Spread the love

How To Use Castor Oil For Hair Growth – চুলে ক্যাস্টর অয়েলের ব্যবহারের নিয়ম


আমাদের চুলের যত্নে ক্যাস্টর অয়েল একদম মুখ্য ভূমিকা পালন করে থাকে, অনেকের চুলের হাজারো সমস্যা থাকে সেগুলি দূর করতে ক্যাস্টর অয়েল দারুন কাজে আসে। ক্যাস্টর অয়েল সপ্তাহে একবার ব্যবহার করা যেতে পারে, 20 মিনিটের জন্য ছেড়ে দিন, তারপর এটি ধুয়ে ফেলতে শ্যাম্পু ব্যবহার করুন…


IMG_20230708_115533-1688797542460 How To Use Castor Oil For Hair Growth - চুলে ক্যাস্টর অয়েলের ব্যবহারের নিয়ম

How to apply castor oil on hair

আপনি বিভিন্ন উপায়ে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এটি সরাসরি ত্বকে প্রয়োগ করুন, এটি একটি ক্যাস্টর অয়েল প্যাকের মাধ্যমে ব্যবহার করুন, বা একটি সাময়িক প্রতিকার হিসাবে এটি ব্যবহার করতে অন্যান্য তেলের সাথে মিশ্রিত করুন।


ক্যাস্টর অয়েল কতদিন ব্যবহার করা যায়


যদিও গড় মানুষের চুলের ফলিকল মাসে এক সেন্টিমিটারের বেশি বৃদ্ধি পায়, কেউ কেউ কাল্পনিকভাবে দাবি করেন যে মাসে একবার ক্যাস্টর অয়েল ব্যবহার করলে স্বাভাবিক হারের চেয়ে তিন থেকে পাঁচ গুণ বৃদ্ধি পেতে পারে।


Is castor Oil good for Hair – ক্যাস্টর অয়েল চুলে দিলে কি হয়?


(১) ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে ভালো মতো ম্যাসাজ করলে এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। ফলে তা নতুন চুল গজাতে সাহায্য করে। (২) ক্যাস্টর অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য উপকারী। চুলের যত্ন নেওয়ার জন্যে বেশ কিছু নিয়ম মেনে আপনাদের প্রত্যেককেই চলতে হয়। নিয়মিত তেল মালিশ করার পাশাপাশি স্ক্যাল্প পরিষ্কার এবং চুলের ডিপ কন্ডিশনিংয়ের দিকেও নজর দিতে হবে।


Castor oil for hair growth before and after


চুলের যত্নে ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে মালিশ করলে কি চুলের বৃদ্ধি তাড়াতাড়ি হয়।। তবে ক্যাস্টর অয়েলে এমন কিছু উপাদান রয়েছে. যেগুলি চুলের জন্যে বেশ উপকারী। স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখে। খুশকির প্রকোপও কমে। চুলের বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে ।।


ক্যাস্টর অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে। গবেষণাতেও উঠে এসেছে এমন তথ্য। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান আপনার স্ক্যাল্পের নানা সমস্যা মেটাবে।


Can you put castor oil in your hair everyday


এছাড়াও ক্যাস্টর অয়েলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানের হদিশও মেলে। এটি আপনার স্ক্যাল্পের প্রদাহ নিয়ন্ত্রণে রাখে। স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় থাকলে স্বাভাবিক ভাবেই চুলের বৃদ্ধি হয় দেখার মতো। অকারণে অতিরিক্ত চুলও ঝরে না।


IMG_20230708_115501-1688797542755 How To Use Castor Oil For Hair Growth - চুলে ক্যাস্টর অয়েলের ব্যবহারের নিয়ম

অরিজিনাল ক্যাস্টর অয়েল চেনার উপায়

ক্যাস্টর অয়েল নিয়মিত স্ক্যাল্পে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে। স্বাভাবিক ভাবেই টক্সিন বেরিয়ে যায়। হেয়ার ফলিকলে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটে। তাই চুলের স্বাস্থ্য ফিরতেও সময় লাগবে না।


ক্যাস্টর অয়েল আপনার চুলকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া এবং ডগা-চেরা চুলের সমস্যাও কমায়।


পরিমাণ মতো নারকেল তেল গরম করে নিন। তার সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মেশান। এই তেল আপনার স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট মালিশ করুন। ৩০ মিনিট পরে চুল ধুয়ে নিন।


সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মেশান। ১০ সেকেন্ডের মতো গরম করুন মিশ্রণটি, তারপর ভালো করে ম্যাসাজ করুন চুলে। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। চুল বাড়বে দ্রুত।


আধা কাপ অ্যালোভেরা জেল, ২ চা চামচ ক্যাস্টর অয়েল ২ চা চামচ মেথি গুঁড়ো একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান এটি। ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর কম ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।


Read More,

Which vitamin deficiency causes hair loss



Tags – Castor Oil , Hair Oil, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *