Spread the love

অয়েলি স্কিনের জন্য কোন ফেসিয়াল ভালো : আমাদের ত্বকের প্রয়োজন প্রতি মাসে ফেসিয়াল করা,, তবে প্রয়োজনে অনেকে ১৫ দিন পরপর করেন। ত্বকের ধরন বুঝে নিতে হবে প্রথমেই। তারপর ফেসিয়াল করতে হবে….কারণ, তৈলাক্ত ত্বকে যেটা মানিয়ে যাবে, শুষ্ক বা মিশ্র ত্বকের জন্য সেটার মাধ্যমে খুব একটা উপকার না পাওয়াটাই স্বাভাবিক। তাই ত্বকের ধরন বুঝে ফেসিয়ালের কথাই বলে থাকেন ত্বকবিশেষজ্ঞরা।ফেসিয়াল করার আগে ত্বককে আগে রেডি করুন এভাবে……

তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই ফ্রুট ফেসিয়াল মাস্ক

ভালভাবে ফেসিয়াল করার প্রথম ধাপ হল ভালভাবে মুখ পরিষ্কার করা। যাতে মুখে কোনওরকম তেল বা ধুলো-ময়লা না লেগে থাকে। এটি আপনার মুখ স্ক্রাব করে পরিষ্কার করে দেবে।

স্টিমিং বহু প্রাচীনকাল থেকে রূপচর্চার অন্যতম অঙ্গ হিসেবে চলে আসছে। স্টিম নিলে মুখ অনেক নরম হয়, আপনি যে মুখের ক্রিম মাখেন তারা অনেক ভালভাবে কাজ করতে পারে, মুখের সব ময়লা দূর হয়ে মুখ পরিষ্কার হয়ে যায়।

তৈলাক্ত ত্বকেএ ধরনের ত্বকের প্রধান সমস্যা তেলতেলে ভাব। ব্রণ, দাগ–ছোপ আর রোদে পোড়া ভাব বেশি দেখা যায়। তাই ত্বকের গভীর থেকে পরিষ্কার করবে, বেছে নিতে হবে এমন ফেসিয়ালই।

তৈলাক্ত ত্বকে করানো যেতে পারে অরেঞ্জ ফেসিয়াল। রোদে পুড়ে যাওয়া তৈলাক্ত ত্বকের দাগ সারিয়ে এর উজ্জ্বলতা বাড়াতে জুড়িহীন এটি। গোল্ড বা লাইটেনিং ফেসিয়ালও এ ধরনের ত্বকে চমৎকার মানিয়ে যায়।

Homemade Face Pack For Oily Skin

এছাড়াও:মুলতানি মাটি ত্বকের পরিচর্যায় ব্যবহৃত একটা প্রাচীন উপাদান। এটা ত্বকের ময়লা এবং অতিরিক্ত তেল দূর করে। ব্রণর সমস্যাও দূর করে।

শশার রস ও মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে ত্বকে লাগান এটি ব্যবহার করলে ত্বকের থেকে ছিদ্র বন্ধ করতে, ময়লা এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকের জন্য দারুন মতো কাজ করে এসব ফেস প্যাক, জানুন ব্যবহার

আপেল এবং অ্যাভোক্যাডো মাস্ক: আপেল আমাদের ত্বকের সিবাম দূর করে ফলে অতিরিক্ত তেল ময়লা দূর হয়। অ্যাভোক্যাডোতে প্রয়োজনীয় ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আপেলের সঙ্গে অ্যাভোক্যাডো মিশিয়ে মাখলে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়।।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে স্ট্রবেরির রসের সঙ্গে পাতিলেবুর রস ও মধু দিয়ে দিন। শুষ্ক ত্বকে এই প্যাক খুব ভালো কাজ দেয়। প্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ঘষে তুলে দিন। এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

কিভাবে মুখের তৈলাক্ততা দূর করা যায়? দেখুন

মাস্ক লাগানোর পরে যা করবেন —-মাস্ক লাগানোর পরে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে টোনার লাগানো মাস্ট। আপনি গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করে স্প্রে করে নেবেন।

ময়শ্চারাইজিং সবার শেষে আসবে ময়শারাইজার। আপনার ত্বকে যে ময়শ্চারাইজার কোনও প্রতিক্রিয়া করে না সেই ময়শ্চারাইজার ব্যবহার করবেন।

আরোও পড়ুন,

স্কিনকে গ্লো করতে ভিটামিন সি সিরাম কিভাবে ব্যবহার করবেন দেখে নিন – Vitamin C Serum

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *