Spread the love

Best moisturizer for oily skin homemade: আমরা মনে করি অয়েলি স্কিনে যেহেতু তেল নিঃসরণ হয় বেশি, তাই ময়েশ্চারাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। জানিয়ে দেই এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। ত্বক তৈলাক্ত হয় ত্বকের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত সেবাম নিঃসরণের ফলে। এই সেবাম তেল ত্বককে রক্ষা করে, স্কিনকে হেলদি রাখে। কিন্তু সুস্থ ত্বকের জন্য এর পাশাপাশি দরকার আর্দ্রতা বজায় রাখা।

(Best Moisturizer For Oily Skin At Home)

তৈলাক্ত ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজারের কাজ হচ্ছে ত্বকের ন্যাচারাল অয়েল ব্যালেন্স করা। স্কিন অয়েলি হলেও তা অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই অয়েলি স্কিনেও ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট!যেহেতু অয়েলি স্কিনে ওপেন পোরস একটু বেশি পরিমাণে ভিজিবল হয়, তাই এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে ।।

✓ দুধ এবং অলিভ অয়েল অল্প দুধ, ভিটামিন ই ক্যাপসুল দুটি,দু’টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে একটি পরিষ্কার পাত্রে খুব ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারে থাকা দুধ ত্বক কোমল করবে ও অলিভ অয়েল ত্বকের পিএইচের মাত্রা নিয়ন্ত্রণ করবে। তৈলাক্ত ত্বকের জন্য এই ময়েশ্চারাইজ়ার দারুণ উপকারী।

✓ ত্বকের জন্য আদর্শ কোকো বাটার। ২ টেবিল চামচ কোকো বাটারের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে গরম করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে আপনি এটি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।

✓ টি ট্রি অয়েল ত্বকের যত্নে টি ট্রি অয়েলের জুড়ি মেলা ভার। এই তেলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের সজীবতা বজায় রাখে। ব্রণর ঝুঁকি কমায়। এক চামচ টি ট্রি অয়েল, ও নারকেল তেল দিয়ে কোনও ফেস প্যাক বানিয়ে মাখতে পারেন। বেশি উপকার পাবেন।

✓ গোলাপ ফুলের পাপড়ি প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণ গোলাপজল ও গোলাপ ফুলের পাপড়ি নিয়ে বেশ কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিন। বানিয়ে রাখা মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে দু’টেবিল চামচ অ্যালো ভেরার জেল মিশিয়ে নিন। তার পর কাচের পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিতে পারেন। ১৫-২০ দিন পর্যন্ত এ ময়েশ্চারাইজ়ার ভাল থাকবে।

তৈলাক্ত ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা ময়েশ্চারাইজার

1। তেলতেলে ত্বকের মালকিনেরা অনেক সময়ই ময়শ্চারাইজার মাখা বন্ধ করে দেন এই ভয়ে যে তা তাঁদের ত্বক আরও তেলতেলে করে দেবে। কিন্তু এর চেয়ে বড় ভুল আর কিছুই নেই! বেছে নিন পন্ড’স সুপার লাইট জেল ময়শ্চারাইজার/ Pond’s Super Light Gel Moisturiser –এর মতো হালকা তেলহীন ফরমুলা, যা ত্বকে সহজেই শুষে যায়। হ্যালুরনিক অ্যাসিড আর ভিটামিন সি সমৃদ্ধ এই জেল আপনার ত্বকে একটা নরম দীপ্ত এনে দেয় আর এটা আমি সারা বছর ইউজ করি।। আমার ত্বকের যত্নে দারুন কাজ দেয়।।

Read More,

শীতের ফলের রাজা কমলালেবুর খোসাতে লুকিয়ে আছে ত্বকের সৌন্দর্য্য

oily skiner jonno Sera 3 Moisturiser

2। আপনার ত্বক যদি খুব সংবেদশীল হয় , যদি দানা দানা র‍্যাশ বেরোয় তা হলে আপনার সম্ভবত স্পর্শকাতর এ ধরনের ত্বকের জন্য সঠিক ময়শ্চারাইজার Simple Kind To Skin Protecting Light Moisturiser SPF 15 । নিষ্ঠুরতাহীন এবং ভেগান এই ময়শ্চারাইজারে রয়েছে গ্লিসারিন, ভিটামিন ই, প্রো-ভিটামিন বি5 এবং অ্যালান্টয়েনের মতো একগুচ্ছ ত্বকবান্ধব উপাদানের সংমিশ্রণ, যা গভীর থেকে আপনার সেনসিটিভ ত্বকে পুষ্টি পৌঁছে দেয় ও তা আর্দ্র রাখে। ও ত্বককে রোদের ক্ষতিকর ইউভি রশ্মির হাত থেকেও রক্ষা করে।

Read More,

Glowing Skin Tips In Hindi: चमकती त्वचा पाने के लिए करें ये 5 काम

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *