Spread the love

Castor Oil Benefits For Hair – ক্যাস্টর অয়েলের উপকারীতা


লম্বা ঘন কালো চুল সব নারীর পছন্দ।। কারণ এতে সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে অতিরিক্ত দূষণ ও নিয়মিত চুলের যত্ন না নেওয়ার কারণে চুল পড়ে যাওয়া, আগা ফাটা, চুলের বৃদ্ধি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।। চুলের যত্নে ক্যাস্টর অয়েলের গুরুত্বের কথা অনেকেই জানেন। নতুন চুল গজাতে কিংবা চুল পড়া বন্ধ করতে এই তেলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।। এই তেল উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। যা মাথার ত্বকের যে কোনও সংক্রমণ দূর করে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলে পুষ্টি জোগায়। ক্যাস্টর অয়েলের সঠিক গুণ পেতে তার সরাসরি ব্যবহার না করে অন্য তেল অথবা ঘরোয়া উপকরণের সঙ্গে মিশিয়ে করা ভালো। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল –


IMG_20230708_115151-1688797334485 Castor Oil Benefits For Hair - ক্যাস্টর অয়েলের উপকারীতা

How to use castor oil for hair growth and thickness

এই তেল চুলের বৃদ্ধি ঘটায়, মাথার ত্বক ভালো রাখে এবং চুলের আর্দ্রতা বজায় রাখে। ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ এই তেল চুলে পুষ্টি সরবরাহ ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া চুল পড়া কমায় ও গোড়া মজবুত করে।


তবে বেশি তেল লাগাবেন না। ১৫ থেকে ২০ মিনিট তেল চুলে মেখে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পর ভালো করে চুল শুকিয়ে নেবেন।

আসুন জেনে নিই ক্যাস্টার অয়েল ব্যবহারের উপকারিতা-


১. ক্যাস্টার অয়েলে ওমেগা-৬ ও ফ্যাটি অ্যাসিড থাকে, ফলে চুল দ্রুত বাড়ে। এ ছাড়া চুলের ফলিকল নষ্ট হয়ে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এ ছাড়া এই তেল চুল পড়া রোধ করে।


Castor Oil Benefits For Hair In Bengali


২. চুল পাকতে শুরু করলে চিন্তার কিছু নেই। পাকা চুলে নিয়ম করে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। এটি চুলের রঙ ধরে রাখে।


ক্যাস্টর অয়েল কি নতুন চুল গজাতে সাহায্য করে?


৩. রুক্ষ ও আগা ফাটা চুলের যত্নে এই তেল ব্যবহার করতে পারেন।


৪. অনেক সময় চুল শুষ্ক হয়ে উড়তে থাকে। এ ক্ষেত্রে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারিকেল তেল মিশিয়ে শুধু চুলে হালকা করে লাগিয়ে নিন।


IMG_20230708_115204-1688797334129 Castor Oil Benefits For Hair - ক্যাস্টর অয়েলের উপকারীতা

How long does it take for castor oil to grow hair


৫. শুধু চুল নয়; ভ্রু ও চোখের পাতায়ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এতে ভ্রু ও চোখের পাতার ঘনত্ব বাড়বে।


৬. ক্যাস্টর অয়েল ও নারকেল তেল দিয়ে মাস্ক বানাতে পারেন। একটি পাত্রে ক্যাস্টর অয়েল নিয়ে তাতে সম পরিমাণ নারকেল তেল মেশান। এবার তা গ্যাসে বসিয়ে হালকা গরম করেন নিন। ঠান্ডা হলে এই তেল স্ক্যাল্পে লাগান। ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ দিয়ে মাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। ফলাফল পেতে সপ্তাহে একবার ট্রাই করুণ।।


চুলকে মজবুত ও সুন্দর করতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল


৭.ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশাতে পারেন পেঁয়াজের রস। এত অকাল পক্কতার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ক্যাস্টর অয়েলের সঙ্গে সম পরিমাণ পেঁয়াজের রস মেশান। এবার তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে দূর হবে চুলের যে কোনও সমস্যা। এবং দ্রুত চুল গোজাবে।।


আরোও পড়ুন,

How To Use Castor Oil For Hair Growth – চুলে ক্যাস্টর অয়েলের ব্যবহারের নিয়ম



Tags – Castor Oil, Hair Oil, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *