Spread the love

Can I Use Aloe Vera Gel On My Hair Everyday| অ্যালোভেরা চুলে কিভাবে ব্যবহার করব


Hair Care With Aloe Vera: আমাদের সকলের সারা বছরই চুল পড়ার সমস্যায় কমবেশি ভোগেন। দূষণ থেকেই চুলের বেশি ক্ষতি হয়, এ ছাড়াও ব্যস্ত জীবনে বাইরে ঘন ঘন বেরতে হয় বলে চুলের প্রতি বেশি যত্নবান হওয়া দরকার। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর লম্বা চুল পাওয়া যেতে পারে। দেখে নিন সেগুলি…কি কি –


IMG_20230802_115704-1690957633707 Can I use aloe vera gel on my hair everyday - অ্যালোভেরা চুলে কিভাবে ব্যবহার করব

How to use aloe vera for hair growth and thickness

আপনার চুলের অল-ইন-ওয়ান যত্নে কাজে দেবে অ্যালোভেরা জেল। এটি একটি ভেষজ উদ্ভিত। এখন অনেকেই বাড়িতেই অ্যালোভেরা গাছ লাগান। এর হাজারো গুণ, বললে শেষ করা যাবে না। ত্বক-চুলের উজ্জ্বলতা থেকে শরীরের নানা সমস্যায় এর জুড়ি মেলা ভার।


Can I use aloe vera gel on my hair overnight


কারণ অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আর নানা রকমের মিনারেলস। এটি যা চুলে পুষ্টির যোগান দেয় আর চুলকে ঘন লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে। এ ছাড়া অ্যালোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম যা আপনার স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। এর ফলে আপনার হেয়ার ফলিকলেরও পুষ্টি হয়, আর চুল বাড়েও খুব তাড়াতাড়ি।


How to apply aloe vera gel on hair


এটিতে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২-এই গুণগুলি আমাদের স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে আসে। অ্যালোভেরা দিয়ে তৈরি কিছু ঘরোয়া হেয়ার প্যাক তৈরি করুন –

অ্যালোভেরা চুলে লাগালে কি হয়

১. ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা

চুল লম্বা করতে হলে ক্যাস্টর অয়েল কিন্তু দারুণ কাজ দেয়। আর অ্যালোভেরা জেলের সঙ্গে যদি ক্যাস্টার ওয়েল ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করেন, তাহলে চুল তাড়াতাড়ি তো বাড়বেই, সেইসঙ্গে হেয়ার ফলের সমস্যা কমে যাবে। তাছাড়া চুলের গোড়া শক্ত করতে ও চুলের আগা ফাটা, হেয়ার ব্রেকেজের—মতো সমস্যা পেতেও এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।


অ্যালোভেরা জেল বানানোর পদ্ধতি


কেমন করে তৈরি করবেন?


একটা বাটিতে ফ্রেশ অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনার স্ক্যাল্পে আর চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে মাখুন।

একটা তোয়ালেও মাথায় জড়িয়ে রাখতে পারেন, কিছুক্ষন পর ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন।

২. অ্যালোভেরা ও পিঁয়াজের রস

এই হেয়ার মাস্ক চুলের বৃদ্ধিতে সহায়তা করে। তার সঙ্গে চুলের পড়ে যাওয়াকেও রোধ করে। এর জন্য এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং পরিমাণ মত পিঁয়াজের রস। আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী পিঁয়াজের পেস্ট বানিয়ে নিন। এবার সেই রসে অ্যালোভেরা জেল যোগ করে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মাস্কটিকে চুলের স্ক্যাল্প থেকে শুরু করে সমগ্র চুলের ওপর প্রয়োগ করুন এবং এক ঘণ্টা রেখে দিন। তারপর চুলে শ্যাম্পু করে নিন এবং কন্ডিশনার লাগিয়ে নিন। এতেই ফল পাবেন হাতে-নাতে।

চুলের যত্নে অ্যালোভেরা

৩. নারকেল তেল আর অ্যালোভেরা জেলের হেয়ার প্যাক

আপনার হেয়ার ফলের অন্যতম কারণ কিন্তু চুলের পুষ্টির অভাব। তাই চুলে নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান,,এটা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টির যোগান দিয়ে চুলকে নারিশ করে তুলতে সাহায্য করে। দেখবেন চুলের ঘনত্ব কতোটা বেড়ে গেছে।।

আরোও পড়ুন,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *