How to use coconut oil on face : নারকেল তেল শুধুই মাথায় মাখার জন্য নয়…এটি শীতকালে আপনার ত্বকের যত্নে বেস্ট প্রোডাক্ট হতে পারে।। নারকেল তেল রূপচর্চায় বহু বছর ধরে ভারতীয়দের ভরসা হয়ে আসছে।। প্রাচীনকালে দিদা-ঠাকুমারা এই তেল দিয়ে রূপচর্চা করতেন। (Skin care)। এছাড়াও এই নারকেল তেল কিন্তু রান্নার কাজেও ব্যবহার করা হয়। নিয়মিত নারকেল তেল মুখে লাগাতে পারলে ত্বক ভাল থাকে। ত্বকে কোনও রকম সংক্রমণ হয় না। সেই সঙ্গে ত্বক থাকে মসৃণ (Skin Care Tips)।
- নারকেল তেল মুখে দিলে কি হয়
- নারকেল তেল দিয়ে ফর্সা
- নারকেল তেলে কি উপাদান রয়েছে “””
নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যে কারণে নারকেল তেল মুখে লাগালে ত্বক থাকে নরম। এছাড়াও নারকেল তেল ত্বককে পুষ্টি দেয়। নারকেল তেলের মধ্যে যে লিনোলেনিক অ্যাসিড থাকে তা ত্বকের জন্য বিশেষ উপকারী। এছাড়াও নারকেল তেলের মধ্যে রয়েছে লরিক অ্যাসিড। যার মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ।
- নারকেল তেলের উপকারীতা “”””
১/ নারকেল তেল ত্বককে ঠান্ডা করে,,, ফলে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও নারকেল তেলের মধ্যে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। যা ত্বককে ভিতর থেকে ভাল রাখে।
২/ ময়েশ্চারাইজারনারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের শুষ্কতা থেকে মুক্তি পেতে নারকেল তেল মালিশ করা যেতে পারে।
৩/ ত্বকের আর্দ্রতা বজায় রাখে, জ্বালাতেও স্বস্তি দেয়। হাত, পা শেভ করার আগে ব্যয়বহুল, রাসায়নিক ভরা শেভিং ক্রিম ব্যবহার করার চেয়ে সাশ্রয়ী মূল্যের নারকেল তেল ব্যবহার করা ভাল।
৪/ ত্বকে যদি কালো দাগ-ছোপ পড়ে, তাহলে সেই দাগ তুলতেও বেশ ভাল কাজ করে নারকেল তেল। নারকেল তেলের মধ্যে থাকে কোলাজেন। যা বলিরেখা পড়ে যাওয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে।
- কীভাবে ব্যাবহার করবেন “”””
আপনার হাতের তালুতে কয়েক ফোঁটা নারকেল তেল নিন। আঙুলের সাহায্যে সারা মুখে বিন্দু বিন্দু করে লাগিয়ে নিন। এবার হাতের তালুর চাপে ধীরে ধীরে মাসাজ করে নিন। সারা মুখেই ভালো করে মাসাজ করবেন। রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত নারকেল তেল মাসাজ করতে পারেন। পরদিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন ক্লিনজারের সাহায্যে। *তবে নিয়মিত ভাবে নারকেল তেল ব্যবহার করলে এর কিন্তু বেশ কয়েকটি ক্ষতিকর দিকও রয়েছে।যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির তাঁদের জন্য নারকেল তেল খুব ভাল। সারা রাত লাগিয়ে রাখা যায়।
Read More,
Mens Jacket For Winter Branded || ছেলেদের সেরা শীতকালীন জ্যাকেট
Face Exercise For Glowing Skin At Home – চেহারায় বয়সসের ছাপ কমাতে এই ৫ মুখের যোগাসন করুন