Spread the love

বয়স গিয়ে ৩০ -এ ঠেকলেই ফেস এ অ্যান্টি এজিং দেখা দেয়…. তাই এই সময় থেকেই আপনার অ্যান্টি-এজিং স্কিনকেয়ার শুরু করা উচিত। এ সময় প্রয়োজন বিশেষ যত্ন। বাজারে একাধিক অ্যান্টি-এজিং প্রোডাক্ট রয়েছে ,, যা ব্যবহার করে কোনো বেনিফিট হয়না…. তখন থেকেই ত্বকে বার্ধক্যের লক্ষণগুলো বোঝা যায়…. তাই ঘরে তৈরি কিছু অ্যান্টি-এজিং ফেসমাস্ক ব্যবহার করতেই পারেন আপনি। এই ধরনের উপাদান আপনার ত্বকের জন্যে উপকারী, পাশাপাশি সহজেই মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। দেখুন—–

IMG_20240523_212043 Anti Ageing Face pack: ঘরে তৈরি করুন অ্যান্টি এজিং ফেসপ্যাক

বয়সের ছোপ লুকোতে অ্যান্টি এজিং ফেসপ্যাক ব্যবহার করুন

1। হলুদের ও মধুর ফেসপ্যাক:;এই ফেসপ্যাক তৈরি করার জন্যে আপনার প্রয়োজন ১ টেবিল চামচ আসল হলুদ গুঁড়ো এবং ১ চামচ গোলাপ জল ও মধু। তিন উপকরণ ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল যা ত্বকের দাগছোপ কমাতে সাহায্য করে। ত্বকে কোনো স্ট্রেসের প্রভাব পড়তে দেয় না।

ঘরোয়া পদ্ধতিতে অ্যান্টি-এজিং স্কিনকেয়ার

2। কফির ফেসপ্যাক: এই ফেসপ্যাক তৈরি করার জন্যে আপনার প্রয়োজন ১ টেবিলচামচ কফি, ও ১ চামচ এলোভেরার জেল,, এবার একটি পাত্র নিন। সব উপকরণ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেই প্যাক আপনার মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ত্বক টানটান রাখার ফেসপ্যাক

3। ডিমের কুসুম, দই, মধু একটি বড় পাত্রে একটি ডিমের কুসুম, এক চামচ টক দই, এক টেব‌্ল চামচ মধু একসঙ্গে নিয়ে ভাল করে নাড়তে থাকুন। -পনেরো মিনিট অপেক্ষা করুন।শুকিয়ে গেলে ঠান্ডা জলে ভাল করে মুখ ধুয়ে নিন।

4।অ্যাভোকাডো ও মধু: এই প্যাক আপনার ত্বক নরম করবে। ও মৃত কোষ ঝরিয়ে ত্বককে টানটান রাখবে। এই প্যাক মুখে অ্যাপ্লাই করে ৫ মিনিট রাখুন শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। এটি ত্বকের আর্দ্রতা বাড়িয়ে জেল্লা ধরে রাখবে।

আরোও পড়ুন,

Summer Skin Care: গরমে ত্বকের জেল্লা ধরে রাখার উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *