Spread the love

রোজের জীবনযাত্রায় অ্যালোভেরা জেলকে আপনি কাজে লাগাতে পারলে ত্বক ও শরীরের কোনোটাতে সমস্যা হবে না।। স্কিন কেয়ারে বিভিন্ন উপায়ে আপনি অ্যালোভেরা জেলকে ব্যবহার করতে পারেন। সেগুলো কী-কী চলুন জেনে নেওয়া যাক। রূপচর্চার জগতে অ্যালোভেরার গুরুত্ব অনেক। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যান্টি-অ্যাকনি ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। কীভাবে ব্যবহার করবেন দেখে নিন —-

এলোভেরা দিয়ে ফর্সা হওয়ার উপায়

১) ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে অ্যালোভেরা। অ্যালোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

২) রোদে পোড়াভাব দূর করতে আপনি অ্যালোভেরা জেলের সাহায্য নিতে পারেন। এটি ত্বকের জ্বালাভাব, লালচে ভাব কমিয়ে দেয়। পাশাপাশি ত্বকে এনে দেয় শীতলতা।

৩) অনেকের র‍্যাশ, ফুসকুড়ি হয়। একইভাবে, ওয়াক্সিং করার পরও আপনি অ্যালোভেরা জেল মাখতে পারেন।

এলোভেরা দিয়ে রূপচর্চা

৪) অ্যালোভেরা ফেস প্যাক অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে তৈরি করতে পারেন একটি ফেস প্যাক। এই ফেস প্যাক আপনার ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের নানা সমস্যা সমাধান করতে সাহায্য করে।

৫) এখন যা রোদের তাপ, তাতে ত্বকে সানবার্ন হওয়ার চান্স বেশি….আপনার ত্বকে যদি সানবার্ন হয়ে যায়, তবে সেই নির্দিষ্ট স্থানে নিয়মিত অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন। ত্বকে অ্যালোভেরা জেল লাগালে সেখানে একটি সুরক্ষিত স্তর তৈরি করে।

৬) আপনার ত্বকে কি দিনের পর দিন প্রকট হচ্ছে বলিরেখা? তাহলে এবার অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখুন। ত্বকের বয়স রুখে দিতে ও ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরার অনেক গুণ আছে। কারন এই এলোভেরা ত্বকের গভীরে পুষ্টি জোগান দেয়। ত্বক পর্যাপ্ত পুষ্টি পেলে ভালো থাকে।

আরোও পড়ুন,

How To Regrow Hair : ১ সপ্তাহেই নতুন করে চুল গজাবে এই উপায়ে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *