Spread the love


দুর্গাপূজা ফ্যাশন টিপস ২০২৩ – অষ্টমীর সকাল ও রাতে কি পড়বেন জেনে নিন –
Durga Puja Ashtami Fashion Tips

দুর্গাপূজা অষ্টমীর ফ্যাশন টিপস

আমরা প্রত্যেকেই সাজতে ভীষণ ভালোবাসি ।তবে যদি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা
হয় সেই উৎসবে আমরা অষ্টমী নবমী কিংবা দশমী কিভাবে সাজবো কী টাইপের শাড়ি পড়বো
বুঝে উঠতে পারিনা। এই বিষয়গুলি নিয়ে আমরা তিনটে দিন খুব কনফিউজ থাকি। কি
তাইতো ?তবে আপনাদের চিন্তা একটু দূর করতে আমি চলে এসেছি অষ্টমীর সকাল রাতের
টিপস নিয়ে। চলুন জেনে নেই অষ্টমীর সকালে কীভাবে সাজবেন এবং রাতে আপনারা কিভাবে
বেরোবেন।

অষ্টমীর সাজ

কেমন হবে অষ্টমীর সকালের সাজ:
অষ্টমী সকালে শুধু সুন্দর শাড়ি পড়লে কিন্তু চলে না তার সাথে ঠিকমত চুল বাধা
মেকআপ করা কানের দুল মালা সবকিছু একটা পুরো সম্পূর্ণ প্যাকেজ তৈরী করতে হয়
।যেন আমাদের সবকিছু একদম পারফেক্ট থাকে।
এখন আপনাদের মনে প্রশ্ন আসছে তবে কেমন পোশাক আর মেকাপ হওয়া উচিত তাইতো? তবে
দেরি না করে চলুন জেনে নেই।
IMG_20210923_234727_3271 দুর্গাপূজা ফ্যাশন টিপস ২০২৩ - অষ্টমীর সকাল ও রাতে কি পড়বেন জেনে নিন - Durga Puja Ashtami Fashion Tips


কেমন পোশাক হওয়া উচিত: আমরা বছরের প্রতিটা দিন লেট করে ঘুম থেকে
উঠলেও অষ্টমীর সকালটা খুব ভোরবেলা উঠে স্নান করে আমরা অঞ্জলি দেই ।এই দিন টিতে
পুজোর অন্যান্য দিনগুলোতে পশ্চিমি পোশাক পরার কথা যদি ভাবেনও, অষ্টমীতে কিন্তু
বেশিরভাগ বাঙালিই শাড়ি পরতে চান এবং লাল পাড় সাদা শাড়ি পরার চলই বেশি থাকে। তবে
যাঁরা শাড়িতে খুব বেশি স্বচ্ছন্দ নন, তাঁরা কুর্তা-চুড়িদার পরতে পারেন।খেয়াল
রাখবেন একটু হালকা রঙের পোশাক বাছতে। না, প্যাস্টেল শেডই যে পরতে হবে তা নয়,
তবে রঙ যেন এমন না হয় যাতে চোখে লাগে বা ক্যাটক্যাট করে। শত হোক, সকালবেলা তো।

অষ্টমীর ফ্যাশন গাইড


অষ্টমীর সকালে মেকআপ কেমন হবে: আমাদের মধ্যে অনেকজন ই আছে যারা পুজো তে
একদম বিয়ে বাড়ির মত মেকআপ করে বেরিয়ে যায় , কিন্তু এটা করবেন না অষ্টমীর
সকাল এর মেকাপ টা হবে একদম হাল্কা। উগ্র প্রকৃতির মেকআপ নয়
।অনেকেই ভাবেন একবারে সকালবেলায় বেরিয়ে যাব রাতে ফিরব ঠাকুর দেখে এরজন্য উগ্র
প্রকৃতির মেকআপ করে বেরিয়ে যায়, কিন্তু এটা ভুলেও করবেন না। অষ্টমী সকালবেলা
মানে হালকা মেকআপ দিয়ে সিম্পলি একটা শাড়ি পড়ে খোপায় একটা ফুল গুঁজে বেরিয়ে
পড়া।একটু সানস্ক্রিন লাগিয়ে নিন আর তার উপরে কম্প্যাক্ট লাগিয়ে নিন। একটু যদি
মেকআপ করতেই হয়, তা হলে হাল্কা ফাউন্ডেশন লাগাতে পারেন। তবে সামান্য পরিমাণে
নেবেন, যাতে দেখে মনে না হয় একটা আলগা আস্তরণ পড়েছে মুখে। পিচ ব্লাশ অন লাগাতে
পারেন চিকবোনের ধার ঘেঁষে আর ঠোঁটে লাগান পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে
লিপগ্লস। চাইলে অবশ্য ম্যাট ফিনিশ লিপস্টিকও লাগাতে পারেন। চোখে উইংড আইলাইনার
লাগাতে পারেন আবার ঘন করেও কাজলের রেখা টানতে পারেন।

অষ্টমীর রাতে কেমন পোশাক পরবেন:অষ্টমীর রাতে আপনি কেমন পোশাক পড়বেন
সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার, অর্থাৎ ভারতীয় সনাতনী পোশাক পরবেন
নাকি পশ্চিমি পোশাকেই বাজিমাৎ করবেন তা আপনি ঠিক করুন; কিন্তু যে পোশাকই বাছুন
না কেন, তা যেন হয় জমকালো এবং বেশ রঙিন! জমকালো পোশাক মানেই যে সিল্কের শাড়ি বা
কুর্তা পরতে হবে তা কিন্তু না, হ্যান্ডলুমের শাড়িও পরতে পারেন। তার সাথে লং
গাউন কিংবা শর্ট গাউন লং চুরিদার পড়তে পারেন। সঙ্গে অবশ্যই মানানসই গয়না যেন
থাকে।
Durga%2BPuja%2BAshtami%2BDress_4259 দুর্গাপূজা ফ্যাশন টিপস ২০২৩ - অষ্টমীর সকাল ও রাতে কি পড়বেন জেনে নিন - Durga Puja Ashtami Fashion Tips

রাতে কেমন ভাবে সাজবেন:অষ্টমীর সকালে মেকআপ কম থাকলেও রাতে কিন্তু একদম
নিয়ম মেনে মেকআপটা করতে হবে। প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে প্রয়োজন
হলে একটু কন্টোরিং করে নিন যাতে মুখের ফিচারগুলো ভালভাবে বোঝা যায়। প্রয়োজনে
মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে করুন এই কাজটি। ব্রাউন ঘেঁষা
ব্লাশ অন লাগান গালে এবং চিকবোন একটু হাইলাইট করুন হাইলাইটার দিয়ে। লিপস্টিক
পোশাকের রঙের সঙ্গে মানানসই করে পরুন। চোখে চাইলে স্মোকি অথবা কাট ক্রিজ, যেমন
ইচ্ছে মেকআপ করুন।
একটু চিন্তা দূর করতে পারলাম তো অষ্টমীর সকালে ও রাতে এভাবে সাজুন ও সবার চোখ
ধাঁধিয়ে ফেলুন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *