Spread the love

Best Hair Colour For Women – সামনেই পূজো ভাবছেন চুলে কি রঙ করবেন? চুলের জন্য কোন রং ভালো !! দেখে নিন একবার


Hair Colour : প্রতি বছর পুজো মানেই নতুন লুক, নতুন চমক নিয়ে হাজির হতে ইচ্ছা করে সকলের। পুজোয় কেমন হেয়ার কাট হবে কেমন হেয়ার কালার হবে তা নিয়ে সারাক্ষন চিন্তায় থাকেন সকলে….!! আসলে পুজোতে সকলেই চান নিজেকে সাজিয়ে তুলতে। সেই সাজ ঘিরে থাকে অনেক স্বপ্ন।


photogrid.collagemaker.photocollage.squarefit_2023101518550731-1697376418410 Best Hair Colour For Women - সামনেই পূজো ভাবছেন চুলে কি রঙ করবেন? চুলের জন্য কোন রং ভালো !! দেখে নিন একবার

Best Hair Colour For Women In India

অষ্টমীর অঞ্জলিতে কী শাড়ি পরা হবে বা নবমীর সন্ধ্যেতে পার্টি এয়্যারে কেমন লুক আসবে তা নিয়ে নানা রকম ভাবনা থাকে। আপনারও কি চুলে রঙ করানোর পরিকল্পনা রয়েছে? তাই চুলে রঙ করতেই পারেন। তবে তা দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এবং কি রঙ করালে ভালো লাগবে সেটি নিয়েও আজ আলোচনা করবো…..


চুলের যত্নের জন্য মেনে চলুন সহজ টিপস


চুলে রঙ করা থাকলে ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহারে সতর্ক থাকুন। এই জাতীয় হিটিং টুল সহজে চুলের রঙ ফিকে করে দেয়।


অনেকেই প্রতিদিন বাড়ির বাইরে বেরিয়ে থাকেন। রাস্তাঘাটে ধুলোবালিতে চুলের যা হাল হয়, তার ফলে বাড়ি ফিরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।


চুলে যখন এমনি শ্যাম্পু ব্যবহার করবেন, তখন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।


পুজোর আগে চুলে কালার করতে চান? মেনে চলুন সহজ কটি টিপস


চুলে রঙ করা থাকলে তা অনেকদিন টিকিয়ে রাখতে চাইলে চুলে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এতে চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে, চুল হাইড্রেটেড রাখে।


IMG_20231015_185613-1697376417873 Best Hair Colour For Women - সামনেই পূজো ভাবছেন চুলে কি রঙ করবেন? চুলের জন্য কোন রং ভালো !! দেখে নিন একবার


এবার পুজোয় ট্রেন্ডি হল মাল্টি লেয়ার কাট। আর পিছনে ইউ করে কেটে নিতে পারেন।। ভায়োলেট রেড, ব্রাউনের বিভিন্ন শেড,-এসব বেশ চলছে হেয়ার কালারের ক্ষেত্রে। দেখতে লাগবে ভাল।


চুলের জন্য কোন রং ভালো

ভারতীয় ত্বকের স্বরের জন্য সেরা চুলের রং হল বাদামী, লাল এবং বারগান্ডির শেড। বছরের পর বছর ধরে এই কালারটি রাজত্ব করছে।। সকলকে বেশ মানিয়ে যায়।।


পুজোয় চুল কালার করানোর ইচ্ছে দেখে নিন কোন রঙটি সবচেয়ে বেস্ট


পুজোর সাত দিন আগে স্পা করান। বাড়িতেও হেয়ার স্পা করতে পারেন। নারকেল তেল গরম করে ভাল করে মাথায় ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন এতেও চুল মসৃণ হবে। এছাড়া চুলে নারকেল তেল লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর পাকা কলা, মধু ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে কম করে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। চুল বাড়িতেই ঝলমলে হবে।


নিয়মিত রাতে চুলের গোড়ায় তেল ম্যাসাজ করুন। সকালে শ্যাম্পু করে বাইরে বেড়োন। এছাড়াও ডিম ও দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন এভাবে চুলের যত্ন নিন। চুল সতেজ হবে।


Read More,

Which hair colour suits Indian skin – দেখে নিন ভারতীয় ত্বকের চুলে কোন রঙ ভালো লাগে



Tags – Hair Colour, Hair Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *