বের করে নিন।

এবার পরিষ্কার একটি কাপড়ে ছেঁকে নিয়ে রিঠার অবশিষ্ট অংশ ফেলে দিন। ব্যাস, প্রাকৃতিক শ্যাম্পু তৈরি। এবার মাথার ত্বকে ও চুলে এই মিশ্রণ লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দেখবেন চুল কতো দ্রুত বাড়বে।।


Read More,

Can I use aloe vera gel on my hair everyday – অ্যালোভেরা চুলে কিভাবে ব্যবহার করব



Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *