Spread the love

Amla Powder For Hair Growth – চুলে কাঁচা আমলকির ব্যবহার


চুলের যত্ন নেওয়ার জন্যে আমলকি ব্যবহার করতে পারেন।। চুল যদি বেশি শুষ্ক হয়ে যায় কিংবা চুল পড়ে বেশি তাহলে আপনাকে আজি আমলকি ব্যবহার করতে হবে,, এবং ফলাফল দেখুন দ্রুত।।


আপনি যদি আমলা তেল দিয়ে মাথার তালু এবং চুলের গোড়া ভালোভাবে মালিশ করেন, তা হলে চুলের ফলিকলগুলি মজবুত হবে আর চুল পড়া কমে যাবে। এতে রক্ত চলাচলের উন্নতি হবে, স্ক্যাল্পে প্রাণসঞ্চার হবে আর চুলের বাড়বৃদ্ধি ঘটবে। এটির অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ খুসকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করবে।


IMG_20230719_232140-1689789134096 Amla Powder For Hair Growth - চুলে কাঁচা আমলকির ব্যবহার

Amla powder for hair benefits

আমলকিতে ভিটামিন সি থাকে, যা কোলাজেন প্রোটিন উৎপাদন বাড়ায়। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। ঘন চুল পেতে খুব বেশি সময় লাগে না।আমলকি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। রুক্ষ ও শুষ্ক চুলের হাল ও স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এগুলো চুলের বৃদ্ধিতে সাহায্য করে।


আমলকি হেয়ার প্যাক


একটি পাত্রে ১ টেবিল চামচ আমলকির গুঁড়ো নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ টকদই মিশিয়ে দিন। এই দুই উপাদান মিশিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্ট আপনার স্ক্যাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধোবেন। এতে চুল ভালো থাকবে।


How to use amla powder for white hair


IMG_20230719_232203-1689789133879 Amla Powder For Hair Growth - চুলে কাঁচা আমলকির ব্যবহার

Amla powder benefits For Hair


আমলকি এবং অলিভ অয়েল

২ টেবিল চামচ আমলকির গুঁড়ো নিন। এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে দিন। এই দুই উপাদান মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। সেটি আপনার স্ক্যাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন। অলিভ অয়েল চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।


নতুন চুল গজাতে আমলকি

আমলকিতে কী কী উপকারী উপাদান আছে?

আমলকিতে ভিটামিন সি থাকে। যা চুলের জন্য খুবই ভালো। এছাড়াও এর মধ্য়ে আছে অ্যান্টি অক্সিড্যান্টস। তাই চুলের নানা সমস্যা সমাধান করে তার হাল ফেরাতে খুব বেশি সময় নেয় না। আমলা একটি ভেষজ উপাদান, যার পাকা চুল কালো করার যেমন আশ্চর্য গুণ আছে।। তেমনি উজ্জ্বল রাখতে সাহায্য করে।।


Read More,

How To Use Curry Leaves For Hair Growth – চুলের যত্নে কারি পাতার উপকারীতা


Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *