Spread the love

এতো কাজের চাপে ত্বকের তো যত্ন নাওয়া খুব একটা হয়না….. তাই চেষ্টা করবেন সপ্তাহে অন্তত তিন চার দিন ত্বকের যত্ন নাওয়ার। (Skin Care Routine) যা গরম পড়েছে ঘরের বাইরে সূর্যের অতিরিক্ত তাপে (sun exposure) ত্বকের অবস্থা বেহাল দশা হয়ে যায়… দীর্ঘকাল ধরে ত্বকের পরিচর্চা (Skin care) না করলে সূর্যের তাপের সংস্পর্শে এসে ত্বকের রঙ পরিবর্তন হতে দেখা যায়। এর থেকে সৃষ্টি হয় ত্বকের উপর কালো ছোপও (Skin Pigmentation) যাকে বলা হয় পিগমেন্টেশন।

IMG_20240501_220209-edited Hyperpigmentation On Face: মুখের পিগমেন্টেশন কমানোর ৫ উপায়

কিভাবে মুখ থেকে পিগমেন্টেশন স্থায়ীভাবে দূর করবেন

পিগমেন্টশনে ঠিক কী কারণে দেখা যায় সেটি জানেন কি??

অনেক সময়েই ত্বকের রং বদলাতে শুরু করে। এই বদল শরীরের যে কোনো অংশে দেখা যায়… কালো ছিটছিট দাগের মতো দেখা যায় ত্বকে। ত্বকের রং বদলে যাওয়ার পোশাকি নামই হল পিগমেন্টেশন। স্কিন টোন যখন গাঢ় হতে শুরু করে, তাকে বলে হাইপার-পিগমেন্টেশন।

কীভাবে ঘরে বসে স্থায়ীভাবে মুখ থেকে পিগমেন্টেশন দূর করবেন

কেন হয়? পিগমেন্টেশন সাধারণত সূর্যালোকেরই ফল, শরীরের যে অংশ খোলা থাকে (যেমন মুখ, গলা, হাত, কাঁধ, ঘাড় ইত্যাদি), সেখানেই হতে পারে পিগমেন্টেশন। অনেকক্ষণ সূর্যের প্রখর রোদে থেকে গোটা শরীরে কালচে ভাব দেখা দিলে, তাকে সানবার্ন বা সানট্যান বলে। জানেন কি ফরসা, শ্যামলা কিংবা চাপা… ত্বকের রং কেমন হবে, তা নির্ভর করে মেলানিন নামে ত্বকের এক ধরনের পিগমেন্টের উপরে। বিশেষ কিছু কোষ এই মেলানিন তৈরি করে।

কীভাবে দূর করবেন দেখুন —-

1। আলুতে রয়েছে অ্যান্টি-পিগমেন্টেশন এই দাগ দূর করতে আপনি আলু অর্ধেক করে কেটে টুকরো করা অংশ জলের মধ্যে ডুবিয়ে রাখুন। আপনি চাইলে ফ্রিজ এর মধ্যে রেখে দিতে পারেন। এরপর প্রায় ১০ মিনিটের জন্য ত্বকের উপর বৃত্তাকার ভাবে আলুর টুকরোটি আলতো করে ঘষুন। তারপর হালকা গরম জল দিয়ে মুখে ধুয়ে ফেলুন।

হাইপার পিগমেন্টেশন কি

2। ব্ল্যাক টি ত্বকের জন্য দারুন কাজ করে। চায়ের জলে একটি তুলোর বল ভিজিয়ে রাখুন এবং দিনে অন্তত দুবার পিগমেন্টযুক্ত ত্বকে লাগান। কিংবা রোলারের সাহায্যে ম্যাসাজ করুন।

3। নারকেল তেল: ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এবং ত্বককে কোমল রাখতে সাহায্য করে। কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মুখের ত্বকে ভালভাবে মাসাজ করুন। এরফলে ত্বকের স্তরের গভীরে প্রভাব ফেলে।

4। অ্যালোভেরা আগা গোড়া ত্বকের নানা সমস্যা দূর করতে বিকল্পহীন। স্নানের আগে গাছের পাতা কেটে সরাসরি বার করে আনা জেল) পিগমেন্টেশনের উপরে লাগিয়ে রাখতে হবে। পরদিন তা ধুয়ে ফেলতে হবে ঈষদুষ্ণ জলে।

আরোও পড়ুন,

Beauty Skin Tips: সৌন্দর্য ধরে রাখতে ৫ টিপস্ মেনে চলুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *