Spread the love

মহালয়া দিন কোন কাজ করতে নেই, দেখে নিন একবার! 2023 অমাবস্যা 14 অক্টোবর সময়, দিনক্ষণ, গুরুত্ব, তিথি

Mahalaya 2023 Date & Muhurat : বছর ঘুরে আবার চলে এলো মহালয়া । বাঙালির শ্রেষ্ঠ উৎসব Durga Puja র আগে মহালয়া যেন আমাদের সবাইকে জানিয়ে দেয়, যে পূজো একদম দোরগোড়ায় চলে এসেছে ।মহালয়ার রাত মানেই রাতভর জেগে পিকনিক আর ভোরবেলা রেডিওতে Chandi Path শোনা,,মহালয়া 2023 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে কবে ও কখন পড়েছে একবার দেখে নিন…জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও মহালয়ার তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু নিজেদের মঙ্গলরের জন্যে…!!

মহালয়া 2023 (Mahalaya 2023): সনাতন ধর্মাবলম্বীদের জন্য দেবীর আগমনী বার্তা মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায়।


IMG_20231012_153708-1697105269260 মহালয়া দিন কোন কাজ করতে নেই, দেখে নিন একবার! 2023 অমাবস্যা 14 অক্টোবর সময়, দিনক্ষণ, গুরুত্ব, তিথি

১৪ অক্টোবর মহালয়া, জেনে নিন তিথি ক’টায় শুরু এবং কখন শেষ

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে-


ইং ১৪/ ১০/ ২০২৩, বাংলা ২৭ আশ্বিন, শনিবার, সময় রাত্রি ১১টা ২৫ মিনিটে অমাবস্যা শেষ। অমাবস্যা ব্রতপবাস, মহালয়া পার্বণ শ্রাদ্ধম। পিতৃপক্ষীয় শ্রাদ্ধ ও তর্পণ সমাপন।


শনিবার

অমাবস্যা মুহূর্ত শুরু

১৩ অক্টোবর ২০২৩ রাত্রি ১০ঃ০০ টায়

অমাবস্যা মুহূর্ত শেষ

১৪ অক্টোবর ২০২৩ রাত্রি ১১ঃ২০ টায়


IMG_20231012_153540-1697105269567 মহালয়া দিন কোন কাজ করতে নেই, দেখে নিন একবার! 2023 অমাবস্যা 14 অক্টোবর সময়, দিনক্ষণ, গুরুত্ব, তিথি

এই সপ্তাহে মহালয়া, জানুন সেদিন অমাবস্যা তিথি কত ক্ষণ থাকবে

দুর্গা পুজো ২০২৩-র ক্যালেন্ডার (Durga Puja 2023 Calendar)


মহাষষ্ঠী – ২০ অক্টোবর, শুক্রবার


মহাসপ্তমী – ২১ অক্টোবর, শনিবার


মহাষ্টমী – ২২ অক্টোবর, রবিবার


মহানবমী – ২৩ অক্টোবর, সোমবার


মহাদশমী – ২৪ অক্টোবর, মঙ্গলবার

মহালয়ার ইতিহাস 2023:

মহালয়ার (Mahalaya) নিয়ে বিভিন্ন ধরনের গল্প কাহিনী শোনা যায়। যেমন ধরুন- মহাভারতের বলা আছে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এর মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয় সাথে। ইন্দ্রের নির্দেশে ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে কর্ণ ১৬ দিনের জন্য মর্ত্যে গিয়ে পিতৃলোক এর উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন। তারপর আশ্বিনের অমাবস্যা তিথিতে শেষবারের মতো জল প্রদান করে তিনি স্বর্গে ফিরে যান। আর এই দিনটিকে হিন্দু মতে পিতৃপক্ষ (Pratipaksha) বলা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতৃপক্ষের শেষ দিন হল মহালায়া (Mahalaya)।


Mahalaya Amavasya 2023: Date, Time, Rituals And Significance


মহালয়া কেন পালন করা হয় ?

ভগবান শ্রীরাম চন্দ্র অকালে দেবীকে অর্থাৎ মা দূর্গার আরাধনা করেছিলেন। লঙ্কা জয় করে মাতা সীতাকে উদ্ধারের জন্য দূর্গা পূজা করে ছিলেন। আর তখন সেই সময়টা ছিলো বসন্ত! তাই সেটাকে বাসন্তি পূজা বলা হয়। শ্রীরাম চন্দ্র অকালে-অসময়ে সেই পূজা করেছিলেন বলে, এই শরৎ এর পূজাকে এক অর্থে দেবীর অকাল-বোধন বলা হয় থাকে।


মহালয়া পক্ষ কত দিন


শনি অমাবস্যায় এই কাজগুলি অবশ্যই করুন


১৪ অক্টোবর শনিশ্চরী অমাবস্যায় কোনও শনি মন্দিরে যান। সেখানে কালো তিল ও সর্ষের তেল দিয়ে শনি দেবতার পুজো করুন।


আরোও পড়ুন,

2023 Durga Puja Bengali Quotes, Wishes, Messages, Captions, Greetings – ( পূজা নিয়ে ক্যাপশন, দূর্গা পূজার ক্যাপশন Facebook)



আগামী শনিবার শনিশ্চরী অমাবস্যায় কোনও অশ্বত্থ গাছের নীচে বসে প্রয়াত পূর্বপুরুষদের নাম ধ্যান করুন। সেখানে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে নিন।

Amavasya in october 2023 date and time

শনি অমাবস্যায় ভোরে ঘুম থেকে উঠুন। তারপর কোনও নদী বা জলাশয়ে স্নান করে নিন। নদীতে স্নান করা সম্ভব না হলে বালতিতে জল ভরে সেই জলে একটু গঙ্গাজল মিশিয়ে নিন।

মহালয়ার অমাবস্যায় কি করতে হয়

এই দিনে, লোকেরা পিতৃ তর্পণ এবং পিন্ড দান করে তাদের পূর্বপুরুষদের জন্য প্রার্থনা এবং মুক্তির জন্য । এটা বিশ্বাস করা হয় যে এই আচারগুলি পালন করা পূর্বপুরুষদের শান্তি এবং আশীর্বাদ পেতে সাহায্য করে…..


আরোও পড়ুন,

Happy Mahalaya 2023 : Images Download For Whatsapp , Picture, , Photos



Tags – Mahalaya Date, Time

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *