Spread the love

How To Grow Hair Faster At Home – অল্প সময়ে দ্রুত চুল লম্বা করার উপায়


ঘন কালো চুলের(Healthy Hair) স্বপ্ন নিশ্চয়ই আছে আপনারও? কেউ লম্বা চুল চাইছেন অথচ চুল যেন লম্বা হচ্ছেই না। তাঁরা কী করবেন? এর জন্য চুলের পিছনে গাদাগাদা টাকা খরচ করার প্রয়োজনই নেই। বরং বাড়িতেই এমন কিছু টোটকা কাজে লাগাতে পারেন, যাতে দ্রুতই চুল লম্বা হয়।


IMG_20230713_203038-1689260454340 How To Grow Hair Faster At Home - অল্প সময়ে দ্রুত চুল লম্বা করার উপায়

How to grow hair faster naturally in a week

চুল ভালো রাখার জন্য এবং চুলের গ্রোথ ধরে রাখার জন্য এই কাজটি করতেই হবে। যাঁরা চুলের যত্ন নেন, তাঁরা এই কাজ করেন।


আপনি না চাইলেও হয়তো চুলের ডগা রুক্ষ হয়ে যায়। চুলের ডগা ফেটে যায়। তখন চুল আর ঠিক করে বাড়ে না। তাই নিয়মিত চুল ট্রিম করুন।


সাত দিনে বিশ ইঞ্চি চুল লম্বা করার উপায়


নিয়মিত চুলে হট অয়েল মাসাজ করতে হবে। মাসাজে রক্ত সঞ্চালন বাড়ে। যা চুলের জন্য ভালো।।


IMG_20230713_203020-1689260454832 How To Grow Hair Faster At Home - অল্প সময়ে দ্রুত চুল লম্বা করার উপায়

How to grow your hair in 2 minutes


শ্যাম্পু বেশি ব্যবহার করবেন না।

শ্যাম্পু করার পর কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন।

শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়িয়ে নিন।

ভিজে চুল টেনে টেনে আঁচড়াবেন না।


চুলের বৃদ্ধির জন্য ভিটামিনের অবদানকে অস্বীকার করার উপায় নেই। প্রয়োজনীয় ভিটামিন না পেলে চুলের বৃদ্ধি কমে যেতে পারে। অ্যান্টিঅক্সিডান্ট আর ভিটামিন বি সমৃদ্ধ ওষুধগুলো খেলে চুল পুষ্টি পাবে এবং স্বাভাবিক গতিতে বাড়বে।


চুল লম্বা করার তেলের নাম


সুস্থ চুলের জন্য ডায়েট- স্বাস্থ্যকর চুলের জন্য ভিটামিন এ, বি, সি, ডি, ই, জিঙ্ক, আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। প্রতিদিন খাদ্যতালিকায় এমন পুষ্টিকর খাবার যোগ করুন।চুল স্টাইলিং করার যন্ত্রপাতি আসলে চুলের ক্ষতিই করে। তাই এগুলো যত কম ব্যবহার করা যায়, তত ভালো।


Read More,

Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *