Spread the love

ত্বকের যত্নে টি-ট্রি অয়েল দারুন কাজে আসে। নানা ধরনের এসেনশিয়াল অয়েল ত্বকের এবং চুলের যত্নে এখন ব্যবহার হয়ে আসছে। আর আপনারা জানেন কী এই টি ট্রি অয়েল ত্বকের নানা সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে।

টি ট্রি অয়েল মুখে ব্যবহারের নিয়ম

টি ট্রি অয়েল কী?

এক ধরনের এসেনশিয়াল অয়েল।চুলের যত্নে টি-ট্রি অয়েল ব্যবহার করতে পারেন।ত্বকের নানা সমস্যা মেটাতেও সাহায্য করে।অস্ট্রেলিয়ার বিশেষ স্থানে এই টি-ট্রি পাওয়া যায়।সেই গাছের পাতা থেকে এই অয়েল তৈরি করা হয়।টি ট্রি অয়েল কেন ত্বকের জন্য উপকারী!!

✓ টি-ট্রি অয়েলে এমন কিছু গুণ ও উপাদান, যা ত্বকের নানা সমস্যা সমাধান করতে পারে। অ্যাকনে সারিয়ে তুলতে পারে। এছাড়াও মুখের দাগ-ছোপ মলিন করে।

আরোও পড়ুন,

গরমে তেলতেলে ত্বক দূর করতে মুসুর ডাল বেটে করুণ রূপচর্চা

✓ এই তেলে আছে অ্যান্টি-মাইক্রোবায়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা ত্বকের জন্য খুব ভালো।

✓ ত্বকের প্রদাহ সারিয়ে তুলতে সাহায্য করে। লাল ভাব ও চুলকানি কমায়।

✓ এই এসেনশিয়াল অয়েল খুব ভালো প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

টি ট্রি অয়েল দিয়ে রূপচর্চা

✓ সব সময়ই আপনার মুখে ময়শ্চারাইজার ব্যবহারের প্রয়োজন আছে। কারণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই উপাদান লাগাতেই হবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মুখে লাগিয়ে নিন কয়েক ফোঁটা টি ট্রি অয়েল। দারুণ কাজে আসবে।

✓ গরমে এই সময়ে তৈলাক্ত ত্বকের সমস্যা বাড়তে থাকে, সেটাই স্বাভাবিক। তবে এই সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে টি ট্রি অয়েল। এই এসেনশিয়াল অয়েল অ্যান্টি ব্যাকটেরিয়াল। ব্রণর মতো সমস্যা সারিয়ে তুলবেই। কটন প্যাড নিন। তাতে পরিমাণ মতো গোলাপ জল নিন। মিশিয়ে নিন টি ট্রি অয়েল। সেটি মুখে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ব্রণ থেকে চিরতরে মুক্তি , ব্যবহার করুন টি ট্রি অয়েল

✓ সকালে প্রথমে মুখ ভাল করে ধুয়ে নিন। এরপর মুখে টোনার লাগিয়ে নিন। এরপর তুলোর বলে ২ ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এতেই কাজ হবে। এছাড়াও আপনি ফেসপ্যাকে টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। দেখবেন ভিতর থেকে ত্বক গ্লো করছে।

✓ ক্ষতস্থান শুকোনো- যেকোনও কাটাছাঁড়া এবং ক্ষতস্থান সহজে শুকিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন টি-ট্রি অয়েল।

✓ গরমে অনেক সময় র‍্যাশ, অ্যালার্জি- যেকোনও স্কিন অ্যালার্জির ফলে র‍্যাশ দেখা দিতে পারে। এর ফলে ত্বকের উপর অনেকেরই লালচে দাগ হয়ে যায়। এর থেকে ছুটকারা পেতে ব্যবহার করুন টি-ট্রি অয়েল।

আরোও পড়ুন,

Tanning Dead Skin Remover: জেনে নিন ট্যান তোলার সেরা ৩ ঘরোয়া প্যাক

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *