Spread the love

যুবরাজ সিংয়ের আজ ৪২তম জন্মদিন ,,, বিশ্বকাপজয়ী যুবকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সুরেশ রায়নার মতো প্রাক্তনরা। আর যুবির জন্মদিনে তার ফেলে আসা গল্প কিছু বলা যাক….. আজ কথা বলবো তাঁর ক্যান্সারের জয়ের গল্প। সালটা ২০১১। আমরা সকলে জানি ভারতকে দ্বিতীয় বার বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ সিং। যে সময় ভারতীয় ক্রিকেটাররা এবং দেশের ক্রিকেট প্রেমীরা বিশ্বজয়ের উচ্ছ্বাসে মাতামাতি করছেন, তখন জীবনের কঠিন পরিস্থিতিতে পড়েন যুবরাজ সিং।যুবরাজ সিং 12 ডিসেম্বর 1981 সালে ভারতের চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, যিনি পুট সরদারন দে (1992), মেহেন্দি শাগনা দি (1992) এবং ক্যাপ্টেন ইন্ডিয়া (2012) এর জন্য পরিচিত।

  • যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম কি?
  • যুবরাজ সিংহের লড়াই এর গল্প

ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ২০১১ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে দৌড়াতে গিয়ে কষ্ট হত। কিন্তু তখন তিনি জানতেন না তাঁর ঠিক কী হয়েছে। কিন্তু তাঁর যে ক্যান্সার হয়েছিল, তা কেউই সেই সময় বুজতে পারেনি।। বিশ্বকাপের পরই টেস্ট এর মাধ্যমে জানা গিয়েছিল, ক্যান্সার হয়েছে যুবরাজ সিংয়ের। আচমকাই তার জীবনে নেমে আসে কালো মেঘ। ক্যান্সারের মতো রোগকে কি হারাতে পারবেন? যুবরাজের ভক্ত ও ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাওয়া শুরু করে। সকলে চিন্তিত ছিলো।।

ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে একের পর এক ম্যাচে দলকে জেতাতে বড় ভূমিকা নিচ্ছেন অলরাউন্ডার যুবরাজ। ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট – ২০১১ সাল। দেশের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আপামর ভারতবাসীর তখন একটাই স্বপ্ন, এ বারের ওয়ার্ল্ড কাপ ভারতের হাতে আসুক! আর এই স্বপ্নকে সার্থক করার অন্যতম কাণ্ডারী ছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে ছিলেন তিনি। তা সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৩ রান হোক বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৭। দেশের জার্সিতে ৩০৪টি একদিনের ম্যাচে করেছেন ৮৭০১ রান। এর মধ্য রয়েছে ১৪টি শতরান ও ৫২টি অর্ধশতরান। নিয়েছেন ১১১টি উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে ৫৮টি ম্যাচে ১১৭৭ রান করেছেন। সঙ্গে রয়েছে ৮টি অর্ধ শতরান ও ২৮টি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন যুবরাজ বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসে এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট উপভোগ করছেন। তবে ভারতীয় ক্রিকেটে এখনও যুবরাজ একটা চরিত্রের নাম। তাই যুবির জন্মদিনে তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন…আপনি ভালো থাকবেন চ্যাম্প….🙏

আরোও পড়ুন,

Bobby Deol’s Iconic Comeback In Animal Movie: ব্যার্থ অ্যালকোহলিক থেকে ভয়ংকর ভিলেন রূপে কামব্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *