Spread the love

মহালয়া কি এবং কেন পালন করা হয়?? জেনে নিন!!


মহালয়ার গুরুত্ব কি?

মহালয়া বলতে পৃথিবীতে দেবী দুর্গার আগমনকে বোঝায়। দেবী দুর্গাকে পরম শক্তির দেবী বলে মনে করা হয়। মহিষাসুর, অসুর রাজা, তাকে কোন দেবতা বা মানুষের বিরুদ্ধে অপরাজেয়তা প্রদানের বর পেয়েছিলেন। দুর্গা পূজা বাঙালিদের কাছে বড় উৎসব। মহালয়ার দিন থেকেই পূজার ভাব চলে আসে বাঙালিদের মনে। হিন্দুশাস্ত্র মতে কথিত রয়েছে যে, মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম। মহালয়া একটি শুভ দিন।।


IMG_20231013_210129 মহালয়া কি এবং কেন পালন করা হয়?? জেনে নিন!!

মহালয়া কি শুভ না অশুভ

হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ (সংস্কৃত: पितृ पक्ष) পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। আমাদের কাছে যা সাধারণত “মহালয়া” নামে পরিচিত। এই পক্ষ পিতৃপক্ষ, ষোলা শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত।।


জেনে নিন মহালয়ার মাহাত্ম্য


মহালয়া কি ? এবং কেন হয় ?


মহালয়া: পিতৃপক্ষের শেষক্ষণ ও দেবীপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া বলা হয় ….প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ-সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হয়েছিলেন… বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হয়েছিল। ভিত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তাঁর নয়নাশ্রিতা যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন। সৃষ্টি হয়ে দেবী শ্রীবিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটভের সাথে মহাযুদ্ধে রত হয়ে ছিলেন….


আরোও পড়ুন,

Mahalaya Caption In Bengali || Short Mahalaya Captions : মহালয়ার শুভেচ্ছা বার্তা,শুভ মহালয়া ছবি


মহালয়া ইতিহাস


ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই ১৫ দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসনে। তাই এই সময় তাঁদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌছায় …. মহালয়া পিতৃপক্ষের শেষ দিন। পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়। সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত ১৫ দিনই হল দেবীপক্ষ।


পিতৃপক্ষ বলতে কি বুঝায়


মহালয়া শব্দের অর্থ

মহালয়া ‘ শব্দটির অর্থ- মহান যে আলয় বা আশ্রয় ।

মহালয়’ শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয় । কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলােকময় দেবীপক্ষের শুভারম্ভ হয় । এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয় ।


মহালয়ার তাৎপর্য


পিতামহ ভীষ্মের কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ ত্যাগ থেকে কর্ণের মৃত্যু ও ফের পৃথিবীতে এসে পিতৃপুরুষকে অন্ন-জলের নিবেদনের কাহিনিতে এর অর্থ আলাদা। ব্যাসদেবের লিখনিতে ‘মহালয়’ বলতে ‘পিতৃলোক’কে বোঝানো হয়েছে। যেখানে বিদেহী পিতৃপুরুষের অবস্থান। সেক্ষেত্রে পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানই হল মহালয়া।


আরোও পড়ুন,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *