Spread the love

How To Apply Curd On Hair – চুলের যত্নে টক দই


সুস্থ, ঝলমলে চুল পাওয়ার ইচ্ছেটা সব মেয়েদের স্বপ্ন,, কারণ এখন চুলে হয় হাজার সমস্যা,খুসকি, চুল ওঠা, চুলের রুক্ষতা ইত্যাদি ,, প্রতিনিয়ত আপনার চুল রোদ, দূষণ এবং নানারকম ক্ষতিকর কেমিক্যালের প্রভাবে হারিয়ে ফেলে নিজের জেল্লা। চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায় এবং নানা সমস্যা দেখা দেয়। চুলের নানা সমস্যায় কম বেশি আমরা সবাই জর্জরিত। কিনতু কখনও চুলের যত্নে টক দই ব্যবহার করেছেন – কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন…


IMG_20230624_195257-1687616623693 How To Apply Curd On Hair - চুলের যত্নে টক দই

How To Apply Curd On Hair For Dandruff

Curd Hair Masks: চুলের জেল্লা ফেরাতে শরীরে নির্দিষ্ট কিছু প্রোটিন ও ভিটামিনের প্রয়োজন ,, কারণ তার ঘাটতি হলে কিন্তু চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।অপুষ্টি, প্রোটিনের অভাব চুলের গোড়াকে দুর্বল করে দিতে পারে। তাই চুলের জেল্লা ফেরাতে ব্যবহার করবেন টক দই? কী কী উপকার পাবেন, জেনে নিন…

চুলের যত্নে টক দই ও মেথি

টক দই কী ভাবে চুলের উপকার করে?

চুল ভালো রাখতে এবং স্ক্যাল্পে খুশকির সমস্যা কমানোর জন্যে টক দই বেশ উপকারী ভূমিকা পালন করে।


চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে, সহজেই চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় না।


টক দই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে। যা চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।


স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য ঠিক রাখে। তাই স্ক্যাল্পে সংক্রমণ হওয়ার আশঙ্কাও অনেকটা কমে যায়।


How To Apply Curd On Hair For Hair growth


টক দই কী ভাবে স্ক্যাল্পে ব্যবহার করবেন?

টক দইয়ের মতো ডিমও কিন্তু চুলের জন্য উপকারী উপাদান। তাই একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। ভালো করে মেশাতে হবে। ডিমের সাদা অংশ নিবেন যএবার ডিমের মধ্য়ে টক দই মিশিয়ে দিতে হবে। একটি ঘন মিশ্রণ তৈরি হবে।চুল কয়েক ভাগে ভাগ করে নিন। এই মিশ্রণ ভালো করে স্ক্যাল্পে এবং চুলে লাগিয়ে নিন।

তারপর ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। ঠান্ডা জলে চুল ধোবেন। সপ্তাহে দুদিন এই হেয়ারমাস্ক ব্যবহার করতে পারেন।

চুলের যত্নে ডিম ও টক দই


IMG_20230624_195215-1687616623933 How To Apply Curd On Hair - চুলের যত্নে টক দই

How To Apply Curd On Hair For Silky Hair

খুসকি কমায়

চুলের খুসকি কমাতে পারে টক দই,, প্রোটিন আর ভিটামিন বি5-এ ভরপুর দই আপনার স্ক্যাল্পে আর্দ্রতা জোগানোর পাশাপাশি খুসকির সমস্যাও দূর করে। দইয়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াধর্মী গুণ মাথার তালুর চুলকুনি আর জ্বালাভাব কমায়।

চুলের উজ্জ্বলতা বাড়ায়

প্রতিদিন আপনার চুলের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায়। এর জন্য আপনার চুল একটা সময়ের পর শুষ্ক, বিবর্ণ ও নিষ্প্রাণ দেখাতে পারে।

এ সব সমস্যা কাটিয়ে চুলের জেল্লা বাড়াতে চাইলে আপনার হাতিয়ার দই। দইয়ের মধ্যে চুল পরিষ্কার করা আর আর্দ্রতা বাড়ানোর গুণ রয়েছে, ফলে নিয়মিত দই মাখলে ঝলমলে চুল পেতে পারেন আপনি।


চুলের যত্নে টক দই এর উপকারিতা

টক দই+কারিপাতার হেয়ার মাস্ক:

আধ কাপ টক দই নিন। তারপর একমুঠো কারিপাতা থেঁতো করে বা শুকিয়ে গুঁড়ো করে দইয়ে মিশিয়ে দিন। এবার এই মাস্কটি পুরো চুলে সমানভাবে লাগিয়ে নিন, চুলের ডগার দিকটা খুব ভালো করে মাখাবেন। ৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


Read More,

Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *