Spread the love

Benefits Of Castor Oil On Hair: চুলের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা

IMG_20230430_215456-1682871922955 Benefits Of Castor Oil On Hair - চুলের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা

লম্বা ঘন চুল পেতে ব্যবহার করুন ক্যাস্টার অয়েল

আমাদের চুলের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা অনেক,, এই তেলে থাকা ব্যাক্টেরিয়া মাথার ত্বককে সুরক্ষিত রাখে। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকায় এর ঘনত্ব বেশি। এই গরমে অতিরিক্ত দূষণ ও নিয়মিত চুলের যত্ন না নেওয়ার কারণে চুল পড়ে যাওয়া, আগা ফাটা, চুলের বৃদ্ধি কমে যাওয়া এবং ঔজ্বল্য হারিয়ে যাচ্ছে। এসব সমস্যায় ব্যবহার করতে পারেন ক্যাস্টার অয়েল। ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ এই তেল চুলে পুষ্টি সরবরাহ ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া চুল পড়া কমায় ও গোড়া মজবুত করে।

ক্যাস্টর অয়েল ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানুন –

১/ চুলের বৃদ্ধিতে সহায়তা করে
নিয়মিত তেল মালিশ করলে চুলের বৃদ্ধি হয়, দ্রুত বাড়ে। পাশাপাশি শক্তিশালীও হয়। সপ্তাহে দুদিন ক্যাস্টর অয়েল ব্যাবহার করুণ লাভ নিজেই বুজতে পারবেন।।

চুলকে মজবুত ও সুন্দর করতে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল

২/ তাছাড়া গরম তেল মালিশ মানসিক চাপ কমাতেও সাহায্য করে। নারিকেল, জলপাই, তেলের সঙ্গে কয়েকফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুশকির সমস্যা থাকলে এতে কয়েক ফোঁটা টি ট্রি তেল মেশাতে পারেন।

৩/ চুলের বৃদ্ধিতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। এর মধ্যে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মাথার তালুতে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে।

IMG_20230430_215438-1682871923262 Benefits Of Castor Oil On Hair - চুলের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা

জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল

৪/ মাথার ত্বকের সংক্রমণ নিরাময় করতে
মাথার ত্বকের সংক্রমণের কারণে দেখা দেয় চুল পড়া, খুশকি ও চুলকানির সমস্যা। এতে থাকা ব্যাক্টেরিয়া ও প্রদাহরোধী উপাদান মাথার ত্বকের সমস্যা দূর করে।

৫/ চুল পাকতে শুরু করলে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। এটি চুলের রঙ ধরে রাখে।

৬/ রুক্ষ ও আগা ফাটা চুলের যত্নে এই তেল ব্যবহার করতে পারেন।

৭/ অনেক সময় চুল শুষ্ক হয়ে যায়,, এ ক্ষেত্রে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারিকেল তেল মিশিয়ে শুধু চুলে হালকা করে লাগিয়ে নিন।

IMG_20230430_215510-1682871922611 Benefits Of Castor Oil On Hair - চুলের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা
আরও পড়ুন,

Castor Oil for Hair Benefits

৮/ নতুন চুল গজাবে; ক্যাস্টর অয়েলে ব্যবহার করতে পারেন– ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারিকেল তেল, মিশিয়ে চুলের গোড়া ও স্ক্যাল্পে লাগান। হালকা গরম করে নিতে পারেন তেলের মিশ্রণটা। কম করে ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।

৯/ জটালোভাব দূর করে
ক্যাস্টর অয়েল চুলের রুক্ষতা ও আগা ফাটার সমস্যা দূর করে। এটা চুলের জটালোভাব কমায় ও চুল মসৃণ করতে সাহায্য করে।

১০/ মাথার ত্বকে এই তেল প্রবেশ করে চুলের গোড়া উজ্জ্বীবিত করে ,,এই তেলে আছে অলেইক ও লিনোলেইক অ্যাসিড যা দুষণ, মানসিক চাপ রোধ করতে সহায়তা করে,,,তাচ্ছাড়া এই তেল ব্যবহারে চুলের আগাফাটার সমস্যা অনেকটাই কমে আসে।



Tags – Benefits Of Castor Oil ,Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *