Spread the love

Premature Greying Of Hair Home Remedies – পাকা চুল কালো করার ঘরোয়া উপায়


এখন প্রায় অনেকের সমস্যা সময় হয়নি অথচ মাথায় পাকা চুল গজাতে শুরু করেছে! একটা দুটো নয় অনেক গুলো,, মাথায় সাদা চুল দেখা গেলেই সতর্ক হন। এমন কিছু টিপস মেনে চলুন যাতে সাদা হয়ে যাওয়া চুল কালো হয়ে যায়। আবার বাকি চুলেরও পুষ্টিসাধন হয়। সে ক্ষেত্রে বাজারচলতি কৃত্রিম রঙ থেকে শতহস্ত দূরে থাকুন। তার থেকে বেছে নিন ঘরোয়া পদ্ধতি।


IMG_20230717_220500-1689611745249 Premature Greying Of Hair Home Remedies - পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

How to turn grey hair into black permanently naturally

পাকা চুল এখন আর বয়স বাড়ার লক্ষণ নয়। যে কোনও বয়সেই মাথায় দেখা যায় পাকা চুল,, চুলের অকালপক্বতার মূল কারণ জিনগত। কোনও পরিবারের সদস্যদের চুল তাড়াতাড়ি পাকতে শুরু হওয়ার ধারা থাকলে প্রতি প্রজন্মেই সেই ট্রেন্ড বহাল থাকতে পারে। এক বার চুল সাদা হয়ে গেলে তা আর স্বাভাবিক ভাবে কোনওদিন কালো হবে না। তা ছাড়া এক বার চুল পাকতে শুরু করলে খুব দ্রুত মাথার বাকি অংশও সাদা হতে থাকে। কি করলে উপকার পাবেন বলছি দেখুন…

১/ মাশরুম: কপারের পরিমাণ শরীরে কমে গেলে মেলানিনে ক্ষতিকর প্রভাব পড়ে। এই মেলানিনের ঘাটতি থেকেও চুল সাদা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চুল ভালো রাখতে মাশরুম খেতে পারেন।‌ সুপ বানিয়ে খেতে পারেন।।


Permanent solution for grey hair

২/ ডিম: প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হল ডিম। চুলের বৃদ্ধির জন্য ডিমের থেকে ভালো খাবার আর হয় না। নিয়মিত ডিম খেলে শরীরে ভিটামিন বি১২-এর পরিমাণ ঠিক থাকে। তাই সময়ের আগে চুল পাকে না।


IMG_20230717_220434-1689611745488 Premature Greying Of Hair Home Remedies - পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

Treatment for grey hair at young age


৩/ আমলা:

আমলা বা আমলকি চুলের জন্য ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন কাল থেকে। নারকেল তেলের সঙ্গে আমলাগুঁড়ো মিশিয়ে গরম করতে হবে। তারপর সেটা ছেঁকে চুলের গোড়া থেকে ডগা অবধি লাগিয়ে নিন।


IMG_20230717_220526-1689611744954 Premature Greying Of Hair Home Remedies - পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

How to stop gray hair at early age


৪/ মাছ ও সামুদ্রিক খাবার: মাছ ও সামুদ্রিক খাবার চুলের জন্য দারুণ উপকারী। স্যালমন, ম্যাকারেলের মতো মাছে ফ্যাটি অ্যাসিড অনেকটা পরিমাণে থাকে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল পেকে যাওয়া রোধ করা যায়।।


ঘরোয়া পদ্ধতিতে পাকা চুল কালো করার উপায়


৫/ কারিপাতা:

চুলের জন্য খুবই উপকারী। ‘ভিটামিন এ’, ‘ভিটামিন ই’, ক্যালসিয়াম, কপার, তামায় সমৃদ্ধ কারিপাতা অকালপক্বতা রোধ করে। চুলকে মোলায়েমও বানায়। নারকেল তেলে কারিপাতা মিশিয়ে ফোটান। এ বার ওই মিশ্রণ ঠান্ডা করে ভাল করে চুলের আগাগোড়া লাগিয়ে নিন। এরপর হাল্কা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’ থেকে তিনদিন এই মিশ্রণ ব্যবহার করুন।


IMG_20230717_220426-1689611745797 Premature Greying Of Hair Home Remedies - পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

অকালে পাকা চুল কালো করার উপায়


৬/ তিলের বীজ

তিলের বীজ এবং বাদাম তেল এই দুইটি বাজারে বেশ সহজলভ্য। প্রথম তিল বীজ গুঁড়ো করে নিন। এরপর কোনো বাদাম তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরী করুন। এই পেস্টটি চুলে ও মাথার চামড়ায় লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

পাকা চুল কালো করবো কিভাবে

উপরের পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে সহজে ঘরে বসেই অকালে চুল পাকা রোধ করা সম্ভব। এছাড়াও মনে রাখবেন পুষ্টিহীনতা, টেনশন, অবসাদ, ঘুম কম হওয়া এগুলোর কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। তাই এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন ।।


আরোও পড়ুন,

How To Use Curry Leaves For Hair Growth – চুলের যত্নে কারি পাতার উপকারীতা



Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *