Orange Peel Face Packs At home: শীত যখন আসে তখন সাথে নিয়ে আসে ফলের রাজা সুস্বাদু কমলালেবুর কমলালেবুকে ।। এই সময় সর্বত্রই বাজার ছেয়ে যায় কমলালেবুতে। শীতের এই কটা মাস চুটিয়ে লেবু খাওয়ার সময়। প্রতি দিন ডায়েটের তালিকায় একটা করে লেবু তো অবশ্যই রাখবেন। এই কমলালেবু শুধু সুস্বাদু নয়,, অনেক উপকারীতাও বটে।। এর জন্য কমলালেবুকে ত্বকের যত্নের জন্য ব্যবহার করুন। ফল পাবেন।।
কমলার খোসার ফেসপ্যাক
কমলালেবুতে কী গুণ আছে?
কমলালেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস পাওয়া যায়। আর এই অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ত্বক ভালো রাখতে ,সাহায্য করে। ত্বকের দাগ ছোপ দূর করে। এছাড়াও কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই মুখের প্রাকৃতিক জেল্লা ফেরাতে খুব বেশি সময় লাগে না। অ্যাকনে কমাতে সাহায্য করে। মুখের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে।
আরও পড়ুন,
vitamin E capsules: হারিয়ে যাওয়া চুল ফেরাবে ভিটামিন ই ক্যাপসুল
১) শীত আসা মানেই ত্বকে টান টান ভাব ও ত্বকের শুষ্কতা,, তখন সবসময় ময়েশ্চারাইজার ব্যবহার করার পরও যায় না ত্বকের শুষ্কতা। এতে ব্যাবহার করুন কমলালেবুর খোসা,, • কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা আপনার মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণ মুক্ত করে তোলে। কমলার খোসা ১ কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন। আপনার মুখের ট্যান তুলে ত্বক উজ্জ্বল করবে এই জল।।
কোমলার খোসা গুঁড়ো করার উপায়
২) এক টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো, কয়েক ফোঁটা লেবুর রস, মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা মুখে ভাল করে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এটি আপনার ত্বকের মৃত কোষ তুলে দিবে।।
৩) রোদে ঘুরে ঘুরে আপনার ত্বকে যদি সান ট্যান হয়ে থাকে সেটি দূর করতে কমলার খোসা, হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে ত্বকের পোড়া ভাব দূর হবে।
৪) কমলালেবু এবং দই আপনার প্রয়োজন একটি পাত্র। তাতে এক টেবিলচামচ কমলালেবুর খোসা গুঁড়ো নিন। ২ টেবিল চামচ টক দই নিন। এবার দুই উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনার ফেসপ্যাক তৈরি।এবার ওই ফেসপ্যাক আপনার মুখে, গালে, গলায় ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের জেল্লা বেড়ে গেছে।।
কমলালেবুর খোসা মুখে দিলে কি হয়?
৫) ডার্ক সার্কেল দূর করতে এর জন্য আপনার প্রয়োজন এক টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডার। এক টেবিল চামচ চন্দনের গুঁড়ো নিন। সাথে এক চামচ গোলাপ জল মেশাতে হবে। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেটি আপনার মুখে লাগিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে রাখার পরে ৮-১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। পর পর ২ সপ্তাহ ব্যাবহার করুণ নিজেই বুঝে যাবেন।।
আরও পড়ুন,
Pimple Removal Cream: ব্রণ ও ব্রণের দাগ দূর করার সেরা ৩ ক্রিম