Spread the love

Best Shampoo For Oily Scalp And Frizzy Hair: তৈলাক্ত মাথার ত্বকের জন্য সেরা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু


যাদের তৈলাক্ত স্ক্যাল্প তাদের তো হাজার সমস্যা,, তৈলাক্ত চুল হলে এমন ধরনের শ্যাম্পু বাছতে হবে, যা চুলের জন্য নরম অথচ মাথার ত্বককে ভাল ভাবে পরিষ্কার করবে। সিবাম ঠিক ভাবে মাথা থেকে ক্ষরিত হয়ে চুলের ডগা পর্যন্ত না পৌঁছলেই এই সমস্যা দেখা দেয়। তাই যে সব শ্যাম্পুতে মাটি, ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারিন জাতীয় উপাদান রয়েছে, সেগুলো নির্বাচন করুন। ঠিক ভাবে শ্যাম্পু না করলেও এই সমস্যা বাড়তে পারে। অনেকে আবার রোজ অপ্রয়োজনীয় ভাবে চুল ভিজিয়ে থাকেন, সেটা এড়ান।


IMG_20230715_214308-1689437600478 Best Shampoo For Oily Scalp And Frizzy Hair - তৈলাক্ত মাথার ত্বকের জন্য সেরা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু

Best shampoo for oily scalp and dandruff


নিয়মিত কন্ডিশনিং করুন


চুল মোলায়েম ও প্রাণোচ্ছল রাখতে ঠিক মতো কন্ডিশনিংয়ের কোনও বিকল্প হয় না। কন্ডিশনার চুলের ময়শ্চারইজার হিসেবে কাজ করে। শ্যাম্পু করে চুল থেকে জল ঝরিয়ে নিন। এরপর চুলের মাঝের অংশ থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার লাগান। কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।


তৈলাক্ত চুলের শ্যাম্পুর নাম


অনেক শ্যাম্পুতে ময়েশ্চারাইজিং তেল থাকে। আপনার তেলতেলে চুলের জন্য তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করবেন, এতে বেশ ভালো ফল পাবেন। অয়েলি চুলে অবশ্যই সপ্তাহে তিনদিন শ্যাম্পু করবেন। তিন বা চারদিনের কম হলে অয়েলি চুলের পরিচর্যা ঠিকমতো হবে না।


Shampoo for oily scalp and hair loss

চুলে শ্যাম্পু লাগানোর আগে স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা জলে চুল ভালো করে ভিজিয়ে নিবেন। অতিরিক্ত স্ট্রেস, দূষণ, শরীরে পুষ্টির অভাব, কারণে চুল তেল চিটচিটে হয়ে যায়। কাজেই সুস্থ সুন্দর স্ট্রেসবিহীন জীবনযাপন চুলে তেলের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করবে।


তৈলাক্ত স্ক্যাল্প এর জন্য বেস্ট শ্যাম্পুঃ


১. ল’রিয়েল প্যারিস এক্সট্রা অর্ডিনারি ক্লে শ্যাম্পুঃ

ল’রিয়েলের এই ক্লে শ্যাম্পু বিশেষভাবে বানানো হয়েছে অয়েলি চুলের জন্য। এই শ্যাম্পু চুলের গোড়ার তেল শুষে চুলকে রাখে ঝরঝরে এবং হাইড্রেটেড। উত্তম ফলাফলের জন্য ল’রিয়েলের কন্ডিশনারই ব্যবহার করতে হবে।


ছেলেদের তৈলাক্ত চুলের শ্যাম্পু


IMG_20230715_214241-1689437600812 Best Shampoo For Oily Scalp And Frizzy Hair - তৈলাক্ত মাথার ত্বকের জন্য সেরা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু

Best shampoo for oily scalp and hair fall


২. খাদি ন্যাচারাল হানি অ্যান্ড লেমন জুস হেয়ার শ্যাম্পুঃ

মধু, আমলকি, লেবু, শিকাকাইসহ বিভিন্ন উপাদানে তৈরি আয়ুর্বেদিক শ্যাম্পুকে বেছে নিতে পারেন অয়েলি চুলকে সামলানোর জন্য। খুশির খবর হচ্ছে, এই শ্যাম্পু আপনি শুষ্ক, রুক্ষ, পাতলা, তৈলাক্ত সকল ধরণের চুলেই ব্যবহার করতে পারবেন। আপনি যদি হালকা গন্ধের শ্যাম্পু চান তারা এটা ব্যবহার না করলেই ভালো।


Best shampoo for oily scalp India


৩. নিউট্রিজেনা অ্যান্টি-রেসিডিউ শ্যাম্পুঃ

এই শ্যাম্পুর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এর হালকা রিফ্রেশিং সুবাস। জাম্বুরার নির্যাস সমৃদ্ধ এই শ্যাম্পুর মাইল্ড এক্সফোলিয়েটিং অ্যাকশন তেল চিটচিটে ভাব কমানোর পাশাপাশি খুশকি দূর করে,,এই শ্যাম্পুতে প্যারাবেন নেই৷


৪. Aveeno Scalp Soothing Apple Cider Vinegar Blend Shampoo

এই ক্লিনজিং শ্যাম্পুতে রয়েছে আপেল সিডার ভিনেগার, একটি প্রাকৃতিক পিউরিফায়ার যা চুলের তেল থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং এর প্রদাহ বিরোধী উপকারিতা রয়েছে। সূত্রটিতে ক্ষতিগ্রস্থ চুলের কণাগুলিকে প্রশমিত এবং মেরামত করার জন্য ওটস রয়েছে, যা আপনার চুলকে আগের চেয়ে নরম এবং স্বাস্থ্যকর করে তোলে। এতে কোন সালফেট, রঞ্জক বা প্যারাবেন নেই এবং এটি একটি স্বাস্থ্যকর মাথার ত্বকের পরিবেশ তৈরি করার জন্য তৈরি করা হয়েছে যেখান থেকে চুল বৃদ্ধি পেতে পারে।


IMG_20230715_214217-1689437600990 Best Shampoo For Oily Scalp And Frizzy Hair - তৈলাক্ত মাথার ত্বকের জন্য সেরা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু

মাথার তৈলাক্ততা দূর করার উপায়


৫. Himalaya Gentle Daily Care Natural Protein Shampoo | Gently Cleanses, Nourishes & Strengthens Hair


এটি যাদের তৈলাক্ত স্ক্যাল্প তারা অবশ্যই ব্যবহার করুণ।।মৃদু ডেইলি কেয়ার শ্যাম্পু,,কার্যকরভাবে চুল পড়া কমায়,,ভেজা চুল এবং মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন, ভালভাবে ধুয়ে ফেলুন,,,

ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন।।


আরোও পড়ুন,

How To Stop Hair Loss And Regrow Hair Naturally – চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর উপায়



Tags – Shampoo, Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *